Latest News

April 21, 2016

Polling across 62 seats in West Bengal underway

Polling across 62 seats in West Bengal underway

Polling is being held in 62 Assembly constituencies in West Bengal today from 7 am to 6 pm. Today is the fourth day of the polls.

Polling will be held in 22 seats of Murshidabad district, 17 of Nadia, 7 of North Kolkata and 16 of Bardhaman.

Total Booths – 16,461

Murshidabad – 5663

Nadia – 4532

North Kolkata – 1859

Bardhaman – 4407

Total Voters1,37,42,000

Murshidabad – 47.3 lakh

Nadia – 38.6 lakh

North Kolkata – 14.5 lakh

Bardhaman – 36.7 lakh

 

বিধানসভা নির্বাচনের আজ তৃতীয় দফার ভোটগ্রহণ

আজ পশ্চিমবঙ্গের চারটি জেলার মোট ৬২টি আসনে ভোটগ্রহণ হল। ভোটগ্রহণ শুরু হয় সকাল ৭ টায় এবং শেষ হবে বিকেল ৬ টায়। আজ বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ। 

মুর্শিদাবাদ জেলার ২২টি কেন্দ্র, নদিয়া জেলার ১৭টি কেন্দ্র ও উত্তর কলকাতার ৭টি কেন্দ্র এবং বর্ধমান জেলার ১৬টি কেন্দ্রে আজ ভোট গ্রহণ।

মোট বুথের সংখ্যা ১৬,৪৬১টি 

মুর্শিদাবাদ –  ৫৬৬৩

নদিয়া – ৪৫৩২

উত্তর কলকাতা – ১৮৫৯

বর্ধমান – ৪৪০৭

মোট ভোটার সংখ্যা – ১,৩৭, ৪২,০০০

মুর্শিদাবাদ – ৪৭.৩ লাখ

নদিয়া – ৩৮.৬ লাখ

উত্তর কলকাতা – ১৪.৫ লাখ

বর্ধমান – ৩৬.৭ লাখ