April 20, 2016
Howrah: On the fast track to development

There has been unprecedented development in Howrah district, along with the rest of West Bengal.
The State Secretariat was shifted from Writers’ Building in Kolkata to Nabanna.
In the last four-and-a-half years, 95% of the people have access to various government schemes.
Health and Family Welfare
- 7 fair-price medicine shops set up in hospitals, as a result of which 7.5 lakh people got a total discount of Rs 11.8 crore – Howrah Sadar, Gabberia, Liluah, Uluberia, Udaynarayanpur, Fort Gloster, Belur
- 2 fair-price diagnostic centres – Howrah Sadar and Uluberia Sub-divisional Hospitals
- 2 special newborn care units (SNCUs) – Howrah Zila and Uluberia Sub-divisional Hospitals – and 9 sick newborn sensitisation units (SNSUs)
- 2 CCUs and 1 HDU
- Mother and Child Care Hub (MCH) at Uluberia Sub-divisional Hospital
- Multi super-speciality hospital being constructed in Uluberia
- New hospital building at Amta Rural Hospital
- New outdoor unit at Belur State General Hospital
Education
- 3 industrial training institutes (ITIs) – Chengail, Shyampur-2 and Bauria blocks
- 1.25 lakh students given bicycles under Sabuj Sathi Scheme
- 5 secondary and 156 higher secondary schools built
- 17 primary schools upgraded to upper primary schools, and 63 secondary schools upgraded to higher secondary
- Separate toilets for boys and girls built in all schools
Agriculture, Land Reforms, Fisheries and Animal Husbandry
- Kisan Credit Cards distributed among 2.3 lakh (95%) farming-based families
- 3 Krishak Bazaars – Amta-1, Uluberia- and Udaynarayanpur blocks
- Almost 4,000 families given patta under Nijo Griha Nijo Bhumi Scheme
- Rs 1 crore worth minikits, special vehicles for selling fishes, temperature-controlled fish-selling boxes distributed in 14 blocks by Fisheries Department
- 10 lakh ducklings and chickens distributed for rearing among self-help groups (SHGs)
Panchayat and Rural Development
- 100 Days’ Work Scheme: Rs 257 crore spent to create 1.13 crore man-days
- State Government facilitated construction of 129 km of rural roads under Grameen Sadak Yojana
- State Government facilitated construction of 32,000 houses under Indira Awaas Yojana
- 56,000 toilets built under Mission Nirmal Bangla
Minorities Development
- 4.13 lakh students given scholarships worth Rs 66 crore
- Loans worth Rs 20 crore to the youth to encourage self-employment
- Rs 56 crore spent on projects under Multi-sectoral Development Programme (MsDP)
- English-medium government madrasa in Chengail
- 4 boys’ hostels in Amta-2, Shyampur-1, Domjur and Panchla blocks
Backward Classes and Adivasi Development
- Almost 45,000 students getting financial aid under Shickshashree Scheme
- 88,000 SC/ST/OBC certificates handed out
Women and Child Development
- 1.5 lakh girl students covered under the Kanyashree Scheme
Food security
- Foodgrains being bought from farmers at prices above the minimum support prices (MSPs)
- More than 60 lakh people getting foodgrains at Rs 2 per kg
Industry
