April 16, 2024
বিজেপি ইডি, সিবিআই, এনআইএ-র ভয় দেখাচ্ছে : মমতা বন্দ্যোপাধ্যায়

আজ ময়নাগুড়িতে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ড. নির্মল চন্দ্র রায়ের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনসভা করেন।ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কিছু অংশ :
১১ লক্ষ মানুষের বাড়ি এই বছরেই করব। ডিসেম্বরের মধ্যে টাকা রিলিজ করব, কথা দিয়ে যাচ্ছি।
যাঁদের বাড়ি ভেঙেছে তাঁদের বাংলার বাড়ির টাকা পাবেন।
বিজেপিকে ভোট দিয়ে জিতিয়ে দিচ্ছেন। আর ওরা দিল্লিতে গিয়ে টাকা বন্ধ করে দিচ্ছে।
বিজেপি ইডি, সিবিআই, এনআইএ-র ভয় দেখাচ্ছে আর সব বিজেপিতে যাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় চোর কারা। সবচেয়ে বড় চোর তো ওরাই। গরীব মানুষের টাকা আটকে রেখেছে। সবচেয়ে বড় চোর বিজেপি। ১০০ দিনের টাকা লুঠ করছে। পিএম কেয়ার ফান্ডের নামে টাকা লুঠ করছে।
ইয়ং জেনারেশনের কাছে আমি আবেদন করছি, বিজেপি দেশটাকে বিক্রি করে দিচ্ছি। দেশটাকে বাঁচান।
রামনবমীর দিন বিজেপি অশান্তি করতে পারে। সংখ্যালঘু ভাইয়েরা অশান্তি বাড়তে দেবেন না।
আমার গাড়ি দেখে ওরা চোর বলছে। আমি কারও পিতৃদেবের টাকায় এক কাপ চাও খায়নি। চাইলে লক্ষ লক্ষ টাকা বেতন, পেনশন নিতে পারতাম। নিইনা। কারণ আমার দরকার নেই। আমার দরকার মানুষকে। মানুষ আমার সঙ্গে আছেন। ওদের জিভ টেনে নিতে পারতাম। কিন্তু ভোট বলে কিছু বলিনি। তা ছাড়া আমি নরেন্দ্র মোদী, অমিত শাহ নই। ওঁরা বলেন বেছে বেছে জেলে পাঠাব। উল্টো ঝুলিয়ে সিধে করে দেব। আমি সেটা বলব না।