Latest News

May 17, 2024

যদি এনআরসি, সিএএ না চান, বিজেপিকে ভোট দেবেন না : মমতা বন্দ্যোপাধ্যায়

যদি এনআরসি, সিএএ না চান, বিজেপিকে ভোট দেবেন না : মমতা বন্দ্যোপাধ্যায়

লোকসভা ভোটের প্রচারে ঝাড়গ্রামে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামে কালীপদ সোরেনের সমর্থনে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ওনার বক্তব্যের কিছু অংশ

জঙ্গলমহলে যাঁর হাত ধরে ঢুকি, তার নাম ছত্রধর মাহাতো

আগে পড়াশোনায় পিছিয়ে ছিল জঙ্গলমহল। আজ এখানে ছেলেমেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে, বড় বড় অফিসার হচ্ছে। এটা আমার গর্ব। সাঁওতালি ভাষাকে কেউ গুরুত্ব দিত না। আমরা এসে প্রথম এই ভাষাকে গুরুত্ব দিই

বিদেশে পড়তে গেলে বা কাজ করতে গেলে অনেক বছর থাকলে যেমন একটা করে গ্রিন কার্ড দেয়, সিএএ তেমনই একটা ভাঁওতা

আমি চাইলেই ওঁর ছাড়পত্র আটকে দিতে পারতাম। ওদের বেশি লোভ তো। ভাবলাম, যাক। টাকা করে আসুক। এলাকায় ডাক্তার নেই। উনি ভোটে লড়লে ডাক্তারি কে করবে? মানুষ পরিষেবা কোথায় পাবেন?

দিল্লিতে ‘ইন্ডিয়া’ ক্ষমতায় এলে এনআরসি, সিএএ, ইউনিফর্ম সিভিল কোড আমরা বাতিল করব। বাংলায় সিপিএম কংগ্রেসের সঙ্গে আমাদের সম্পর্ক নেই। দিল্লিতে আছে

যদি এনআরসি, সিএএ না চান, বিজেপিকে ভোট দেবেন না। বিজেপির মতো এত বড় চোর, ডাকাত কোথাও নেই। বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে