Latest News

April 22, 2024

বেআইনি রায়, আমরা উচ্চ আদালতে যাচ্ছি, আশা রাখুন : মমতা বন্দ্যোপাধ্যায়

বেআইনি রায়, আমরা উচ্চ আদালতে যাচ্ছি, আশা রাখুন : মমতা বন্দ্যোপাধ্যায়

আজ রায়গঞ্জের শিরশি আই এম সিনিয়ার মাদ্রাসা মাঠে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণ কল্যাণীর সমর্থনে রায়গঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনসভা | ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কিছু অংশ

নিজে জিতবে না ভাল করে জানে কংগ্রেস, বলছে অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। একটা অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। বলছে টাকা নেই। যদিও সমর্থন করি না অ্যাকাউন্ট ফ্রিজ করা। তোমাদের টাকার অভাব? তেলঙ্গানায় সোনার খনি। কর্নাটকে তোমরা ক্ষমতায়। হিমাচলে কাদের সরকার? তামিলনাড়ুতে যৌথ ভাবে সরকারে। আমরা একটা রাজ্যে। আমরা করি না বলে আমাদের বদনাম করে।

১০০ দিনের কাজের টাকা দেয়নি বিজেপি। মা-বোনদের সাম্মানিক দিল না। আজ বলছে, তিন মাস পর লক্ষ্মীর ভাণ্ডার তুলে দেব। এত বড় সাহস? আমার ইচ্ছা হলে অন্য ভাষায় আক্রমণ করতাম। তোমাদের মতো নই। তাকালে মনে হয় কেউটে সাপের আগুন বার হচ্ছে। এমন দল তোমরা। সারা দিন গালাগালি দাও।

রাজবংশী, জনজাতি, সংখ্যালঘুদের জন্য কী করেছ? মণিপুরে গির্জা ভেঙেছো। মন্দির ভেঙে এনআইএকে ডেকে আনো।

এনআরসি নিয়ে দিল্লিতে ক’জন মারা গিয়েছেন, জানেন? নালা লাল হয়ে গিয়েছে। উত্তরপ্রদেশেও মারা গিয়েছে।

সন্দেশখালির মহিলারা খারাপ রয়েছে বলে কেঁদে বেড়াচ্ছে। গুজরাতের নির্যাতিতার পরিবারের লোকজন খুন হয়েছে। কী করেছ? কুস্তিগীরের অপমান নিয়ে কী করেছ? সন্দেশখালির ঘটনা পরিকল্পিত রচনা।

বলছে বোমা ফাটাবে। বোমা কী? ২৬ হাজার লোকের চাকরি খেয়ে নিচ্ছে। মানুষের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার নাম বোমা। কোর্ট কী রায় দেবে আগে জানলি কী ভাবে? সোমবার রায় দেবে, শনিবার জানলি কী ভাবে? যদি রায় নিজেরা লিখে না দিস?

কার বাড়ি সিবিআই যাবে, আগেই বলছে। কী ভাবে? ওহে গদ্দার, এ বার বিজেপি ক্ষমতায় আসবে না। কাগজগুলোকে দিয়ে সমীক্ষা করাচ্ছে। মিথ্যা কথা। নিজেদের টাকা দিয়ে পোষে। তাদের দিয়ে সমীক্ষা করে বলছে, টিভিতে দেখাও। বলছে বিজেপি ৫০০ আসন পাবে।

যা পেয়েছিল আগের বার, সর্বোচ্চ পেয়েছিল। এ বার পাবে না। মধ্যপ্রদেশ, রাজস্থানে অর্ধেক চলে যাবে। উত্তরপ্রদেশে অখিলেশরা লড়াই করছে। আমাদেরও এক জন রয়েছে ওঁর সঙ্গে।

সিএএ-তে আবেদন না করবেন না। এও জানান, কন্যাশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, রূপশ্রী, সবই দেবে রাজ্য সরকার।

বাংলার ভোট হলে আমরা কৈফিয়ত দেব। এটা মোদীর নির্বাচন। তাই তাঁকে জবাব দিতে হবে। কেন বেকার বেড়েছে। কেন ওষুধের দাম বেড়েছে। কেন এনআরসি, সিএএ, অভিন্ন দেওয়ানি বিধি হয়েছে? আগামী দিনে মোদী এলে কোনও ধর্ম থাকবে না।

ওঁরা রামকৃষ্ণকে মানে না। বাইরে থেকে নিয়ে আসা ধর্ম, পচা শামুকে পা কাটা, সে রকম ধর্ম মানে। বলে মমতাদিদি দুর্গাপুজো করতে দেন না। সেই পুজো ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে।

সম্প্রদায়ের লোককেই টিকিট দিতে হয়। মুর্শিদাবাদে কেউ কি জিজ্ঞেস করে ও হিন্দু না মুসলমান? এখানে কেন জিজ্ঞেস করেন? সেলিম মুর্শিদাবাদ ভোট কাটতে ঢুকেছেন। ও বিজেপির পাখির চোখ।

তাঁর নাকি টাকা নেই। দেব একটা লক্ষ্মীর ভাণ্ডার। লোকের থেকে আঁচল পেতে টাকা নিচ্ছেন। সব নিজের কাছে রাখবেন। উত্তর দিনাজপুরে আপনার ফসল চলছে। কোথা থেকে আসছে টাকা?

আমরা যা বলি, তা করি। বিজেপি যা বলে, করে না। ১৫ লক্ষ টাকা কি দেয়েছে? ‘বিজেপি ইতিহাস, ভুগোল ভুলিয়ে দিয়েছে।যাঁরা টাকা দিয়েছেন, আর দেবেন না। ভোট দিন তৃণমূলকে।

পরশু বালুরঘাটে একটা ঘটনা হয়েছে। সীমান্ত থেকে বিএসএফের লোক বেরিয়ে এসে গুলি চালিয়েছে। এফআইআরের কপি পড়েছি। যে গুলি খেয়েছে, হাসপাতালে আছে। আমাদের একটা সংখ্যালঘু অধ্যুষিত গ্রামে এসেছে বিএসএফ। বলেছে, বিজেপিকে ভোট দিন। গ্রামের লোক প্রতিবাদ করেছে। গুলি চালিয়েছে। একটি ছেলের গায়ে লেগেছে। তার বাবা, ভাই এফআইআর করেছে। আগে থেকে লিখিয়ে নিচ্ছে, ভোটে কারও মৃত্যু হলে বিএসএফ দায়ী হবে না। কোচবিহার, জলপাইগুড়িতে মানুষ ভয় পায়নি। আমাদের ভোট দিয়েছে। মোদী বাবুরা ভয় পেয়েছেন। ভাবলেন গেল। ঘাবড়ে গেছেন। এখন উল্টোপাল্টা বকছেন।