August 7, 2017
Centre not providing any support for man-made floods in Bengal: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee on Thursday said the Centre was not providing any support for the ‘man-made floods’ that have left 16 districts badly affected in Bengal. However, the scenario is quite different in Gujarat, where crores of rupees are being given as compensation.
While leaving Nabanna on Thursday evening, she said roads, embankments and bridges have been hit and either washed away or badly damaged due to the floods in the affected areas. Floods have led to huge losses, but the Centre is not providing any support. “They are doing nothing about the flood situation here. I will talk to Chief Secretary Malay De after he returns from Delhi,” she said.
More than 40 people have lost their lives due to floods in various districts of the State. The agriculture sector itself has suffered crores of rupees in losses.
Source: Bartaman
বন্যায় ক্ষতিতে কেন্দ্র সাহায্য করছে না: মমতা বন্দ্যোপাধ্যায়
রাজ্যে বন্যার ক্ষয়ক্ষতিতে কেন্দ্রীয় সরকার কোনও সাহায্য করছে না। বৃহস্পতিবার সন্ধ্যায় নবান্ন থেকে বেরনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বন্যায় রাস্তা, ব্রিজ সব ওয়াশআউট হয়ে গিয়েছে। হাওড়ায় সব ভেঙে গিয়েছে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। কেন্দ্রীয় সরকারের কোনও সাহায্য পেয়েছেন কি? জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ওরা (কেন্দ্র) কিছুই সাহায্য করছে না। এই বিষয়ে কেন্দ্রকে কি চিঠি লিখবেন? মুখ্যমন্ত্রী বলেন, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ফিরুক। এ নিয়ে কথা বলব।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে এবারের বন্যায় ১২টি জেলায় মোট ৩৬ হাজার ১১০ হেক্টর জমির সবজি চাষ নষ্ট হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি ৮২৪২ হেক্টর জমি নষ্ট হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। এরপরে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। সেখানে ক্ষতি হয়েছে ৬৯৮৪ হেক্টর জমির সবজি। তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর। সেখানে ক্ষতি হয়েছে ৪৯৮০ হেক্টর জমির সবজি। নবান্নের ওই সূত্রটি জানিয়েছে, প্লাবিত ১২টি জেলায় ১৩ হাজার ২৬৩ হেক্টর জমির ধান চাষ নষ্ট হয়েছে। সবচেয়ে বেশি ১৬ হাজার ৯৪০ হেক্টর জমির ধান নষ্ট হয়েছে পূর্ব মেদিনীপুরে। দক্ষিণ ২৪ পরগনা জেলায় নষ্ট হয়েছে ১৩ হাজার ২৬৩ হেক্টর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ক্ষতি হয়েছে ১২ হাজার ৩৪৫ হেক্টর জমির ধান চাষ।