সাম্প্রতিক খবর

জুন ৯, ২০২২

আমরা সব ধর্মকে সমান ভাবে সম্মান করি: মমতা বন্দ্যোপাধ্যায়

আমরা সব ধর্মকে সমান ভাবে সম্মান করি: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ নবান্নে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ওনার বক্তব্যের বিশেষ কিছু অংশ:

• আমরা সব ধর্মকে সমান ভাবে সম্মান করি।
• আমি বিজেপির কিছু সর্বনাশা, দায়িত্বজ্ঞানহীন নেতা-নেত্রীর সাম্প্রতিক জঘন্য, প্ররোচনামূলক, বিভেদমূলক ও ঘৃণাসর্বস্ব মন্তব্যের তীব্র নিন্দা করছি।
• আমি জোরালো ভাবে দাবী করছি, দেশের ধর্মনিরপেক্ষ ঐতিহ্য ও ঐক্য রক্ষার স্বার্থে এবং সর্বসাধারণের মানসিক শান্তির প্রয়োজনে বিজেপির অভিযুক্ত নেতা-নেত্রীদের অবিলম্বে গ্রেফতার করা হোক।
• একই সঙ্গে, এই ঘৃণ্য প্ররোচনা সত্ত্বেও, আমি আমার সমস্ত জাতি, ধর্ম এবং সম্প্রদায়ের সকল ভাই ও বোনদের কাছে সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থে শান্তি বজায় রাখার জন্য আবেদন জানাচ্ছি
• এমন মন্তব্য ও আচরণের ফলে শুধু হিংসাই ছড়ায় না, দেশের মন বিভক্ত হয়, দেশের শান্তি ও সংহতিও নষ্ট হয়।
• বাংলায় সংহতি রয়েছে। ধর্ম যার যার উৎসব সবার।
• সংখ্যলঘুদের বিরুদ্ধে কেউ আক্রমণ করলে সংখ্যাগুরুরা তাদের পাশে দাঁড়ান।