Latest News

January 18, 2023

মেঘালয়ে তৃণমূলই সরকার গড়বে : মমতা বন্দ্যোপাধ্যায়

মেঘালয়ে তৃণমূলই সরকার গড়বে : মমতা বন্দ্যোপাধ্যায়

আজ মেঘালয়ের মেন্দিপাথারে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কিছু অংশ:

এখানে অসমে বসে থাকা ডিফ্যাক্টো প্রধানমন্ত্রীর দিল্লির নির্দেশ মেনে উত্তর-পূর্ব শাসনের দিন শেষ করুন। মাতৃভূমিকে ভালবাসুন। সরকারে বহিরাগতের জায়গা নেই। শাসন থাকবে ভূমিপুত্রদের হাতে।

পরের বার আপনাদের স্থানীয় ভাষা শিখে আসব। এখানকার সরকার আগে ৫ বছরের রিপোর্ট কার্ড দেখাক।

এখানকার ভাইবোনেরা কল্পনা করতে পারবেন না কী অত্যাচার আমায় সইতে হয়েছে। আমার সারা দেহ ক্ষতবিক্ষত হয়েছে। কিন্তু আমি নত হইনি।

বিজেপি-এনপিপির সঙ্গে লড়তে হলে একমাত্র বিকল্প তৃণমূল। কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকেই ভোট দেওয়া।

এই অকর্মণ্য সরকারকে বদলাতে তৃণমূলই একমাত্র বিকল্প। পরের বার মেঘালয়ে তৃণমূল সরকারের শপথ গ্রহণে আসব।

আমরা সরকার গড়ার ১০০ দিনের মধ্যে ওই দুই প্রকল্প রূপায়ণ করব।

বিজেপি বরাবরই টাকার জোরে গণতন্ত্রকে নষ্ট করতে চায়। তারা কেন্দ্রীয় সংস্থা ব্যবহার করে, ভয় দেখায়।