Latest News

May 30, 2024

আপনি ধ্যান করবেন, ক্যামেরা সঙ্গে নিয়ে কেন? : মমতা বন্দ্যোপাধ্যায়

আপনি ধ্যান করবেন, ক্যামেরা সঙ্গে নিয়ে কেন? : মমতা বন্দ্যোপাধ্যায়

আজ যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে এক পদযাত্রার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ওনার বক্তব্যের কিছু অংশ

যাদবপুরকে ভুলতে পারি না। আপনারা প্রতি বারের মতো এ বারও ভোটটা তৃণমূল কংগ্রেসকে দেবেন। দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি, খুব সম্ভবত, কাউন্টিংয়ে যদি সব ঠিকঠাক হয়, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসছে না

রেশন দেবে বলে দেয়নি বিজেপি। ১০০ দিনের কাজের টাকা দেয়নি। সেই বিজেপিকে ভোট নয়

প্রতিবারেই ভোটের আগে কোথাও না কোথাও গিয়ে বসে পড়ে, আর ৪৮ ঘণ্টা পাবলিসিটি খায়। ৪৮ ঘণ্টা সব পাবলিসিটি বন্ধ। আজ সন্ধে ৬টা থেকে পড়শু বিকেল ৬টা পর্যন্ত। আপনি ধ্যান করবেন, ক্যামেরা সঙ্গে নিয়ে কেন?

উনি সমুদ্রের হাওয়া খেতে খেতে প্রচার চালাবেন। নির্বাচনের পরে এ ভাবে প্রচার করতে পারেন না। আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানাব। উনি ধ্যান করতেই পারেন, কিন্তু সংবাদমাধ্যম তা দেখাতে পারে না। কারণ তা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে

কলোনি বলব না। বলব স্থায়ী ঠিকানা। একই ভাবে থাকবেন। বস্তি যেন না বলি। উত্তরণ বলব। ওঁদের ছেলেমেয়েরা এমএ, বিএ পাশ করেছে

সায়নী কোমরে কাপড় কষে লড়াই করার মেয়ে। ওকে টক্কর দেওয়ার ক্ষমতা বিজেপি, সিপিএম, কংগ্রেসের কারও নেই