সাম্প্রতিক খবর

ডিসেম্বর ২৮, ২০২৩

বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে, তৃণমূলই পারে বিজেপিকে শিক্ষা দিতে : মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে, তৃণমূলই পারে বিজেপিকে শিক্ষা দিতে : মমতা বন্দ্যোপাধ্যায়

আজ চাকলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর ২৪ পরগনা জেলা সফরে কর্মিসভা অনুষ্ঠিত হয়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য :

সারা দেশে ‘ইন্ডিয়া’ থাকবে। বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। কারণ, তৃণমূলই পারে বিজেপিকে শিক্ষা দিতে। সারা ভারতকে পথ দেখাতে

‘নাগরিকত্ব নিয়ে অনেক কথা বলা হচ্ছে। আপনার সবাই নাগরিক। নাগরিক না হলে রেশন পান কী করে! নাগরিক না হলে প্যান কার্ড থাকে কী করে

বাংলা এখন গোটা দেশের কাছে ডেস্টিনেশন। এই জেলায় আমাদের সরকার অনেক কাজ করেছে। ৯০ কোটি টাকা খরচ করে দক্ষিণেশ্বরে স্কাইওয়াক তৈরি করা হয়েছে। কালীঘাট মন্দিরেও স্কাইওয়াক তৈরি করা হচ্ছে। এই জেলার মতুয়া সম্প্রদায়ের মানুষের জন্য আমাদের সরকার অনেক কাজ করেছে

রক্ত আমাদের জীবন বাঁচায়। রক্তে কোনও ধর্মের নামের উল্লেখ থাকে না। ধর্ম মানবতার নাম, ভালবাসার নাম। ধর্ম মানে ভাগাভাগি নয়। ভোটের সময় ধর্ম নিয়ে কথা বলব, আর সারা বছর শোষণ করব, এটা তো হতে পারে না

কয়েকদিন বাদে গঙ্গাসাগর মেলা আছে। আগে থাকার জায়গা ছিল না। আজ আমূল বদলে গিয়েছে

বাইরের লোকের ভোটের সময় এসে টাকা দিলে নিয়ে নিন। কারণ এটা মানুষের টাকা। কিন্তু দয়া করে সিপিএম বা বিজেপিকে ভোট দেবেন না। কোনও সাম্প্রদায়িক বিভেদকারীদের কথা শুনবেন না। কারণ এরা বিজেপির টাকায় ঘুরে বেড়াচ্ছে। একদল বসন্তের কোকিল এসেছে। এলাকায় এলাকায় ধর্মীয় সভার নামে তৃণমূলের ভোট কাটার চেষ্টা করছে

সংখ্যালঘু বন্ধুরা সাবধান। আপনাদের নিরাপত্তা ও জীবন সুনিশ্চিত। আর্থিক নিরাপত্তার ব্যবস্থাও কিন্তু আমরা করেছি। বিজেপির টাকা নিয়ে যাঁরা ভাঁওতা দিচ্ছে, তাঁদের কথা শুনলে সমস্যা হবে। বাংলাটা তৃণমূলের হাতে রাখতে হবে। আমরা যদি আসন কম পাই। তবে বিজেপির অত্যাচার আরও বাড়বে। CAA বা NRC নিয়ে বিজেপি কম করেনি। নির্বাচনের আগে বিজেপি খবরদারি করার কে? আপনাদের অনুরোধ, দয়া করে ভুল বুঝবেন না। আমরা যতদিন আছি, আপনাদের ক্ষতি কেউ করার চেষ্টা করলে পাহারাদারের ভূমিকা পালন করব। কোন এলাকায় কী হচ্ছে, আমি লক্ষ্য রাখি

সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে। এটা কিন্তু আমি বারবার বলছি। পুরনো চাল ভাতে বাড়ে। পুরনো ও নতুন উভয়কে আমাদের দরকার। পুরুষ ও মহিলা উভয়কেই দরকার