August 30, 2017
ODF Plus for women engaged in 100 Days’ Work in North 24 Pgs

The North 24 Parganas district administration is making special arrangements to make more women join the 100 Days’ Work Scheme and thus become self-reliant. From August 19, every woman joining 100 Days’ Work would be handed ‘hygiene kits’. This is part of a programme named ODF Plus.
North 24 Parganas was declared an ODF (open-defecation free) district on September 29, 2016.
The district administration reasons that since the views of women are crucial for health and financial issues of their families, giving them lessons on these issues would help in percolating the views down to every member of the family.
The hygiene kit, among other things, would contain information on health issues and on insect-borne diseases. From August 19, women engaged in 100 Days’ Work in the district would have access to temporary toilets too. Usage of proper toilets would help prevent the spread of pollution and diseases.
১০০ দিনের প্রকল্পে গ্রামীণ মহিলাদের কর্মসংস্থানে উদ্যোগ উত্তর ২৪ পরগনায়
১০০ দিনের কাজের প্রকল্পে গ্রামীণ এলাকার মহিলাদের কর্মসংস্থান এবং সু-স্বাস্থ্যের লক্ষ্যে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি নিচ্ছে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। আগামী ১৯ আগস্ট জেলাজুড়ে যতজন মহিলা ১০০ দিনের প্রকল্পে কাজ করবেন, তাঁদের প্রত্যেককে একটি করে ‘হাইজিন-কিট’ দেওয়া হবে। প্রশাসনের কর্তাদের দাবি, যেহেতু পরিবারের স্বাস্থ্য ও আর্থিক বিষয়ে মহিলাদের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ, তাই তাঁদের উপরেই এবার বিশেষ নজর দেওয়া হচ্ছে। যাতে তাঁরা বাড়ির শিশু ও অন্যান্য সদস্যদের সচেতন করতে পারেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর উত্তর ২৪ পরগনা জেলাকে ওডিএফ জেলা তথা নির্মল জেলা ঘোষণা করা হয়েছে। বর্তমানে জেলাজুড়ে ওডিএফ প্লাস কর্মসূচি চলছে। সেই কর্মসূচিতেই ১০০ দিনের কাজের প্রকল্পের মাধ্যমে গ্রামীণ মহিলাদের অংশগ্রহণ করানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই জেলার ২২টি ব্লকে ১০০ দিনের কাজের প্রকল্পে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় সাত লক্ষ জবকার্ড দেওয়া হয়েছে। তবে এই কর্মসূচিতে কেবলমাত্র মহিলাদেরই নেওয়া হবে।
উত্তর ২৪ পরগনার জেলাশাসক অন্তরা আচার্য বলেন, মহিলাদের কর্মসংস্থান ও স্বাস্থ্য বিধান—এই দু’টি কর্মসূচি একসঙ্গে হাতে নেওয়া হয়েছে। আজ, শুক্রবার জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে মহিলারা ১০০ দিনের এই প্রকল্পে কাজের জন্য নিজেদের নাম নথিভুক্ত করবেন। অর্থাৎ নিজের কাজ নিজেই চাইবেন। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘রোজগার দিবস’। আগামী ১৯ আগস্ট প্রতিটি গ্রাম পঞ্চায়েতে তাঁরা ১০০ দিনের কাজের প্রকল্পে কাজ করবেন। এতে তাঁরা টাকার পাশাপাশি প্রত্যেকেই একটি করে হাইজিন-কিট পাবেন। সেখানে স্বাস্থ্য বিধান সম্পর্কিত বিভিন্ন প্রয়োজনীয় জিনিস থাকবে। সেই সঙ্গে তাঁদের স্বাস্থ্য এবং ওডিএফ সম্পর্কে সচেতন করা হবে। পতঙ্গ বাহিত রোগ সম্পর্কেও তাঁদের অবগত করা হবে। কারণ, পরিবারে মা হল শিশুদের প্রাথমিক শিক্ষক। তাই মায়েদের সচেতন করা জরুরি। তিনি বলেন, আমরা আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করছি। যেখানে মহিলারা ১০০ দিনের কাজের প্রকল্পে কাজ করবেন, সেখানে অস্থায়ী টয়লেটও তৈরি করা হবে। যাতে দূষণ ও রোগ না ছড়ায়। এটাও ওডিএফ প্লাসের একটি অভিনব সিদ্ধান্ত।
Source: Bartaman