Latest News

August 14, 2017

Kanyashree Scheme inspires themes at Durga Puja pandals 

Kanyashree Scheme inspires themes at Durga Puja pandals 

The Kanyashree Scheme, which recently won the United Nations Public Service Award for its huge success in promoting education and empowerment for girl children and preventing child marriage, has inspired Durga Puja organisers across the State to adopt it as their themes for lighting and decorations at the pandals this year.

This will enable the further spread of the knowledge of and benefits from the scheme, and expansion of the various collateral social advantages that are helping in overcoming ills, many of which have become woven into the social and cultural fabric of the country, not just the State.

While searching for positive themes, many Puja organisers in Kolkata and the districts chose the Kanyashree Scheme. It will be used in various ways, both in the lighting and decoration that adorn the pandals during the Puja, which is a major attraction for visitors from outside the State as well. Thousands of people will now get to know the different aspects of the scheme, leading to its replication in other areas.

Not just Kanyashree, but other schemes and programmes like Sabuj Sathi, Shishu Sathi and Safe Drive Save Life are also being planned as themes for decorations and lighting during Durga Puja this year.

This is being actively encouraged by the State Government. It wants to spread information about its award-winning schemes and programmes to the farthest corners of the State and beyond.

For the famous lighting artistes from Chandannagar, and the pandal decorators from other places, these new themes are a welcome challenge. According to some, the organisers of Sreebhumi Sporting Club, Baranagar Lowland, Budge Budge DN Ghosh Road and a club from Howrah have already decided on the Kanyashree Scheme as a theme. Ten more clubs from Kolkata have shown interest, they said.

A sample of the lighting skills is likely to be on display during the Kanyashree Utsav programme at Netaji Indoor Stadium on July 28, the lighting artistes added.

Source: Bartaman

 

এবার পুজোর আলোয় মমতার হাতে বিশ্বসেরা কন্যাশ্রী সম্মান

রাষ্ট্রসংঘের একটি অনুষ্ঠানে ৬৩টি দেশের মধ্যে জনপরিষেবার জন্য মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘কন্যাশ্রী’ সেরার পুরস্কার আদায় করে নিয়েছে। মুখ্যমন্ত্রী নিজের হাতে সেই পুরস্কার নিয়েছেন। তার পরেই শুধু দলীয় স্তরে প্রচারই নয়, আসন্ন দুর্গাপুজোতে কলকাতার নামী পুজোগুলিতে সবুজসাথি, শিশুসাথি, সেফ ড্রাইভ, সেভ লাইফসহ রাজ্য সরকারি প্রকল্পগুলিকে ছাপিয়ে গিয়েছে ‘কন্যাশ্রী’র চাহিদা।

রাষ্ট্রসংঘের অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রীর পুরস্কার নেওয়ার মুহূর্তকে প্রায় ২০ হাজার এলইডি দিয়ে ৮ ফুট বাই ১২ ফুটের একটি নীল-সাদা ও সবুজ আলোর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন চন্দননগরের বিখ্যাত আলোকশিল্পী বাবু পাল।

বাবু বাবু বলেন, প্রতি বছর দুর্গাপুজোয় চন্দননগরের আলো মানেই নতুন চমক। যা দেখার জন্য পুজোর কয়েকটা দিন দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের মানুষ কলকাতায় হাজির হন। তাই মুখ্যমন্ত্রীর ‘কন্যাশ্রী’ নিয়ে এই সাফল্যকে আলোর মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য খবরটা শোনার পর থেকেই চিন্তাভাবনা শুরু করেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় দি হেগ শহরে পুরস্কার নিতে যাওয়ার আগেই আমরা এলইডির মাধ্যমে তাঁর ছবি আলোর বোর্ডে মকশো করে রেখেছিলাম। পুরস্কার নেওয়ার দৃশ্য দেখার পর থেকেই আমরা তা বোর্ডে ফুটিয়ে তোলার কাজ শুরু করি। ইতিমধ্যেই আমরা একটি বোর্ড সাজিয়ে তোলার কাজ শেষ করেছি। সামনে বিশ্ববাংলার প্রতীক গোলকটিকে রেখে মুখ্যমন্ত্রীর কন্যাশ্রীর জন্য রাষ্ট্রসংঘের অনুষ্ঠানে পুরস্কার প্রদানের দৃশ্যটি আলোর মাধ্যমে ফুটিয়ে তুলেছি।

আলোকশিল্পী আরও বলেন, ২৫ জুলাই নেতাজি ইনডোর স্টেডিয়ামে কন্যাশ্রী উৎসবেও কন্যাশ্রীদের স্কুলে যাওয়া, প্রতিবেশীদের স্কুলে যেতে উৎসাহদানসহ আরও কিছু কর্মসূচি আলোর মাধ্যমে তুলে ধরা হবে।