March 31, 2017
31 March 2017
মুখ্যমন্ত্রী
হিন্দু ধর্ম অনেক বড়। এই ধর্মের গুরু রামকৃষ্ণদেবের মতো মানুষ। জিনি বলেছিলেন, যত মত তত পথ। তাঁর চেয়ে বড় আর কে আছে। তাই আমাদের ধমকে চমকে কোন লাভ হবে না।
অনেকেই আমাকে বলেন, “আপনি রোজা করেন কেন? আমি তাঁদের বলি, রোজা করলে যদি আমার ধর্ম নষ্ট হয় তা হলে আমি রোজ রোজা করব। যদি কেউ বলে যে তুমি শিখদের অনুষ্ঠানে গিয়ে হালুয়া খেও না, তাহলে আমি বার বার খাব। চার্চে যেতে যদি কেউ বারণ করে, তাহলে আমি হাজার বার যাব। সবাইকে নিয়ে চলাটাই তো হিন্দু ধর্ম। সেই জন্যই এই বাংলাউ অন্নপূর্ণা পুজোও হয়, আবার ঈদও হয়। রমজান মাসও পালিত হয়, আবার দুর্গাপুজোও হয়, বড়দিনও হয়।