April 22, 2016
North 24 Parganas: On a growth track

The district of North 24 Parganas has faced unprecedented development in the last four and a half years.
Eighty-six per cent of the people have benefited from numerous government schemes introduced in the district.
Administration
- Women Police Stations have been established in Bidhannagar, Barrackpore, Barasat
- Police stations have also been established in Madhyamgram, Duttapukur, Shashon and New Barrackpore
Health and Family Welfare
- 4 sick newborn care units (SNCUs) established in Bongaon, Basirhat, Barackpore and Barasat Hospitals
- 23 sick newborn care units (SNSUs) operational
- 2 critical care units (CCUs) established in Basirhat and Barasat Hospitals.
- A six-bedded high-dependency unit (HDU) unit operational in Bongaon Hospital
Education
- Around 3.17 lakh students received bicycles under the Sabuj Sathi scheme
- 17 primary schools and 226 high schools established
Agriculture
- More than 6,000 landless farmers have received patta under the Nijo Griha Nijo Bhumi (NGNB) Scheme
- More than 11 lakh ducklings and chickens distributed amongst various self-help groups
Panchayat and Rural Development
- The State Government has facilitated the construction of around 74,000 homes under Indira Awaas Yojana
- Under Mission Nirmal Bangla, around 2.62 lakh toilets have been built
Minority Welfare
- A third Haj tower complex, Medina-Tul-Huzzaz has come up in Rajarhat
- 7 Karma Tirtha have been built under multi-sectoral development programme (MSDP) schemes
Backward Classes Welfare and Adivasi Development
- More than 4 lakh SC/ST/OBC certificates awarded
Women and Child Development
- More than 100 schools have started Kanyashree groups which focus on vocational training to help girls become self-reliant, give self-defence classes and set up health check-up camps.
Industry
- Industrial Hub has been established in Ashoknagar
- Bank loans worth Rs 6,300 crore have been given out to aid micro enterprises
PWD and Transport
- Rs 313 crore has been spent on constructing a four-lane flyover over Kazi Nazrul Islam Road
Power
- Almost 40 circuit km of transmission lines laid
Irrigation
- Under SERP, 12 km of dams are being restrored in Cyclone Aila-affected areas of the Sundarbans
Public Health Engineering
- A surface water-based project, which can provide 100 million gallons per day, operational in New Town
Labour
- Around 9,500 youth getting incentives under Yuvashree Scheme
Self-Help Groups
- 12 Karma Tirtha projects have been completed
Urban Development
- Over 48,000 houses built in urban areas for the poor
Sports and Youth Affairs
- Rs 2.36 crore granted to establish 118 multi-gyms in the district
Sundarbans Development
- 394 tube-wells have been dug
North 24 Parganas has seen a lot of development over the last four-and-a-half years. It has progressed on all aspects of governance, a far cry from the 34 years of Left Front rule.
উত্তর ২৪ পরগনা জেলায় উন্নয়ন: এক নজরে
রাজ্য ও অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে বিগত সাড়ে চার বছর সময়কালে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে এই উত্তর ২৪ পরগনা জেলায়।
জেলায় বিগত সাড়ে চার বছরে ৮৬ শতাংশ মানুষের কাছে বিভিন্ন সরকারী প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া গেছে।
স্বরাষ্ট্র :
জেলায় নতুন থানা হিসাবে বিধাননগর মহিলা থানা, ব্যারাকপুর মহিলা থানা ও বারাসাত মহিলা থানা স্থাপন করা হয়েছে।