- Industrial hubs at various units of completion – Food Park and Poly Park in Sankrail, Industrial Park in Uluberia, Textile and Hosiery Park in Jagdishpur, Prefabricated Units Parks in Gummandingi and Panchla, Hosiery Park in Jaipurbil, Rubber Park in Dhulagarh, Gems and Jewellery Park in Ankurhati
- Rs 3,100 crore has already been spent on these and provided employment for 17,000
- 10 micro, small and medium enterprise (MSME) clusters – for machinery for prefabricated structures in Jagdishpur, for small instruments in Bargachhia, for prefabricated structures in Liluah, for shuttle cocks in Uluberia, for jewellery and imitation jewellery in Domjur, for zari work in Sankrail, for optical lenses in Munshirhat, for embroidery work in Pipulan, for rubber goods in Raghudebpur
- Belur Mega Powerloom Park, named Belur Shilpa Tritha by Mamata Banerjee, coming up on 100 acres at a cost of Rs 150 crore
- ITC has plans for investing Rs 4,500 crore in the State, among them in integrated consumer goods manufacturing facilities in Panchla and Uluberia
- Single-Window Unique Clearance Centre set up to solve cases of mutation and conversion quickly
- Handloom Haat coming up in Udaynarayanpur
- To encourage MSMEs, loans worth Rs 12,000 crore provided
- Balitikuri, Bauria and Shibpur Industrial Estates have come up
PWD and Transport
- 113 projects for roads, bridges, etc. completed at a cost of Rs 383 crore, benefitting 25 lakh people
- 380 km of roads built/rebuilt/widened/modified, including roads connecting Bagnan with Amta and with Kamalpur, and Uluberia and Panpur
- Bagnan Road Overbridge built at a cost of Rs 40 crore
Power
- 100% rural electrification work completed under the Sabar Ghare Alo project
Irrigation
- 90 projects worth Rs 136 crore completed
- 70 km of irrigation dam renovated
- Projects for preventing floods in Bagnan-1, Bagnan-2, Amta-2, Udaynarayanpur, Domjur, Uluberia-2, Shyampur-1 and Bali-Jagachha blocks
Public Health Engineering
- 18 drinking water projects completed at a cost of Rs 9 crore, benefitting almost 2 million people
Tourism
- Tourism projects implemented in Garachumuk and adjacent areas
Labour
- 3.93 lakh unorganised workers, 93,000 construction workers and 13,000 transport workers covered under SASPFUW, BOCWA and WBTWSSS, respectively
- Nearly 3,000 young people getting Incentives under Yuvashree Scheme
Self-Help Groups (SHGs)
- 3,000 SHGs created under Anandadhara Scheme
- More than 5,000 people given grants worth Rs 29 crore under Swami Vivekananda Swanirbhar karmasuchi Prakalpa
- 5 Karma Tirthas set up
Urban Development
- Projects worth Rs 396 crore implemented by Howrah Municipal Corporation
- A waste-to-energy project worth Rs 3650 crore taken up in collaboration with a German company
- Yokohama in Japan has been taken as the model for modernising the city of Howrah
Information and Culture
- More than 1,000 folk artistes getting retainer fees and pensions
Youth Affairs and Sports
- Uluberia Stadium being modernised
- Rs 72 lakh given as grant to set up 36 multi-gym centres
Police
- Howrah Police Commissionerate set up
- 2 women’s stations set up – Uluberia and Howrah
- 6 more police stations set up – Belur, Nischinda, Dasnagar, Satgachhi, Chatterjee Haat and AJC Bose Botanic Garden
The district has progressed like never before in all aspects of governance. Once considered the poorer cousin of Kolkata, Howrah is now on the fast track to development.
হাওড়া জেলার অভূতপূর্ব উন্নয়ন
রাজ্য ও অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে বিগত সাড়ে চার বছর সময়কালে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে এই হাওড়া জেলায়।এই জেলায় বিগত সাড়ে চার বছরে ৯৫ শতাংশ মানুষের কাছে বিভিন্ন সরকারী প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া গেছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যান :
৭টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান চালু হয়ে গেছে। এগুলি নির্মিত হয়েছে :- হাওড়া সদর, গাববেড়িয়া, লিলুয়া, উলুবেড়িয়া, উদয়নারায়ণপুর, ফোর্ট গ্লস্টার ও বেলুড়.
২টি ন্যায্য মূল্যের ডায়াগ্নস্টিক কেন্দ্র (হাওড়া সদর ও উলুবেড়িয়াতে ) চালু হয়ে গেছে।
হাওড়া জেলা হাসপাতাল ও উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ২টি SNCU চালু হয়ে গেছে।
জেলায় মোট ৯টি SNSU চালু হয়ে গেছে।
হাওড়া জেলা হাসপাতাল, উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ২টি CCU ও আমতা গ্রামীন হাসপাতালে ১টি HDU চালু হয়ে গেছে।
উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে MCH চালু হয়ে গেছে।
উলুবেড়িয়ায় মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের নির্মাণ কাজ চলছে।
আমতা গ্রামীন হাসপাতালে আধুনিক সুবিধাসহ নতুন বিল্ডিং ও বেলুড় ষ্টেট জেনারেল হাসপাতালে নতুন আউটডোর চালু হয়েছে।
শিক্ষা :
৩টি নতুন আই.টি.আই গড়ে তোলা হয়েছে চেঙ্গাইল ,শ্যামপুর-২ ও বাউড়িয়ায় ।
এই জেলায় প্রায় ১ লক্ষ ২৫ হাজার ছাত্র-ছাত্রীকে সবুজসাথী প্রকল্পে সাইকেল প্রদান করা হচ্ছে।
বিগত সাড়ে ৪ বছরে জেলায় নতুন ৫টি প্রাথমিক বিদ্যালয় ও ১৫৬টি উচ্চ প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলা হয়েছে।
পাশাপাশি ১৭টি প্রাথমিক বিদ্যালয়কে উচ্চ প্রাথমিক বিদ্যালয় স্তরে এবং ৬৩টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্তরে উন্নীত করা হয়েছে।
প্রতিটি বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্যে পৃথক শৌচাগার নির্মিত হয়েছে।
কৃষি, ভূমি সংস্কার, মৎস্য ও পশুপালন :
জেলার প্রায় ২ লক্ষ ৩০ হাজার (৯৫%) কৃষিজিবী পরিবারের হাতে কিষাণ ক্রেডিট কার্ড তুলে দেওয়া হয়েছে।
জেলায় ৩টি কিষান মান্ডি তৈরীর কাজ শেষ হয়েছে। এগুলি নির্মিত হয়েছে আমতা-১, উলুবেড়িয়া-১ ও উদয়নারায়ণপুর ব্লকে। বাগনান-১ ও শ্যামপুর-২ ব্লকে আরো ২টি কিষান মান্ডির কাজ চলছে।
এই জেলার প্রায় ৪ হাজার পরিবারকে জ্ঞনিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে পাট্টা দেওয়া হয়েছে।
এই জেলায় প্রায় ১ কোটি টাকা ব্যয়ে মৎস্য দপ্তরের মিনিকিট, মৎস্যযান, তাপনিরোধক বাক্স সহ সাইকেল ইত্যাদি বিতরণ প্রকল্পে ১৪টি ব্লরেরওৎস্যজীবি উপকৃত হয়েছেন।
জেলায় প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর বিগত সাড়ে চার বছরে প্রায় ১০ লক্ষ হাঁস ও মুরগীর বাচ্চা, বিভিন্ন স্বনির্ভর দলের মধ্যে বিতরণ করেছে।
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন :
বিগত সাড়ে চার বছরে ১০০ দিনের কাজে প্রায় ২৫৭ কোটি টাকা ব্যয় করে ১ কোটি ১৩ লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে। ২০১৬ সালের মে মাসের মধ্যে বিভিন্ন চালু প্রকল্প রূপায়ণের মাধ্যমে আরও অতিরিক্ত প্রায় ৫০ কোটি টাকা খরচ হবে।
গ্রামীণ সড়ক যোজনায় প্রায় ১২৯ কিমি রাস্তা নির্মিত হয়ে গেছে। আরও প্রায় ৯১ কিমি রাস্তা আগামী মে মাসের মধ্যে শেষ হয়ে যাবে।
গত সাড়ে ৪ বছরে জেলায় প্রায় ৩২ হাজার ইন্দিরা আবাসন ঘর করা হয়েছে। আগামী মে মাসের মধ্যে আরও প্রায় ৭ হাজার ঘর নির্মিত হয়ে যাবে।
জেলায় মিশন নির্মল বাংলা প্রকল্পে বিগত সাড়ে চার বছরে প্রায় ৫৬ হাজার শৌচালয় নির্মান সম্পূণ হয়েছে।
সংখ্যালঘু উন্নয়ন :
বিগত সাড়ে ৪ বছরে, প্রায় ৪ লক্ষ ১৩ হাজার সংখ্যালঘু ছাত্র-ছাত্রীকে প্রায় ৬৬ কোটি টাকা স্কলারশিপ প্রদান করা হয়েছে। আরও ১ লক্ষ ছাত্রছাত্রী আগামী মে মাসের মধ্যে স্কলারশিপ পেতে চলেছে।
এছাড়া স্বনির্ভরতার জন্য সংখ্যালঘু যুবক-যুবতীদের ২০ কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে। আরও সাড়ে ৩ কোটি টাকা ঋণ প্রদান করা হবে আগামী মে মাসের মধ্যে।
চেঙ্গাইলে ৬ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে একটি ইংরাজি মিডিয়াম সরকারী মাদ্রাসা গড়ে তোলা হচ্ছে।
আমতা-২, শ্যামপুর-১, ডোমজুড় ও পাঁচলা ব্লকে সংখ্যালঘু ছাত্রদের জন্য সাড়ে চার কোটি টাকা ব্যয়ে ৪টি নতুন হস্টেল নির্মাণ হচ্ছে।
অনগ্রসর কল্যান ও আদিবাসী উন্নয়ন :
প্রায় ৪৫ হাজার ছাত্র-ছাত্রী শিক্ষাশ্রী প্রকল্পে সহায়তা পাচ্ছে। আরও ২৬ হাজার ছাত্র-ছাত্রী আগামী মে মাসের মধ্যে প্রকল্পের আওতাভূক্ত হতে চলেছে।
বিগত সাড়ে ৪ বছরে প্রায় ৮৮ হাজার জাতি শংসাপত্র প্রদান করা হয়েছে।
নারী ও শিশু উন্নয়ন :
জেলায় প্রায় দেড় লক্ষ ছাত্রী কন্যাশ্রীর আওতায় এসেছে।
খাদ্য সুরক্ষা কর্মসূচী- খাদ্য সাথী :
জেলায় সাড়ে ৩০ লক্ষেরও বেশি মানুষ ২/- টাকা কেজি দরে খাদ্যশস্য পাচ্ছেন।
শিল্প :
হাওড়া জেলার শিল্পক্ষেত্রে উন্নয়নের জন্যে আমরা অনেকগুলি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছি:-
এই জেলায় কয়েকটি ইন্ডাষ্ট্রিয়াল হাব তৈরী করা হচ্ছে। সেগুলি হল- সাঁকরাইলে ১৩৭ একর জমির উপর ফুড পার্ক, সাঁকরাইলে ৬১ একর জমির উপর পলি পার্ক, উলুবেড়িয়াতে ১২২ একর জমির উপর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, জগদীশপুরে ১২০ একর জমির উপর টেক্সটাইল ও হোসিয়ারী পার্ক, গুম্মানডিঙিতে ৫৫০ একর জমির উপর ঢালাই কাজের পার্ক, জয়পুরবিলে ২৪ একর জমির উপর হোসিয়ারী পার্ক, ৬০০ একর জমির উপর পাঁচলাতে ঢালাইয়ের কাজের পার্ক, ৯২ একর জমির উপর ধুলাগড়ে রাবার পার্ক,৭ একর জমির উপর অঙ্কুরহাটিতে গয়না শিল্পের পার্ক।
এই ইন্ডাষ্ট্রিয়াল পার্কগুলিতে ইতিমধ্যেই ৩১০০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে এবং ১৭ হাজার কর্মসংস্থান হয়েছে। ভবিষ্যতে প্রায় ২২,০০০ কোটি টাকা বিনিয়োগ এবং ১ লক্ষ কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।
হাওড়া জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের ১০টি ক্লাস্টারের কাজ শেষ হয়েছে। এগুলি হল:- জগদীশপুরে ঢালাই কলের, বড়গাছিয়ায় খুচরো যন্ত্রপাতি, লিলুয়ায় ঢালাই কারখানা, উলুবেড়িয়ায় শাটল কক, ডোমজুড়ে গয়নার, সাঁকরাইলে জরির কাজ, মুন্সিরহাটে অপটিক্যাল লেন্সের, ডোমজুড়ে ইমিটেশন গয়নার, পিপুলানে এমব্রয়ডারী, রঘুদেবপুরে রবারের বিভিন্ন জিনিস।
এছাড়া ১৫টি নতুন ক্লাষ্টারের চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে।
১০০ একর জমির উপর ১৫০ কোটি টাকা ব্যয়ে বেলুড়ে মেগা পাওয়ারলুম পার্র্ক গড়ে তোলা হচ্ছে- যার নাম দেওয়া হয়েছে বেলুড় শিল্প তীর্থ।
আই.টি.সি. আমাদের রাজ্যে প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা করেছে।
হাওড়ার পাঁচলা ও উলুবেড়িয়াতে আই.টি.সি. প্যাকেটজাত খাদ্য প্রস্তুতিকরণের দুটি প্রকল্প তৈরি করছে।
