April 21, 2016
Polling across 62 seats in West Bengal underway

Polling is being held in 62 Assembly constituencies in West Bengal today from 7 am to 6 pm. Today is the fourth day of the polls.
Polling will be held in 22 seats of Murshidabad district, 17 of Nadia, 7 of North Kolkata and 16 of Bardhaman.
Total Booths – 16,461
Murshidabad – 5663
Nadia – 4532
North Kolkata – 1859
Bardhaman – 4407
Total Voters – 1,37,42,000
Murshidabad – 47.3 lakh
Nadia – 38.6 lakh
North Kolkata – 14.5 lakh
Bardhaman – 36.7 lakh
বিধানসভা নির্বাচনের আজ তৃতীয় দফার ভোটগ্রহণ
আজ পশ্চিমবঙ্গের চারটি জেলার মোট ৬২টি আসনে ভোটগ্রহণ হল। ভোটগ্রহণ শুরু হয় সকাল ৭ টায় এবং শেষ হবে বিকেল ৬ টায়। আজ বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ।
মুর্শিদাবাদ জেলার ২২টি কেন্দ্র, নদিয়া জেলার ১৭টি কেন্দ্র ও উত্তর কলকাতার ৭টি কেন্দ্র এবং বর্ধমান জেলার ১৬টি কেন্দ্রে আজ ভোট গ্রহণ।
মোট বুথের সংখ্যা ১৬,৪৬১টি
মুর্শিদাবাদ – ৫৬৬৩
নদিয়া – ৪৫৩২
উত্তর কলকাতা – ১৮৫৯
বর্ধমান – ৪৪০৭
মোট ভোটার সংখ্যা – ১,৩৭, ৪২,০০০
মুর্শিদাবাদ – ৪৭.৩ লাখ
নদিয়া – ৩৮.৬ লাখ
উত্তর কলকাতা – ১৪.৫ লাখ
বর্ধমান – ৩৬.৭ লাখ