August 12, 2017
Bengal Transport Dept introduces app for emergency services

An app for emergency services has been created under the aegis of the Bengal Transport Department, aimed at helping commuters in distress. The app would link the public with police departments, which in turn would connect with ambulance and hospital services.
During the first phase to commence next month, four police commissionerates are going to be part of the project – Kolkata, Bidhannagar, Barrackpore and Howrah. The app would be of help during accidents, criminal attacks, attacks on women and similar situations.
When in danger, people can send messages directly to police stations, the Transport Department, fire services, hospitals and pre-designated relatives and friends via the GPS of the mobile phone, which has to be kept on. Only a button needs to be clicked.
The app has a two-way system. Hence messages from the police and others would also reach the mobile phone. An SMS would reach the pre-designated relative or friend’s number with the location of the person marked on a screenshot of Google Maps.
Through the usage of the app, the police would also be able to map areas where particular types of crimes occur more frequently, and therefore arrange adequate precautionary measures.
Source: Ebela
পথে বিপদ থেকে উদ্ধার পেতে অ্যাপ চালু আগামী মাসে
রাজ্য পরিবহণ দপ্তরের উদ্যোগে তৈরি পথ-সুরক্ষা সংক্রান্ত অ্যাপ চালু হতে চলেছে আগামী মাসেই। প্রথম ধাপে কলকাতা,বিধাননগর, ব্যারাকপুর এবং হাওড়া কমিশনারেট এলাকায় চালু হতে চলেছে অ্যাপ। এ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলির মধ্যে সমন্বয়ের কাজ চলছে বলে পরিবহণ দপ্তর সূত্রের খবর।
পথ দুর্ঘটনা, দুষ্কৃতী আক্রমণ কিংবা মহিলাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ-সহ রাস্তায় যে কোনও রকম বিপদে বিশেষ কার্যকরী হতে পারে এই অ্যাপ।
জিপিএস নির্ভর ওই অ্যাপ থেকে মোবাইলের মাধ্যমে পাঠানো বার্তা পৌঁছবে পুলিশ, পরিবহণ দপ্তর, দমকল, হাসপাতাল এবং বিপন্ন ব্যাক্তির আত্মীয়-পরিজনদের কাছে। নির্দিষ্ট অপশনে ক্লিক করলেই পুলিশ কন্ট্রোলরুমে ‘অ্যালার্ম’ বাজবে। সেখান থেকে যিনি সাহায্য চাইছেন তার নাম, পরিচয়, ফোন নম্বর এবং প্রকৃত অবস্থান জানতে পারবে পুলিশ। বার্তাও ভেসে উঠবে সংশ্লিষ্ট ব্যাক্তির মোবাইলে।