Latest News

March 14, 2017

Development of farmers has been our focus since 2011: Mamata Banerjee on Krishak Dibas

Development of farmers has been our focus since 2011: Mamata Banerjee on Krishak Dibas

On the 10th anniversary of the Nandigram Dibas, the Trinamool Congress Government led by Chief Minister Mamata Banerjee felicitated 77 farmers from all the districts of the State with ‘Krishak Ratna’ awards at Nazrul Mancha, Kolkata.

The Maa, Mati, Manush Government led by Mamata Banerjee observes 14 March – the day when police had opened fire on protesting farmers in Nandigram – as Krishak Dibas.

Speaking on the occasion, the CM said: Farmers are our pride. We are honouring farmers in every block today. The nation cannot run without farmers. The country stands on rural economy.”

She added that the government had set up Mati Tirtha and started the Mati Utsav, which was later picked up by the United Nations. She said that her government had fulfilled the promise by returning land in Singur to farmers.

 

Here are some achievements in agriculture and allied sectors:

  • Bengal has been receiving Krishi Karman award every years since 2011
  • Paddy production has increased in the State in the last 5 years to 1.78 lakh metric tonnes
  • 70 lakh Kisan Credit Cards have been distributed in the last five years
  • 166 Kisan Bazaars have been set up, 20 more are in the process
  • Bengal Govt is developing SPOs with farmers to enable them to be self-sufficient
  • MSP of paddy was Rs 1036 when we came to power. We have increased it to Rs 1436
  • The State Govt is conducting soil tests. 20 lakh farmers have received soil health cards
  • Government pays the premium for crop insurance
  • Bengal Govt has launched ‘Matir Kotha’ to answer queries of farmers regarding agriculture
  • Bengal Govt has overshot our target of creating ponds under ‘Jal Dharo Jal Bharo scheme’
  • Bengal Govt is focussing on pisciculture to increase production in the State
  • Bengal Govt has started onion cultivation in Bankura. Areas of chilli cultivation has also expanded
  • Bengal Govt will procure 28,000 metric tonnes of potato for mid-day meal scheme and Anganwadis
  • Bengal Govt will give subsidies for export of potatoes
  • Bengal Govt have started Swami Vivekananda Scholarship for meritorious students

 

২০১১ সাল থেকে কৃষকদের উন্নয়নই আমাদের লক্ষ্যঃ মুখ্যমন্ত্রী

আজ নন্দীগ্রামে নিরীহ কৃষকদের ওপর গুলিচালনার দশম বর্ষপূর্তি উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের মা, মাটি, মানুষ সরকার ‘কৃষক দিবস’ হিসেবে উদযাপিত করে। আজ নজরুল মঞ্চে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কৃষক রত্ন পুরস্কার বিতরণ করেন।

জমি রক্ষার লড়াইয়ে এবং অমর শহীদ স্মরণে ‘কৃষক দিবস’ পালন করা হচ্ছে রাজ্যস্তরে। কৃষি, উদ্যান পালন, প্রাণী পালন এবং মৎস্য চাষ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেওয়া হল এই ‘কৃষক রত্ন’ পুরস্কার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন মন্ত্রী এবং বিশিষ্ট অতিথিরা।

