July 20, 2017
State Govt to announce industrial township authority in Howrah

The Bengal Government will be formally announcing the setting up of an industrial township authority in Howrah in three months.
Surveys are on in full swing at the moment to determine the areas to be brought under the authority. Some 20,000-30,000 acres of Howrah district covering several proposed industrial parks, like ones for foundry, chemicals, plastics and rubber will be notified as part of the industrial township.
The Howrah Industrial Township will be set up on the lines of the Bantala Township and will enable the Government to invest in basic infrastructure for industrial development. The Government is expecting fresh investments to the tune of Rs 46,000 crore in the area.
Source: The Times of India
হাওড়ায় তিন মাসের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি গঠন করবে রাজ্য
আগামী তিন মাসের মধ্যে হাওড়ায় ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি গঠন করবে রাজ্য সরকার। কোনকোন জায়গাকে এই টাউনশিপের জায়গায় আনা হবে, সেই বিষয়ে এখন জমি জরিপের কাজ চলছে। এরপর বিনিয়োগকারীরা সেখানে বিনিয়োগ করতে পারবেন। সরকারের আশা, ওই টাউনশিপে ৪৬ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব আসবে।
ইতিমধ্যেই হাওড়ায় বেশ কয়েকটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরী করা হয়েছে। এর মধ্যে আছে রবার পার্ক, ফাউন্ড্রি পার্ক, প্ল্যাস্টিক পার্ক। পার্কগুলিকে এক ছাতার তলায় আনার পাশাপাশি নতুন পার্কও গড়ে তোলা হবে এখানে, এমনটাই জানা গিয়েছে।