April 5, 2024
বাংলায় তৃণমূল ছাড়া কাউকে ভোট দেবেন না : মমতা বন্দ্যোপাধ্যায়

আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে ভোটপ্রচারের জন্য সেখানে জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুফানগঞ্জের নাগুর হাট হাই স্কুলের মাঠে সভা হয়েছে। সেখানে ওনার বক্তব্যের কিছু অংশ:
সন্দেশখালি সিঙ্গুরও নয়, নন্দীগ্রামও নয়। কিছু ঘটনা স্থানীয় ভাবে ঘটেছে। গ্রেফতারও করা হয়েছে। আমরা শাহজাহান, আরাবুলকে গ্রেফতার করেছি।
অনেকের চাকরি খেয়েছেন। এ বার জনগণের আদালতে আপনার বিচার হবে।
শীতলখুচিতে পাঁচ জনকে গুলি করে মেরেছে। যাঁর নির্দেশে গুলি চলেছে, তাঁকেই (দেবাশিস ধর) বীরভূমে প্রার্থী করেছে বিজেপি।
আপনারা বাংলাকে ঘৃণা করেন। আপনারা বাংলাকে বঞ্চিত করে রেখেছেন। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে অত্যাচার করছেন।
প্রধানমন্ত্রী যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণ করেননি। চা বাগানের দশ লক্ষ মানুষকে বিপদে ফেলেছেন। ঝড়ে যাঁদের বাড়ি ভেঙেছে, তাঁদের নাম আবাসের তালিকায় ছিল। বাড়ি পেলে আজ ওদের এই দুর্দশা হত না।
বিজেপি দেশ বেচে দিয়েছে। সিপিএম-কংগ্রেসকে নিয়ে লড়ছে বিজেপি। বাংলায় তৃণমূল ছাড়া কাউকে ভোট দেবেন না। ভোট দিলে বিজেপির সুবিধা হবে।