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ 

  • যারা আজ সম্মানিত হলেন তাদের ও তাদের পরিবারকে আমার অনেক শুভেচ্ছা
  • আজ এই ৭৭ জন কৃষককে সম্মানিত করতে পেরে আমরা গর্বিত
  • ২০০৭ সালে নন্দীগ্রামে ১৪ জন কৃষক পুলিসের গুলিতে প্রাণ হারান। ২০১৩ সাল থেকে এই দিনটি আমরা ‘কৃষক দিবস’ হিসেবে পালন করছি
  • ২০০৬ সালে সিঙ্গুর আন্দোলনের সময় আমি ২৬ দিন অনশন করেছিলাম
  • ভুলতে পারি নিজের নাম, ভুলব নাকো নন্দীগ্রাম
  • কৃষকরাই আমাদের গর্ব। আমরা আজ প্রতিটি ব্লকে ব্লকে কৃষকদের সম্মানিত করছি
  • কৃষকদের ছাড়া দেশ চলতে পারে না। দেশ গ্রামীণ অর্থনীতির ওপর নির্ভরশীল
  • আমরা মাটি তীর্থ তৈরি করেছি, মাটি উৎসব শুরু করেছি। ২০১৫ সালে রাষ্ট্রসংঘ একে স্বীকৃতি দিয়েছে
  • ২০১১ সাল থেকে প্রতি বছর কৃষি কর্মন পুরস্কার পাচ্ছে বাংলা
  • সিঙ্গুর থেকে শুরু করে নন্দীগ্রাম, নেতাই এমনকি নোট বাতিলের ফলে যারা প্রাণ হারিয়েছেন সেই সকল শহীদদের আমার প্রণাম
  • আমরা সিঙ্গুরের জমি ফিরিয়ে দিয়েছি। আমরা আমাদের প্রতিশ্রুতি রেখেছি। আমাদের কথার দাম আছে
  • ২০১১ সাল থেকে কৃষকদের উন্নয়নই আমাদের লক্ষ্য
  • গত ৫ বছরে রাজ্যের ধানের উৎপাদন বেড়ে হয়েছে ১.৭৮ লক্ষ মেট্রিক টন
  • গত ৫ বছরে ৭০ লক্ষ কিষাণ ক্রেডিট কার্ড বিতরণ করা হয়েছে
  • ১৬৬টি কৃষক বাজার তৈরী হয়েছে, আরও ২০টি তৈরীর কাজ চলছে
  • কৃষকদের স্বনির্ভর করে তোলার জন্য SPO চালু করা হয়েছে
  • আমরা ক্ষমতায় আসার সময় ধানের ন্যূনতম সহায়ক মূল্য ছিল ১০৩৬ টাকা। আমরা এটা বাড়িয়ে করেছি ১৪৩৬ টাকা
  • আমরা মাটি পরীক্ষা করছি। ২০ লক্ষ কৃষক soil health card পেয়েছে
  • ফসল বীমা চালু করেছে বাংলার সরকার
  • কৃষকদের কৃষি সংক্রান্ত সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা ‘মাটির কথা’ চালু করেছি
  • ‘জল ধর জল ভরো’ প্রকল্পের টার্গেট ছিল ৫০,০০০০। আমরা ১,৫০,০০০ পুকুর কেটেছি
  • রাজ্যের মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য আমরা মাছ চাষের ওপর নজর দিচ্ছি
  • বাঁকুড়ায় পেঁয়াজ চাষ চালু করেছি। এখন আরও অনেক জায়গায় লঙ্কা চাষ হচ্ছে
  • জঙ্গলমহলের শুষ্ক এলাকায় আমরা চেক ড্যাম তৈরী করেছি, সেই এলাকা চাষের উপযোগী করে তোলা হয়েছে
  • বাম সরকারের ঋণের বোঝা আমরা বহন করছি, রাজস্বের পুরোটাই ঋণ মেটাতে চলে যাচ্ছে
  • মিড ডে মিল ও অঙ্গনওয়ারীর জন্য আমরা ২৮ হাজার মেট্রিক টন আলু কৃষকের কাছ থেকে কিনে নেব
  • আলু রপ্তানিতে আমরা ভর্তুকি দেব
  • মেধাবী ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চালু করেছি আমরা
  • বাংলায় স্বাস্থ্য পরিষেবা বিনামূল্যে পাওয়া যায়। বিনামুল্যে শিশুদের হার্ট অপারেশন করা হয়
  • আমরা SNCUs, SNSUs, মাদার ও চাইল্ড হাব তৈরী করেছি
  • চিকি९সা একটি সামাজিক সেবা। চিকি९সার নামে রোগীদের লুঠ করা চলবে না
  • বিভিন্ন প্রকল্পে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। ১০০% মানুষ আধার কার্ড না পাওয়া পর্যন্ত এটা বাধ্যতামূলক করা উচিত নয়
  • কৃষক দিবসে আমাদের অঙ্গীকার বাংলাই হবে বিশ্বসেরা