Latest News

July 26, 2017

Uttam Kumar’s films to be digitally restored, announces Bengal CM

Uttam Kumar’s films to be digitally restored, announces Bengal CM

Chief Minister Mamata Banerjee, during her speech on July 24 on the occasion of the Mahanayak Samman awards ceremony at Nazrul Mancha in Kolkata, said films of Uttam Kumar would be digitally restored by the Bengal Government.

Not just the Mahanayak, but films involving other masters of celluloid like Satyajit Ray, Ritwik Ghatak, Tapan Sinha and other stalwarts would be restored as well.

The archive would be located at the Cinema Centenary Building, being rebuilt into a nine-storied structure.

Mamata Banerjee also said that work for the new Film City would be completed in the next eight to nine months, and a studio will be set up for the shooting of telefilms as well.
Source: 365 Din

 

 

উত্তম কুমারের ছবি সংরক্ষণ হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

অত্যাধুনিক পদ্ধতিতে বাংলা ছবির রেস্টোরেশনের কাজে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়, ঋত্ত্বিক ঘটক থেকে শুরু করে মহানায়ক উত্তম কুমারের একাধিক ছবি ডিজিটাল পদ্ধতিতে পুনরুদ্ধার করে আর্কাইভ করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার নজরুল মঞ্চে মহানায়ক সম্মাননা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, “সিনেমা সেন্টেনারি অফিসটিকে নতুনভাবে ন’তলা নির্মাণ করে সেখানেই গড়ে উঠবে রাজ্যের অত্যাধুনিক আর্কাইভ হল। একইসঙ্গে চলতি বছরেই ফিল্ম সিটি নির্মাণের কাজ শেষ হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। ফিল্ম সিটির যে টেন্ডার হয়ে গেছে, আমরা চেষ্টা করছি, ৮-৯ মাসের মধ্যে কাজ শেষ করা হবে। রাজ্য সরকার টেলিফিল্ম স্টুডিও গড়ার কাজও শুরু করেছে।”

“তপন সিনহা থেকে শুরু করে ঋতুপর্ণ ঘোষ, ঋত্ত্বিক ঘটক থেকে শুরু করে মহানায়ক উত্তম কুমার, প্রত্যেকেরই ছবি সংরক্ষণ করা হবে। ডিজিটালাইজড হয়ে যাওয়া উচিত। যাতে জিনিসগুলি রক্ষা হয়। আর্কাইভটা ভালো করে হওয়া উচিত।”