Latest News

December 22, 2016

PM’s politics of coercion won’t work on Trinamool: Partha Chatterjee

PM’s politics of coercion won’t work on Trinamool: Partha Chatterjee

Narendra Modi’s politics of coercion will have no impact on Trinamool Congress chief Mamata Banerjee and she will carry on with her demand to withdraw demonetise high value notes, Partha Chatterjee, party’s secretary general said on Wednesday.

Partha Chatterjee said Mamata Banerjee would continue with her movement against Narendra Modi who was looting the country and planning to sell it.

“Mamata Banerjee’s fight against Modi babu who is looting the country and planning to sell it will continue and she will stick to her demand to withdraw demonetisation of high value notes,” he said.

Partha Chatterjee alleged that BJP with the help of central agencies tried to scare the political parties that had criticised demonetisation of high value notes and launched movement against Modi’s decision. “How many jails do you have and what are their capacities. If needed, arrest all of us but the movement against your arbitrary and dictatorial decision will continue,” he maintained.

He said people were fed up with Modi’s hypocrisy and Amit Shah’s ‘goondaism’. “Modi babu’s hypocrisy and Amit Shah’s ‘goondaism’ have ruined the country and the country has never experienced such vindictive politics,” he added.

Partha Chatterjee said all development work in the state had been stalled due to demonetisation. There is no work in agriculture sector. People are denied of treatment because of lack of cash. Workers in the unorganised sector are worst hit. Even salaried people could not withdraw their own money. “The whole country is facing economic crisis and no one knows when the situation will improve,” he said.

Partha Chatterjee said: “Since November 8 night when Modi announced demonetisation of high value notes, Reserve Bank of India has become Modi Bank of India. It is issuing an instruction and on the very next day it is being withdrawn and a fresh instruction is issued. There is no planning and the government is being run whimsically.”

He reiterated that movement of Trinamool Congress would continue and the party would fight till the end. “We will fight till the end of this arbitrary rule. Such a big decision was taken without any home work and the people are suffering because of this hasty policy,” he remarked.

 

ভয় দেখিয়ে তৃণমূলকে আটকানো যাবেনা: পার্থ চট্টোপাধ্যায়

নরেন্দ্র মোদীর এই চমকানো ধমকানোর রাজনীতি যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে তাদের নোটবাতিল সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি থেকে এক চুলও সরাতে পারবে না, সে কথাই আরও একবার স্পষ্ট করে দেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

তিনি বলেন, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন জারি থাকবে। নরেন্দ্র মোদীর জমানায় দেশে লুঠতরাজ চলছে ও দেশকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত চলছে।

“কেন্দ্রের নোটবাতিল করার সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি থেকেও তিনি সরবেন না“ তিনি বলেন।

পার্থ চট্টোপাধ্যায় বলেন, “যে সকল রাজনৈতিক দলগুলি মোদীর নোটবাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করেছে ও আন্দোলনে নেমেছে তাদেরকে কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি। আপনার কাছে কত জেল আছে আর তাতে কত লোক রাখতে পারবেন? দরকার হলে আমাদের সকলকে গ্রেফতার করুন, কিন্তু, তাতেও আপনার হঠকারী ও স্বৈরাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।”

তিনি আরও বলেন, “মোদী বাবুর ভণ্ডামি এবং আমিত শাহের গুণ্ডামি দেশকে শেষ করে দিয়েছে, এদেশে এইরকম প্রতিহিংসাপরায়ন রাজনীতি কেউ করেনি।“

পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন, নোটবাতিলের ফলে এ রাজ্যে উন্নয়নের সমস্ত কাজ পুরো থমকে গেছে। কৃষিক্ষেত্রে কারোর কোনও কাজ নেই। টাকার অভাবের জন্য রোগীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। অসংগঠিত খেত্রের কর্মীরা আরও বেশি বিপর্যস্ত হয়েছেন। চাকুরীজীবী মানুষ নিজের বেতনের টাকা তুলতে পারছেন না। “পুরো দেশ অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন ও কেউ জানেন না এই পরিস্থিতির হাত থেকে কবে রেহাই পাওয়া যাবে।”

তিনি বলেন, “৮ই নভেম্বর সন্ধ্যেবেলা মোদীর নোটবাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, মোদী ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় পরিনত হয়েছে। এরা আজ একটা সিদ্ধান্ত ঘোষণা করছে, তারপরের দিন সেই সিদ্ধান্ত প্রত্যাহার করছে ও নতুন আরেকটা নতুন সিদ্ধান্ত জারি করছে। এদের কোনও পরিকল্পনা নেই আর খেয়ালখুশিমত সরকার চলছে।“

পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন, “আমরা এই হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ অবধি লড়ে যাব। কোনও পরিকল্পনা ছাড়াই এতবড় একটা সিদ্ধান্ত নেওয়া হল। মানুষ এই হঠকারী সিদ্ধান্তের জন্য আজ দুর্দশার মধ্যে রয়েছে।”