সাম্প্রতিক খবর

জুন ২৮, ২০২২

বিজেপি একটা অপদার্থ দল:মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপি একটা অপদার্থ দল:মমতা বন্দ্যোপাধ্যায়

আজ আসানসোলে তৃণমূলের কর্মীসভায় অংশগ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সেখানে তাঁর বক্তব্যের কিছু অংশ :

• রেলের ৮০ হাজার পোস্ট তুলে দেওয়া হয়েছে। চাকরি পাবেন কোথা থেকে। বিজেপি মিথ্যে কথা বলছে।
• ২০২৪ সালের ভোটের আগে বিজেপি ললিপপ দেখাচ্ছে।বিজেপি একটা অপদার্থ দল।
• ওরা বলছে ৪ বছরের জন্য একবার ২০ হাজার ও একবার ৪০ হাজার লোক নেবে। আমাদের দেশে তাহলে একটি রাজ্যের ১ হাজার ছেলেও চাকরি পাবে না।
• কোনও প্রতিবাদ করলেই সিবিআই রেড হয়, ইডির তদন্ত হয়।
• নোংরা’ কথা বলা সত্ত্বেও কেন বিজেপির নেতানেত্রীদের গ্রেফতার করা হয়নি।
• জুবেরকে কেন গ্রেফতার করেছেন? ও কী করেছিল? কী করেছিল তিস্তা? গোটা দুনিয়ায় এর নিন্দা হচ্ছে।
• আপনারা আসানসোলে আমাদের শুধু জেতাননি। বিজেপিকে খামোশ করে দিয়েছেন।