সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ৭, ২০২৩

আমরা পয়লা বৈশাখই পশ্চিমবঙ্গ দিবস পালন করব : মমতা বন্দ্যোপাধ্যায়

আমরা পয়লা বৈশাখই পশ্চিমবঙ্গ দিবস পালন করব : মমতা বন্দ্যোপাধ্যায়

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রাজ্য সঙ্গীত এবং রাজ্য দিবস নিয়ে প্রস্তাব আনা হয় বিধানসভায়। ১ বৈশাখকে রাজ্য দিবস করার পক্ষে সওয়াল করা হয়েছে ওই প্রস্তাবে। এর পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটিকে রাজ্য সঙ্গীত করার প্রস্তাব দেওয়া হয়েছে। আজ তৃণমূল পরিষদীয় দলের তরফে এই প্রস্তাব আনা হয়েছে। প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওখানে মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ :

বিরোধী দলনেতা বলেছেন, রাজ্যপালকে সই করতে দেবেন না। আমরা বলছি, রাজ্যরাল সই না করলে কিছু যায় আসে না আমাদের। আমরা পয়লা বৈশাখই পশ্চিমবঙ্গ দিবস পালন করব। মানুষের সমর্থনে নির্বাচিত হয়ে সরকারে এসেছি আমরা। রাজ্যপাল সই করলেন কিনা, যায় আসে না।

আমি দেখব কার শক্তি বেশি? জনগণের শক্তি বেশি, নাকি রাজ্যপাল, নমিনেটেড লোকের শক্তি বেশি? আমি এটা বলতে চাইতাম না, যদি না রাজ্যপালের নাম না উঠত

যাঁরা স্বাধীনতার অংশ নেননি, তাঁরা স্বাধীনতা নিয়ে কথা বলছেন। গান্ধীজির প্রাণ যারা কেড়েছিল , নেতজিকে যারা  তোজোর দালাল বলেছিল, তারা আজকে জ্ঞান দিচ্ছে। আমরা উগ্র রাজনীতি করি না। সবকিছু চাপিয়ে দেওয়া ঠিক নয়। সবকিছু চাপিয়ে দিলে সহ্য করব না

অন্য রাজ্যেও রাজ্য সঙ্গীত আছে। আমি নবান্নে বিশিষ্টদের সঙ্গে কথা বলেছি। এতদিন করা হয়নি কারণ ২০ জুন দিনটিও পালন করা হয়নি। ২০ জুন কেউই জানত না, কেউ শুনিনি যে ওই দিনটি বাংলার প্রতিষ্ঠা দিবস। রাজ্য সরকার কোনও নোটিফিকেশন করেনি। কেন্দ্র করেছিল। ২০ জুন বাংলার সঙ্গে কোনও সম্পর্ক নেই

আমরা মনে করি, বাংলার ক্যালেন্ডারের প্রথম দিন ১লা বৈশাখ। ওই দিনটিকে আমরা পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে ঘোষণা করতে চাই এই রেজিলুশনকে সমর্থন করে এবং বাংলার মাটি, বাংলার জল রবীন্দ্রসঙ্গীতকে বাংলার সঙ্গীত হিসেবে কার্যকরী করতে চাই