August 7, 2017
3 August 2017
স্বল্প সঞ্চয়ে সুদ কমাল কেন্দ্র, ফুঁসছে দেশের জনতা
মানুষের উপর আঘাত মানব না
“আমি যখন রেলমন্ত্রী ছিলাম তখন অনেকেই বলত ভাড়া কেন বাড়াচ্ছেন না? আমি বলতাম, বাড়াব কেন? মানুষের উপর চাপ না দেওয়াটাই তো সামাজিক কর্তব্য, দায়বদ্ধতা। তাছাড়া মানুষের দেওয়া করের টাকা থেকেই সরকার ভর্তুকি দেয়। তাহলে মানুষের উপর বোঝা চাপাতে যাব কেন? বিকল্প পথে তাই আয় বাড়িয়ে রেলকে শক্ত জমির উপর দাঁড় করিয়ে দিয়েছিলাম। তার জন্য আমাকে ভাড়া বাড়াতে হয়নি। এখন সব উল্টো।” – মমতা বন্দ্যোপাধ্যায়