Latest News

August 26, 2017

Kolkata Traffic Police installing electronic boards to display bus timings at bus-stops

Kolkata Traffic Police installing electronic boards to display bus timings at bus-stops

Kolkata Traffic Police’s latest effort is aimed at making travelling for the commuter easier. It has started installing electronic boards displaying timings of arrival of buses at major intersections.

The first such electronic board has been installed at the Exide crossing, below the flyover.

No longer would people have to worry unnecessarily about when a particular bus would arrive. The system syncs the scheduled arrival times of buses with the real-time movement of buses, based on GPS, to display the correct timings of arrival.

There are plans by the Kolkata Traffic Police to put up such boards on busy roads across the area of its jurisdiction. Initially, the service will be available for AC state buses plying in the city, and will then include other state buses and even private buses.

The Bengal Transport Department’s Pathadisha app has already become a huge hit, especially among commuters. Now this effort by the Kolkata Traffic Police is another feather in the cap of the transport infrastructure of the state.

 

সরকারি বাসের হদিস মিলবে রাস্তার মোড়ে বাসস্ট্যান্ডের স্ক্রিনে

মানুষকে প্রায়ই তার গন্তব্যের বাসের জন্য বার বার তড়িঘড়ি করেন। হাত ঘড়িতে চোখ রাখেন বারংবার | নেমে আসতে হয় রাস্তার মাঝে, প্রাণহাতে করে ছুটে আসা বাসের দিকে তাকিয়ে দেখতে হয় এটি তাঁর প্রয়োজনীয় বাস কি না | ঝুঁকি নিতে হয় নিজেকে, ঝুঁকি নিতে হয় অন্যদেরও।এসব সমস্যা থেকে মানুষের সুরাহা করতে উদ্যোগী হল কলকাতা ট্রাফিক পুলিশ।

তাঁদের উদ্যোগে বাসস্ট্যান্ডে বসে বসেই বড় পর্দায় দেখতে পাওয়াযাবে কোন বাসটি ঠিক কত মিনিট পরে হাজির হবে সেই স্টপেজে।

এটি কলকাতা ট্রাফিক পুলিশের নবতম উদ্যোগ | এক্সসাইড মোড় ক্রসিংয়ে প্রাথমিক ও পরীক্ষামূলকভাবে বসানো হয়েছে এই স্ক্রিন|

কলকাতা ট্রাফিক পুলিশের অন্তর্গত আরও বিভিন্ন জায়গায় এরম স্ক্রিন বসানোর পরিকল্পনা আছে।

রাজ্য পরিবহণ দপ্তরের পথদিশা অ্যাপ ইতিমধ্যেই বেশ সাড়া জাগিয়েছে যাত্রীদের মধ্যে। কলকাতা ট্রাফিক পুলিশের এই অভিনব উদ্যোগ পরিবহণ ব্যবস্থার সাফল্যের মুকুটে আরও একটি পালক যুক্ত করল।