মধ্যমগ্রাম থানা, দত্তপুকুর থানা, শাসন থানা ও নিউ ব্যারাকপুর থানা স্থাপন করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যান :
বনগাঁ, বসিরহাট, বারাসাত ও ব্যারাকপুর হাসপাতালে ৪টি SNCU চালু হয়ে গেছে।
জেলায় মোট ২৩টি SNSU চালু হয়ে গেছে।
বসিরহাট ও বারাসাত হাসপাতালে ২টি CCU চালু হয়ে গেছে। সাগরদত্ত হাসপাতালে ১টি ইইঞ আগামী মে মাসের মধ্যে চালু হয়ে যাবে।
বনগাঁ মহকুমা হাসপাতালে একটি ৬-শয্যার এইচ.ডি.ইউ. চালু হয়ে গেছে।
শিক্ষা :
এই জেলায় প্রায় ৩ লক্ষ ১৭ হাজার ছাত্র-ছাত্রীকে সবুজসাথী প্রকল্পে সাইকেল প্রদান করা হয়েছে।
বিগত সাড়ে ৪ বছরে জেলায় নতুন ১৭টি প্রাথমিক বিদ্যালয় ও ২২৬টি উচ্চ প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলা হয়েছে।
কৃষি, ভূমি সংস্কার, মৎস্য ও পশুপালন :
বিগত সাড়ে ৪ বছরে, ৬ হাজারেরও বেশি ভূমিহীন পরিবারকে পাট্টা প্রদান করা হয়েছে।
জেলায় প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর বিগত সাড়ে চার বছরে ১১ লক্ষেরও বেশি হাঁস ও মুরগীর বাচ্চা, বিভিন্ন স্বনির্ভর দলের মধ্যে বিতরণ করেছে।
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন :
গত সাড়ে ৪ বছরে জেলায় প্রায় ৭৪ হাজার ইন্দিরা আবাসন ঘর করা হয়েছে।
জেলায় মিশন নির্মল বাংলা প্রকল্পে বিগত সাড়ে চার বছরে প্রায় ২ লক্ষ ৬২ হাজার শৌচালয় নির্মান সম্পূণ হয়েছে।
সংখ্যালঘু উন্নয়ন :
রাজারহাটে তৃতীয় হজ টাওয়ার কমপ্লেক্স মদিনা-তুল-হুজ্জাজ এর উদ্বোধন করা হয়েছে।
৭টি কর্মতীর্থ এই জেলায় নির্মিত হয়েছে।
অনগ্রসর কল্যান ও আদিবাসী উন্নয়ন :
বিগত সাড়ে ৪ বছরে, সাড়ে ৪ লক্ষেরও বেশি জাতি শংসাপত্র প্রদান করা হয়েছে।
নারী ও শিশু উন্নয়ন :
উত্তর ২৪ পরগণা জেলায় কন্যাশ্রী মেয়েদের জন্য ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানে কন্যাশ্রী সঙ্ঘ গঠনের মাধ্যমে একটি বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব এই বিশেষ প্রকল্পের জন্য মোট ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এবং ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১০,০০০ কন্যাশ্রী মেয়ে উপকৃত হবে।
শিল্প :
অশোকনগরে ১টি শিল্প তালুক গড়ে তোলা হয়েছে।
ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে বিগত সাড়ে চার বছরে এই জেলায় ৬৩০০ কোটি ব্যাঙ্ক ঋণ প্রদান করা হয়েছে, আগামী বছর মে মাসের মধ্যে আরও অতিরিক্ত ৩০০ কোটি ব্যাঙ্ক ঋণ দেওয়া হবে।
পূর্ত ও পরিবহন :
৩১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত কাজী নজরুল ইসলাম সরণির উপর ৪-লেন বিশিষ্ট উড়ালপুল (কেস্টপুর থেকে জোড়া মন্দির ) নির্মিত হয়েছে।
বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি :
প্রায় ৪০ সার্কিট কিলোমিটার ট্রান্সমিশন লাইন টানার কাজ সম্পন্ন হয়েছে।
সেচ :
সুন্দরবন এলাকায় আয়লা বিধ্বস্ত এলাকায় জউছঙ তে প্রায়১২ কিমি বাঁধ সংরক্ষণের কাজ চলছে।
জনস্বাস্থ্য কারিগরী :
নিউটাউন ও তার সংলগ্ন এলাকার জন্যে একটি ১০০ গ্যালনের জল সরবরাহ প্রকল্প চালু হয়েছে।
জনস্বাস্থ্য ও কারিগরী দপ্তর বিশুদ্ধ পানীয় জলের পরিসেবা পৌঁছে দিতে ৫৭৮ কোটি টাকা ব্যয়ে হাবরা-গাইঘাটা জল প্রকল্প রূপায়ণের কাজ শুরু করেছে। এই প্রকল্পের নামকরণ করা হয়েছে জলতৃপ্তি।
শ্রম :
যুবশ্রী প্রকল্পে সাড়ে ৯ হাজারেরও বেশি যুবক-যুবতী উৎসাহ ভাতা পাচ্ছেন।
স্বনির্ভর দল ও স্বনিযুক্তি কর্মসূচী :
জেলায় বিভিন্ন দপ্তরের মোট ১৭টি কর্মতীর্থ নির্মাণের কাজ শুরু হয়েছিল, যার মধ্যে ১২টির কাজ সমাপ্ত হয়েছে, বাকী গুলির কাজ চলছে।
পুর ও নগরোন্নয়ন :
শহরাঞ্চলে গরীবদের জন্যে প্রায় ৪৮ হাজার বাসস্থান নির্মিত হয়েছে।
ক্রীড়া ও যুব কল্যান :
জেলায় ১১৮টি মাল্টি জিম সেন্টার গড়ে তুলতে ২ কোটি ৩৬ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।
সুন্দরবন উন্নয়ন :
সুন্দরবন এলাকার বাসিন্দাদের নিরাপদ পানীয় জলের সংস্থানের জন্য এই জেলায় ৩৯৪টিটিউবওয়েল খনন করা হয়েছে।