November 23, 2017
New Hill Area Development Committee constituted

The Home and Hill Affairs Department through a notification has constituted a “Hill Area Development Committee” for Darjeeling and Kalimpong districts.
The notification states that this supplementary development body will supervise progress work in specific sectors in Darjeeling and Kalimpong respectively. The committee will be headed by Mann Ghising as the Chairperson.
“The committee shall work in such areas/subjects as the state government may assign to them from time to time” stated the notification with immediate effect.
In the past, the government of Bengal had constituted 15 community-based cultural and development boards.
পাহাড়ের উন্নয়নের জন্য গঠিত হল ‘হিল এরিয়া ডেভেলপমেন্ট কমিটি’
পাহাড়ের উন্নয়নে গঠিত হল আরও একটি সংস্থা। রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী এই সংস্থার নাম ‘হিল এরিয়া ডেভেলপমেন্ট কমিটি’। দার্জিলিং ও কালিম্পঙ পার্বত্য এলাকায় কাজ করবে এই কমিটি।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী নির্দিষ্ট ক্ষেত্রে সহায়ক উন্নয়ন সংস্থা হিসেবে কাজ করবে এই কমিটি। মন ঘিসিং এই কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন।
প্রসঙ্গত, পাহাড়ের বিভিন্ন জনজাতির উন্নয়নের জন্য ইতিমধ্যেই রাজ্য সরকার ১৫টি ডেভেলপমেন্ট বোর্ড গঠন করেছে।