August 19, 2017
Bluetooth button to ensure women’s safety, among other things

A Bluetooth button to alert the authorities, including violence committed on women – that’s the latest effort by the Bengal Government’s Transport Department to improve safety while travelling. This would work in conjunction with the soon-to-be-launched Pathadisha Road Safety app for smartphones, also by the Transport Department.
The new feature would be an added boon to a traveller, especially in an emergency situation where it might be difficult to take one’s mobile phone out to send the emergency message through the app’s button. With this Bluetooth device, shaped like a button, and technically called Bluetooth Low Energy (BLE) button, just simple pressing would alert the emergency number.
The Pathadisha Road Safety app has, among other facilities, three options – ‘incident’, ‘accident’ and ‘violence against women’. The Bluetooth button pressed once alerts the authorities to any incident one is involved in, pressed twice alerts about an accident, and pressed thrice alerts about violence against women.
The alerts would go to the police and three pre-designated numbers, be it friends, family, relatives or any other people chosen by the app user. Tapping the options on the app would also send the messages.
These Bluetooth buttons would have to be bought separately, the cost of which would be between Rs 500 and Rs 600.
Source: Sangbad Pratidin
মেয়েদের নিরাপত্তার জন্য চালু হবে ‘বিপত্তারিণী’ ব্লুটুথ
মেয়েদের নিরাপত্তার কথা মাথায় রেখে এমনই এক ‘বিপত্তারিণী’ যন্ত্র নিয়ে আসছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য পরিবহণ দপ্তর ও কলকাতা পুলিশের যৌথ উদ্যোগে আসছে এই যন্ত্র। ভারতে এই প্রথম।
এবার বাইরে বেরোলে মেয়েদের সঙ্গে থাকবে নতুন নিরাপত্তরক্ষী। নাম বিপত্তারিণী ব্লুটুথ।শরীরে আটকানো থাকবে একটা বোতাম। বিপদে পড়লেই স্রেফ টিপতে হবে সেই বোতাম। তা হলেই সতর্ক হয়ে যাবে পুলিশ, প্রশাসন। সেই সঙ্গে মেয়েটির বাড়ির লোকও।
সেই ব্লু টুথ লো এনার্জি বাটন (সংক্ষেপে, বিএলই) শরীরে যে কোনও জায়গায় আটকে রাখতে হবে। বেগতিক বুঝলে তাতে শুধু হাত ছুঁইয়েই ‘এসওএস’ পৌঁছে দেওয়া যাবে লালবাজার কন্ট্রোলে বা বাড়ির লোককে। জিপিএস মারফত পুলিশ মুহূর্তে জেনে যাবে ঘটনার অবস্থান। পৌঁছে যাবে সেখানে।
সাধারণ মানুষের পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকার শিগগিরই নিয়ে আসছে একটি অ্যাপ ‘পথদিশা রোড সেফটি।’ আর তারই অংশ এই বিএলই বাটন। মোবাইলে ডাউনলোড করা অ্যাপের সঙ্গে যা লিঙ্ক করা থাকবে।
প্রথমে স্মার্ট ফোনে অ্যাপটি ডাউনলোড করতে হবে। সেখানে নিয়মমতো নথিভুক্ত করতে হবে নিজস্ব আইডি। নিজের নাম তো বটেই, সঙ্গে তিনজন আত্মীয়—বন্ধুর ফোন নম্বর। ডাউনলোড হয়ে গেলে দেখা যাবে তিনটে অপশন, ঘটনা, দুর্ঘটনা, নারী নিগ্রহ (ইনসিডেন্ট, অ্যাক্সিডেন্ট, ভায়োলেন্স এগেনস্ট ওমেন)। এই ভাবে তৈরি হয়ে থাকবে প্রেক্ষাপট। এবার রাস্তায় কোথাও দুর্ঘটনা বা অপরাধের মুখে পড়লে অ্যাপের অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট অপশনে ক্লিক করলেই পুলিশে বার্তা পৌঁছে যাবে। নথিভুক্ত তিন জন আত্মীয়—বন্ধুর কাছেও মেসেজ পৌঁছবে। আর নিগ্রহের শিকার মহিলারা ‘ভায়োলেন্স এগেনস্ট উইমেন’ অপশন মারফত পুলিশ ও পরিজনকে বিপদ সংকেত পাঠাতে পারবেন।
কিন্তু যদি মোবাইল বের করে অ্যাপ খুলে ঠিক জায়গায় ক্লিক করা সম্ভব না হয় তাই সেই কথা মাথায় রেখেই বিএলই’র সংস্থান। অ্যাপের সঙ্গে যুক্ত ছোট্ট বোতামটি শার্টের কলারে বা পকেটে স্বচ্ছন্দে রেখে দেওয়া যাবে। বিপদ হলে তাতে হাত ছোঁয়ালেই চলবে।
কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে বোতামটি ১ বার প্রেস করতে হবে। দুর্ঘটনা ঘটলে দু’বার প্রেস করতে হবে বোতামে। সম্মানহানির আশঙ্কা বুঝলেই তিন নম্বর অপশনটি প্রেস করার সঙ্গে সঙ্গে পুলিশ হুঁশিয়ার হয়ে যাবে। সূত্রের খবর, অভিনব পরিষেবাটি আগামী মাসেই চালু হবে। বাটনের দাম ৫০০—৬০০ টাকার মধ্যে রাখার চেষ্টা হচ্ছে।