November 17, 2017
Bengal Govt giving new homes for one-horned rhinos

The Bengal Government is setting up two new homes for the one-horned rhinoceros – Rasmati Jheel in the Patlakhawa forest area in Cooch Behar district and the Ramsai jungle near Gorumara National Park in Jalpaiguri district. With the number of rhinos rising steadily in the jungles of Gorumara and Jaldapara, this is a welcome step.
The river Torsa flows through the Patlakhawa forest. The earmarked area is a grassland, and hence an ideal habitat for the rhinoceros. The rhinos will be released in the ratio of two females for every male.
The district of Cooch Behar has many components of tourism; only wildlife tourism was missing. With the new home for rhinos this too will be fulfilled. There are plans to also develop an elephant safari in the district.
Source: Millennium Post
একশৃঙ্গ গণ্ডারদের জন্য দুটি নতুন ঠিকানা বাংলায়
জলদাপাড়া ও গরুমারা জঙ্গলে বেড়ে চলেছে একশৃঙ্গ গণ্ডারদের সংখ্যা। এবার তাদের জন্য নতুন দুটি বাসস্থানের ব্যবস্থা করছে রাজ্য সরকার। প্রথমটি হল কোচবিহার জেলার পাতলাখাওয়া জঙ্গলে রাসমতি ঝিলে; অন্যটি জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় অভয়ারণ্যের রামসাইয়ের জঙ্গলে।
পাতলাখাওয়া জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে গেছে তোর্সা নদী। এই অঞ্চলটি গণ্ডারদের পক্ষে খুব আদর্শ বাসস্থান হতে চলেছে। এখানে ২টি মহিলা পিছু ১টি পুরুষ – এই অনুপাতে গন্ডার ছাড়া হবে।
কোচবিহারে পর্যটনের অনেক সুযোগ, শুধু বন্যপ্রাণ কেন্দ্রিক পর্যটনের কোনও সুযোগ ছিল না। সরকারের এই উদ্যোগের ফলে তাও পূরণ হয়ে যাবে। পরিকল্পনা আছে এই জেলায় একটি হাতির সাফারিও শুরু করার।