জুন ১৫, ২০২২
যৌথভাবে আলোচনার ভিত্তিতে রাষ্ট্রপতি পদ প্রার্থী ঠিক করা হবে: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ রাষ্ট্রপতি নির্বাচনের রণকৌশল নির্ধারণ নিয়ে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে যোগ দিলেন ১৭ টি বিজেপি-বিরোধী দলের প্রতিনিধিরা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য:
এখানে কংগ্রেস, সিপিএম, সিপিআই সহ অনেক রাজনৈতিক দলের বন্ধুরা উপস্থিত রয়েছে।
যে দু-একটি দল বৈঠকে আসেনি তাদের হয়তো অন্য কোনও কারণ রয়েছে, অথবা তাঁরা কোনও কাজে ব্যস্ত।
বৈঠকে আমরা সর্বসম্মতভাবে শরদ পওয়ারের নাম প্রস্তাব করেছিলাম। তিনি রাজি হলে সকলে তাঁকে সমর্থন করবে, রাজি না হলে, যৌথভাবে আলোচনার ভিত্তিতে একজনকে প্রার্থী করা হবে এবং অন্যরা তাঁকে সমর্থন করবে। খুব ভাল সূচনা হয়েছে।
দীর্ঘদিন পর আমরা একসঙ্গে বসেছিলাম, আগামী দিনে আবারও এমন বৈঠক হবে।