অগাস্ট ২৯, ২০২২
আমি রাজনীতিতে এসেছি সমাজসেবা করব বলে: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। প্রসঙ্গত, প্রতি বছর ২৮ অগস্ট, টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসের দিনেই এই সভা হয়। কিন্তু এবছর ২৮ অগস্ট রবিবার পড়ে যাওয়ায়, আজ সোমবার ২৯ অগস্ট টিএমসিপি-র সমাবেশের আয়োজন করা হয়েছে। আর সেই উপলক্ষেই আজকের এই সমাবেশে বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
ওনার বক্তব্যের কিছু অংশ:
কত ছেলে-মেয়েরা শিক্ষকের চাকরি পেয়েছে আমাদের আমলে, আর সিপিএমের আমলে? লিস্ট কোথায়? তথ্য কোথায়?
রাজীবের ৪০০ মেম্বার ছিল, তবু হারতে হয়েছিল। ইন্দিরা গাঁধীকেও হারতে হয়েছিল। বিজেপির কত আছে ৩০০-র আশপাশে আছে। বিহার তো চলে গেছে, ভোট এলে শূন্য হাতে বসে থাকবে, রসগোল্লা খাবে।
আমার এভিডেন্স দেওয়া আছে। আমাকে দেখান। আমি এমপি হিসাবে পেনশন নিই না। আমি মুখ্যমন্ত্রী হিসাবে এক পয়সাও নিইনি। যোগ করে দেখবেন কত হল। সরকারি গাড়ি কম চড়ি। আমার বাড়ি, ঠিকাসত্ত্ব। আইন অনুযায়ী আমি প্রজা।
কেন গ্রেপ্তার করা হল কেষ্টকে? কেষ্টর মতো সাহায্যকারী ছেলে হয় না। পার্থ কী করেছে আমি জানি না। সেটা বিচারাধীন, তবে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করা হচ্ছে। চক্রান্ত চলছে।
তৃণমূল ক্ষমতায় আসার পর ১ লক্ষ ৬৩ হাজার ৯৭০ জন শিক্ষক নিয়োগ হয়েছে। রাজ্যে দেড় কোটি ছেলেমেয়ে সরকারি-বেসরকারি ক্ষেত্রে চাকরি পয়েছে। দেশে যেখানে ৪০ শতাংশ এমপ্লয়মেন্ট কমেছে সেখানে রাজ্যে তা ৪০ শতাংশ বেড়েছে।
ইডি-সিবিআই-কে আমি সম্মান করি। কিন্তু কিছু কিছু ইডি-সিবিআই আধিকারিকও দুর্নীতিতে যুক্ত। আমাদের পুলিশকে দিল্লি কিছু করতে গেলে আইনি লড়াইয়ে যাব। আমরা খেয়াল রাখছি, লিস্ট তৈরি রাখছি।
আমাদের ১১ বছরের শাসনে টাকা পাইনি, কোনও সুযোগ পাইনি, শুধু লাঞ্ছনা পেয়েছি, বঞ্চনা পেয়েছি
আমি রাজনীতিতে এসেছি সমাজসেবা করব বলে। বিজেপি দল এই আট বছরে দেশটাকে বারোটা বাজিয়েছে। কোটি কোটি টাকা দিয়ে নিজেদের ভান্ডার ভরাচ্ছে।