November 14, 2017
Purified drinking water for Nandigram soon

Chief Minister Mamata Banerjee’s promise of supplying purified drinking water to Nandigram is going to come true soon.
Plans have been firmed up by the State Government to supply purified drinking water in Nandigram and three other blocks. A plant is being set up on 15 acres in Chakkamina in Nandakumar block. The water for treatment would be sourced from the Rupnarayan river.
The project would entail a cost of Rs 811 crore, for which the Asian Development Bank (ADB) is aiding the State Government.
নন্দীগ্রামকে পরিস্রুত পানীয় জল দিতে জলপ্রকল্প তৈরির পথে রাজ্য
জমিরক্ষার আন্দোলনের পীঠস্থান নন্দীগ্রামের মানুষকে পরিস্রুত পানীয় জল খাওয়াবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই প্রতিশ্রুতির বাস্তব রূপায়ণের পথে রাজ্য সরকার।
নন্দীগ্রামের দুটি ব্লক, চণ্ডীপুর ও নন্দকুমার ব্লকের মানুষকে পরিস্রুত পানীয় জল দেওয়ার জন্য জলপ্রকল্প তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই প্রকল্পের জন্য খরচ ধরা হয়েছে ৮১১ কোটি টাকা। সেই টাকা সহজ শর্তে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ঋণ নিচ্ছে রাজ্য সরকার।
নন্দীগ্রামের মানুষকে পরিস্রুত পানীয় জল সরবরাহের জন্য প্রকল্প তৈরি করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো একটি পরিকল্পনা করা হয়। ঠিক হয়, রূপনারায়ণ নদী থেকে জল তুলে ট্রিটমেন্ট প্ল্যান্টে পরিশোধন করে তা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে।
Source: Bartaman