June 4, 2024
জনগণ আজ ম্যান অফ দ্য ম্যাচ: মমতা বন্দ্যোপাধ্যায়

ঘোষণা হয় গেলো লোকসভা ভোটের ফলাফল। প্রতিবারের মতো এবারও তৃণমূলেই আস্থা রেখেছেন বাংলার জনগণ।
আজ কালীঘাটে নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নেত্রীর বক্তব্যের কিছু অংশ:
বাংলার মানুষকে শুভেচ্ছা
মালিক যা বলবে তা সংবাদ মাধ্যমকে করতেই হবে, তাই তারাও তাই করছিলেন কিন্তু আজ মানুষ জবাব দিয়ে দিয়েছে
তৃণমূল জেতার পরও বিজেপি সার্টিফিকেট দিচ্ছে না কাঁথি তে
আজকে সবচেয়ে বড় কৃতিত্ব জনগণের, যে তারা মোদীকে সংখ্যাগরিষ্ঠ হিসেবে গুরুত্ব দেননি
কিছু কিছু আসনে জোর করে হারানো হয়েছে, অবজারভার রা রাজনীতি করলে আমার কিছু বলার নেই
কিছু সিটে দরকার হলে পুনরায় গণনা হবে, আমার সময় নন্দিগ্রামে যা করেছিল তমলুকে তাই হয়েছে
রাজ্য পুলিশ কে কাজে লাগেনি, সেট্রাল ফোর্স পাঠিয়ে দিয়েছে , সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে বাংলার ওপর, বেছে বেঁচে বিজেপি অবজারভার পাঠিয়েছে
মিডিয়া মোদিয়া হয়ে গেছিলো, তবে চির কৃতজ্ঞ আমি বাংলার কাছে
আপনাদের ফেক সার্ভে দেখে, বিজেপির তৈরী করে দেওয়া ফেক সার্ভে দেখে
আমার মনে হচ্ছিল আমি কি নিজের ওপর আস্থা হারাচ্ছি? আমি মানুষের কক্ষ দেখে যা বুঝেছি তা কি ঠিক নয়?
বাংলার নির্বাচন কন্ডাক্ট করেছে বিজেপির এক গদ্দার
যে সন্দেশখালি নিয়ে এতো কুৎসা, সেখানেও আমরা জিতেছি
উত্তরবঙ্গের যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাঁর মেরুদন্ডও ভেঙেছে, একইভাবে তমলুক কাঁথি তেও মেরুদন্ড ভেঙেছে কিন্তু োর এখন গায়ের জোরি দেখাচ্ছে
মোদী সিঙ্গল লার্জেস্ট মেজরিটি পায়নি, বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন মোদী, আমি খুশি, ওনার উচিত ইস্তফা দেওয়া, এখন টিডিপি আর নীতীশের পায়ে ধরতে হচ্ছে
ইচ্ছামতন আইন পাস হবে না সংসদে, ইডি সিবিআই দিয়ে যা ইচ্ছে করতে পারবে না ওরা
অখিলেশ কে, শরদ পাওয়ারকে, উদ্ধব কে শুভেচ্ছা জানিয়েছি
বিহারে যা বলছে ওটা সত্যি না, তেজস্বীর সাথে আমার কথা হয়েছে, বললো গণনা এখনও বাকি
শেয়ার মার্কেট আমি বুঝি না, কিন্তু সেটার পতনের জন্যও বিজেপি দায়ী
ওদের অহংকার চূর্ণ হয়েছে, অযোধ্যাতেও হেরেছে, মোদীজি নিজের সাইট পোস্টাল ব্যালটে হেরেছিলেন
এতো আশীর্বাদ পেয়ে আমরা আজ জনগণের কাছে মাথা নত করছি, আমি মানুষের চোখের ভাষা বুঝি
আড়াই ৩ মাস ধরে নির্বাচন হতে পারে না, তাহলে উন্নয়নের কাজ হয় না, ১৪৭ জনকে এক্সপেল করে যে কাজ উনি করেছেন তার ফল হিসেবে উনি দুই তৃতীয়াংশ মেজরিটি পাননি
জনগণ আজ ম্যান অফ দ্য ম্যাচ
নির্বাচন কমিশন হল বিজেপির ভয়েস
মোদীজি অনেক দল ভেঙেছেন, তাই আজ মানুষ ওনাকে, ওনার নীতি ভেঙে দিয়েছে
সব আঞ্চলিক দল গুলো যেন নিজেদের প্রাপ্য টাকা ফেরত পায়, ইডি সিবিআই দিয়ে যে কাজ করে তা বন্ধ করতে হবে নাহলে বৃহত্তর আন্দোলন হবে
আর বলবো দেশের মানুষকে সম্মান করো, ইডি সিবিআই কেসের ভয়ে আর টাকার লোভে বিজেপিতে যেও না, এথলে দেশ আপনাকে ক্ষমা করবে না
মিডিয়া নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারে না, আমি চ্যালেঞ্জ করে বলছি এই এক্সিট পোল বিজেপি টাকা দিয়ে করিয়েছে
এই জয় আমাদের দেশের, কৃষকের, মা বোনেদের, জনগণের আর ইন্ডিয়ার। মোদী যাক, দেশ থাক