সাম্প্রতিক খবর

এপ্রিল ২০, ২০২২

দেশের থেকে বাংলার জিডিপি বেশি : মমতা বন্দ্যোপাধ্যায়

দেশের থেকে বাংলার জিডিপি বেশি : মমতা বন্দ্যোপাধ্যায়

আজ থেকে শুরু হল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন অমিত মিত্রও। বিদেশি প্রতিনিধিদের মধ্যে ছিলেন ৪৯ জন ব্রিটেনের প্রতিনিধি। গৌতম আদানি, আজিম প্রেমজি, নীরঞ্জন হীরা নন্দানি, হর্ষ নেওটিয়া, সজ্জন জিন্দল এবং সঞ্জীব গোয়েঙ্কারাও উপস্থিত ছিলেন। এদিনের সম্মেলনে ১৯টি দেশ থেকে বাংলার বাণিজ্য সম্মেলনে যোগ দিয়েছেন প্রায় ২৫০ জন প্রতিনিধি।

মমতা বন্দ্যোপাধ্যায় এর বক্তব্যঃ

প্রায় দুই বছর পর এই সম্মেলন হচ্ছে। আমরাই প্রথম রাজ্য যারা করোনা পরবর্তীকালে এই সম্মেলন করছি।

আট স্তম্ভের উপর রাজ্যের উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে। এমএসএমই, ই-টেন্ডারিংয়ে এগিয়ে বাংলা। স্কিল ডেভলপমেন্টেও আমরা প্রথম।

দেশের থেকে বাংলার জিডিপি বেশি। বাংলার ৪০ শতাংশ বেকরত্ব কমেছে।

কৃষি এবং শিল্প দুটি ক্ষেত্রেই হাসি ফোটাতে চাই। রাজস্ব আয় প্রায় ৪ গুণ বৃদ্ধি পেয়েছে। আমার লক্ষ্য রাজ্যে কর্মসংস্থান তৈরি করা।

অনুষ্ঠান শেষে রাজ্যপালকে মুখ্যমন্ত্রী বলেন, আপনি মাইন্ড না করলে একটা কথা বলতে চাই। আপনার মাধ্যমে আমি কেন্দ্রকে একটি বার্তা পাঠাতে চাই, যাতে বাংলায় ব্যবসা করতে কারও কোনও অসুবিধা না হয়। যাতে এজেন্সি লাগিয়ে কোনও শিল্পপতিকে হেনস্থা করা না হয়। আশা করব আপনি রাজ্যপালদের কনফারেন্সে বিষয়টি উত্থাপিত করবেন।

তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর যতগুলি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হয়েছে, তাতে মোট বিনিয়োগ প্রস্তাব এসেছে ১২ লক্ষ ৩৫ হাজার কোটি টাকার। তার অনেকটাই বাস্তবায়িত হয়েছে বা প্রকল্প গড়ার কাজ চলছে।