সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ১৫, ২০২৩

আমরা যদি দরিদ্রদের না ভালোবাসি , তাহলে আমরা উন্নয়ন করতে পারবো না : মমতা বন্দ্যোপাধ্যায়

আমরা যদি দরিদ্রদের না ভালোবাসি , তাহলে আমরা উন্নয়ন করতে পারবো না : মমতা বন্দ্যোপাধ্যায়

স্পেন সফরে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কিছু অংশ:

বাংলা এমন এক রাজ্য যেখানে পাহাড়, জঙ্গল, নদী, সমুদ্র সব রয়েছে। রয়েছে দক্ষ কর্মীবাহিনী। রয়েছে সম্প্রীতির পরিবেশ

আমাদের বাংলায় সমস্ত ধরনের যোগাযোগ ব্যবস্থা রয়েছে। সেই সঙ্গে প্রশিক্ষিত শ্রমিকও রয়েছেন। এখানকার তরুণ প্রজন্ম কর্মোদ্যোগী, সকলে নিজের পায়ে দাঁড়াতে চায়। লোকবলের কোনও অভাব হবে না। আমার অনুরোধ, আপনারা শুধু একবার আসুন। এখানকার শিল্প পরিবেশ, পরিকাঠামো দেখুন। আমরা সবরকমভাবে শিল্প বিস্তারের জন্য প্রস্তুত। শুধু আপনাদের আসার অপেক্ষা

আজ থেকে কয়েক মাস আগে আন্তর্জাতিক কলকাতা বইমেলায় স্পেন ছিল থিম। তখন তাঁরা আমায় আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি পাঁচ বছর কোথাও যাইনি। ঠিক করেছিলাম, এর পর কোথাও গেলে স্পেনেই যাব

আপনারা আসুন। বিনিয়োগ করুন। যদি বিনিয়োগ না-ও করেন, দেখে যান কত মউ স্বাক্ষরিত হচ্ছে

গণতন্ত্রই ভারতের মূল শক্তি। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রাজ্যে সরকার পরিচালনা করে। এবং বৈচিত্রের মধ্যেও ঐক্য রয়েছে।অন্য কোথায় কী হচ্ছে আমি বলব না। তবে বাংলায় আমরা সমস্ত জাতি, ধর্মকে সমান ভাবে শ্রদ্ধা করি। আমরা যদি দরিদ্রদের না ভালোবাসি , তাহলে আমরা উন্নয়ন করতে পারবো না

খুব তাড়াতাড়ি লা লিগার কর্তারা কলকাতায় আসবেন। বাংলায় একটি ফুটবল অ্যাকাডেমি গড়ে তুলবেন। আমাদের পক্ষ থেকে সবরকমের সাহায্য করা হবে। কোনওরকম সমস্যা হবে না। আমরা চাই বাংলার ফুটবলের উন্নতির জন্য একটি বিশ্বমানের ফুটবল অ্যাকাডেমি গড়ে উঠুক