May 12, 2024
তুমি ১০০ দিনের কাজ বন্ধ করেছ, কিন্তু আমি চালু করেছি : মমতা বন্দ্যোপাধ্যায়

আজ তৃণমূল প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে উলুবেড়িয়ায় জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ওনার বক্তব্যের কিছু অংশ
আমরা যা কথা দিই তা রাখি। বিনামূল্যে রেশন, লক্ষ্মীর ভান্ডার, স্মার্ট কার্ড— এই ধরনের যা কথা দিয়েছি, তা রেখেছি। কিন্তু মোদী কিছু করে না। শুধু মিথ্য়া কথা বলে, কুৎসা রটায়
সব জায়গায় মোদীর ছবি। নিজেকে প্রচার করতে উনি যে এত ভালবাসেন! এ তো পিসি সরকারের ম্যাজিককেও হারিয়ে দেবে
বিজেপি করলে সিবিআই, আয়কর, ইডি কেউ যাবে না। চোরেদের নেতা বিজেপির নেতারা
তুমি ১০০ দিনের কাজ বন্ধ করেছ, কিন্তু আমি চালু করেছি। ৫০ দিনের কাজ পাবেন জব হোল্ডাররা। দরকার হলে আরও ১০ দিন পাবে
বাংলা চোর আর উত্তরপ্রদেশ সাধু? বাংলা চোর নয়, সবচেয়ে বড় চোর বিজেপির রাজ্য উত্তরপ্রদেশ, বিহার। তোমাদের ফাইল খুললে বুঝবে, গ্যারান্টি নয় ফোর টোয়েন্টি
যাঁদের চাকরি দিচ্ছি, তাঁদের চাকরি খেয়ে নিচ্ছে। একটা করে কেস করছে। সব শিক্ষার্থীদের পাশে আমরা আছি। আপনাদের সকলকে বলব পাশে থাকার জন্য। কিছু করতে পারবে না। বলেছিল বোমা ফাটাবে, কী করল ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি খেয়ে নিল। কী স্পর্ধা
সন্দেশখালি নিয়ে চক্রান্ত করল। মা-বোনেরা জানেনও তাঁদের হাত দিয়ে কী লিখিয়েছে। তাঁদের দিয়ে লিখিয়ে চক্রান্ত করেছে