জুলাই ৪, ২০২২
আগামী লোকসভা নির্বাচন হবে বিজেপি-কে রিজেক্ট করার ভোট: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ কলকাতায় ইন্ডিয়া টুডে কনক্লেভ ইস্ট অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগদান করেন।
ওনার বক্তব্যের কিছু অংশ :
• কেন অগ্নিপথ নাম দেওয়া হবে। ভারতীয় সেনা নিয়ে এটা হলে, কেন সেটা দিয়ে নাম হবে না।
• রেলের প্রচুর পদ বিলুপ্ত করে দেওয়া হয়েছে। বিভিন্ন দফতরের একাধিক পদও বিলুপ্ত করে দেওয়া হয়েছে। নতুন কাউকে নিয়োগ করা হচ্ছে না।
• এমন প্রতিহিংসাপরায়ণ সরকার আমি আগে দেখিনি। জনগণ গণতান্ত্রিক উপায়ে বিজেপিকে বুলডোজ করবে।
• আগামী লোকসভা নির্বাচন হবে প্রতিবাদের ভোট। বিজেপি-কে রিজেক্ট করার ভোট।
• আমার কোনও কিছুতে মোহ নেই। আমার একটাই বিষয়েই মনোযাগ আছে – আমার দেশ অগ্রগতি, আমার দেশ উন্নয়ন, আমার যুব সম্প্রদায় কর্মসংস্থানের সুযোগ, মহিলাদের ক্ষমতায়ন, কৃষকদের হাসি, শ্রমিকদের হাসি, সারা বিশ্বের আমাদের দেশের দারুণ ভাবমূর্তি গড়ে ওঠা এবং সবাই মিলে জোটবদ্ধ ভারত গড়ে তোলা।