মে ৫, ২০২২
বাংলা আজ যা ভাবে, গোটা ভারত কাল সেই অনুযায়ী কাজ করে: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ এই দিনে তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে তৃণমূল সরকারের ১১ বছর পূর্তি উপলক্ষে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
মমতা বন্দ্যোপাধ্যায় এর বক্তব্যঃ
প্রচুর মানুষ আগেই লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছিল। বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন থেকে ৫ লক্ষ মানুষকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছিল। আজ নতুন করে আমার আরও ২০ লক্ষ মা বোন এই প্রকল্পের সুবিধা পেলেন।
৩৪ বছরের শাসনকালে সবাইকে নরকঙ্কালের মালা পরিয়েছে। খুন করে লাশ ভাসিয়ে দেওয়া হত, মাটি খুঁড়লেই নরকঙ্কাল বেরিয়ে আসত। খুন করে থানায় থানায় লাশ ঢুকিয়ে দেওয়া হত, তার এখন সব ভুলে গলায় ঘণ্টা বেঁধে ঘুরছে। আগে থানায় গেলে অভিযোগ নেওয়া হত না, এখন অভিযোগের সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়া হয়।
বাংলায় অন্যান্য রাজ্যগুলির থেকে অনেকে নিরাপদ। একটি ঘটনা ঘটলে পুলিশ পদক্ষেপ নেয়, কিন্তু উদ্দেশ্য নিয়ে সারাদিন সেই ঘটনা নিয়ে আলোচনা করা হয়। এত মেয়েরা মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা দিল, আপনারা বলুন, একটাও ঘটনা ঘটেছে? শুধুমাত্র একটি মেয়ে রেল দুর্ঘটনায় মারা গিয়েছে।
বেশ কিছু টেলিভিশন চ্যালেন রয়েছে যারা শুধুমাত্র নেতিবাচক খবর পরিবেশন করে। উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশে কোনও বড় ঘটনা ঘটলে, বিজেপিকে খুশি করার জন্য সেটা দেখায় না, কিন্তু বাংলায় কোনও একটি ঘটনা ঘটলে সারাদিন ধরে নেতিবাচক প্রচার করে। কিছু কিছু মিষ্টির দোকানে যেমন ভেজাল মিষ্টি পাওয়া যায়, একই রকমভাবে ভেজাল খবর পরিবেশন করা হয়। তাদেরও অনের খুঁত রয়েছে, আমরা সেই সব জানি, জেনেও কিছু বলি না।
বাংলা যে কোনও রাজ্য়ের থেকে ভাল। বাংলা আজ যা ভাবে, গোটা ভারত কাল সেই অনুযায়ী কাজ করে। বাংলাতে নারী নিরাপত্তা রয়েছে। থানায় অভিযোগ দায়ের হলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হয়, বিজেপি শাসিত রাজ্যগুলিতে পুলিশ পদক্ষেপ নেয় না। কি আমার মা বোনেরা, বাংলা নিরাপত্তা নেই? আগে মেয়েদের আলাদা স্কুল ছিল, ছেলে মেয়েরা একসঙ্গে পড়াশুনো করে। এখন ছেলেরা মেয়েদের বন্ধু, মেয়েরা ছেলেদের বন্ধু।
বিজেপি চড়া দামে জ্বালানি বিক্রি করে কোটি কোটি টাকা রোজগার করেছে। ওদের টাকার কোনও অভাব নেই, তাও দেখুন সবার সামনে কৌটো নাড়ছে।