November 7, 2017
Road safety unit to identify accident-prone areas

Continuing on the stellar work done as part of the ‘Safe Drive Save Life’ programme, a brainchild of Chief Minister Mamata Banerjee – the State Government has set up a road safety unit (RSU) to identify accident accident-prone areas across Bengal.
The RSU has been instituted by the Public Works Department (PWD), which looks after the health of the roads crisscrossing the state. Based on the reports of the RSU, the government is going to take up remedial measures. The chief engineer of the Planning Division of the PWD is in charge of the RSU.
Already certain spots have been identified, mostly along the national and state highways. Boards are being put up at these ‘black spots’, as they are being called, to warn drivers so that they are careful.
The RSU would bring out detailed reports for the government. The reports would contain the states of the roads, the reasons for more accidents happening at certain spots – whether they are due to the nature of the terrain, traffic, state of drivers (social reasons), etc., states of the signaling systems at various places, etc.
The police forces all over the state have also been asked to be more alert and take more preventive measures to avert accidents.
Source: Bartaman
পথ নিরাপত্তায় হবে সমীক্ষা-দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করবে রোড সেফটি ইউনিট
পথ দুর্ঘটনা রোধে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচি নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যজুড়ে তার প্রচার হয়। এবার মুখ্যমন্ত্রীর প্রকল্পকে আরও কড়াভাবে বাস্তবায়িত করতে উঠে পড়ে লেগেছে রাজ্য সরকার। এর জন্য একটি রোড সেফটি ইউনিটও তৈরি করা হয়েছে যারা রাজ্যের দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলিকে চিহ্নিত এবং দুঘর্টনার কারণ নিয়ে সমীক্ষা করবে। সেই সঙ্গে দুঘর্টনা রোধে কী কী পদক্ষেপ নেওয়া যায়, তার রূপপরেখাও তৈরি করছে ওই রোড সেফটি ইউনিট।
এই রোড সেফটি ইউনিটের প্রধান কাজ হবে, দুর্ঘটনাপ্রবণ এলাকাকে চিহ্নিত করা। সেই এলাকায় দুর্ঘটনা রোধে কী ব্যবস্থা নেওয়া যায়, তার জন্য গাইডলাইনও দেবে তারা। পথ দুর্ঘটনা রোধে কী কী ব্যবস্থা নেওয়া যায়, তাও জানাবে ওই ইউনিট। পথ দুর্ঘটনার তথ্য ডেটাবেস সিস্টেমে রাখতে হবে। সময়ে সময়ে সেই সংক্রান্ত তথ্য সরকারের কাছে জমা দিতে হবে। কী কী কারণে দুর্ঘটনা হয়, তার সমীক্ষাও করবে রোড সেফটি ইউনিট। দেখতে হবে, দুর্ঘটনার কারণ কী— সামাজিক, শারীরিক, ব্যবহারিক, পরিবেশগত না ভৌগোলিক? তা সমীক্ষা করে খতিয়ে দেখতে হবে। সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
দুর্ঘটনা রোধে রাস্তায় ট্রাফিক সিগন্যালিং পোস্টকে ঠিকমতো ব্যবহার করতে হবে। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে অটোমেটিক ট্রাফিক সিগন্যালিং পোস্ট রয়েছে, তা ঠিকমতো রয়েছে কি না, নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে। যেখানে নেই, সেখানে ওই পোস্ট বসানোর ব্যাপারে উদ্যোগী হতে হবে। রাস্তা চওড়া বা সম্প্রসারণের ক্ষেত্রে ঠিকমতো পথ নিরাপত্তার বিষয়টি মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হবে। রাস্তার হাল কেমন? রোড সেফটি ইউনিট তা খতিয়ে দেখবে। সেই সঙ্গে নিয়মিত সমীক্ষা রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।