প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে উদয়নারায়ণপুরে একটি হ্যান্ডলুম হাট গড়ে তোলা হচ্ছে।
ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে বিগত সাড়ে চার বছরে এই জেলায় প্রায় ১২ হাজার কোটি টাকা ব্যাঙ্ক ঋণ প্রদান করা হয়েছে, আগামী বছর মে মাসের মধ্যে আরও অতিরিক্ত প্রায় ৬০০ কোটি ব্যাঙ্ক ঋণ দেওয়া হবে।
বালিটিকুড়ী, বাউড়িয়া, শিবপুরে শিল্প তালুক (ঐশধয়ড়ঢ়ক্ষভতর উড়ঢ়তঢ়ন) গড়ে তোলা হয়েছে।
ডোমজুড়ে ১টি আই.টি পার্ক গড়ে উঠছে।
পূর্ত ও পরিবহন :
বিগত সাড়ে চার বছরে এই জেলায় পূর্ত দপ্তর ১৩০টি রাস্তাঘাট, ব্রীজ ইত্যাদি প্রকল্প রূপায়ণের কাজ হাতে নিয়েছে, যার মধ্যে ১১৩টি প্রকল্পের কাজ প্রায় ৩৮৩ কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে।
জেলার সড়ক ব্যবস্থা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জেলায় বিগত সাড়ে চার বছরে ৩৮০ কিমি রাস্তা নির্মান/পুর্ননির্মান/সম্প্রসারণ ও উন্নীতকরণের কাজ সম্পন্ন
প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে বাগনান ওভার ব্রিজের কাজ সম্পন্ন হয়েছে।
বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি :
সমগ্র হাওড়া জেলায় জ্ঞসবার ঘরে আলোঞ্চ প্রকল্পে ১০০% গ্রামীণ বৈদ্যুতিকরণের কাজ ২০১৬ মার্চ মাসের মধ্যে সম্পন্ন হবে।
সেচ :
সেচ দপ্তর হাওড়া জেলায় গত ৪ বছরে প্রায় ২৭৫ কোটি টাকা ব্যয়ে ১৩২টি বিভিন্ন ধরনের কাজ হাতে নিয়েছিল। এর মধ্যে প্রায় ১৩৬ কোটি টাকা ব্যয়ে ৯০টি প্রকল্পের কাজ শেষ হয়ে গেছে। প্রায় ৭০ কিমি দৈর্ঘ্যের বাঁধ সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে।
জেলায় বন্যা প্রতিরোধে ও সেচ ব্যবস্থার উন্নতির জন্য আমরা একাধিক প্রকল্প রূপায়ণে উদ্যোগী হয়েছি:-
বাগানান-১ ও ২ নম্বর ব্লকে সেচের উন্নতির জন্য ১৯ কোটি টাকা ব্যয়ে মেদিনীপুর খালের সংস্কার হচ্ছে। এর দ্বারা প্রায় ৫২ হাজার মানুষ উপকৃত হবেন।
জনস্বাস্থ্য কারিগরী :
বিগত সাড়ে চার বছরে ৩৭টি জলপ্রকল্পের কাজ শুরু হয়েছে, এর মধ্যে ২৯ কোটি টাকা ব্যয়ে ১৮টির কাজ সমাপ্ত হয়েছে। এর ফলে জেলার প্রায় ২ লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন।
পর্যটন :
গড়চুমুকে ও তার সংলগ্ন এলাকায় পর্যটন প্রকল্প রূপায়িত হয়েছে।
স্বনির্ভর দল ও স্বনিযুক্তি কর্মসূচী :
আনন্দধারা প্রকল্পে প্রায় ৩ হাজার স্বনির্ভর দল গঠিত হয়েছে, আগামী মে মাসের মধ্যে আরও প্রায় আড়াই হাজার স্বনির্ভর দল গঠিত হতে চলেছে।
বিগত সাড়ে চার বছরে স্বামী বিবেকান্দ স্বনির্ভর কর্মসূচী প্রকল্পে ৫ হাজারেরও বেশি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রায় ২৯ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।
জেলায় বিভিন্ন দপ্তরের মোট ১৬টি কর্মতীর্থ নির্মাণের কাজ শুরু হয়েছিল, যার মধ্যে ইতিমধ্যেই ৫টির কাজ সমাপ্ত হয়েছে, বাকী গুলির কাজ চলছে।
পুর ও নগরোন্নয়ন :
উন্নততর পরিষেবা প্রদানের লক্ষ্যে বালি মিউনিসিপ্যালিটিকে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনে অর্ন্তভূক্ত করা হয়েছে ।
হাওড়া জেলায় মিউনিসিপ্যাল কর্পোরেশন বিগত সাড়ে চার বছরে প্রায় ৩৯৬ কোটি টাকার ও বেশি পরিকল্পনা খাতে ব্যয় করেছে। শহরাঞ্চলে গরীবদের জন্যে প্রায় সাড়ে চার হাজার বাসস্থান নির্মিত হয়েছে।
জাপানের ইওকোহমা শহরের মতো করে হাওড়া শহরকে মডেল হিসাবে গড়ে তোলা হবে। এর মধ্যে থাকছে গঙ্গা পারাপারের জন্য রোপওয়ে, ১০টি উড়ালপুল, ১০০ মিলিয়ন গ্যালন লিটারের পানীয় জলের প্রকল্প।
তথ্য ও সংস্কৃতি :
বর্তমানে হাওড়া জেলায় ১ হাজারেরও বেশি লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পাচ্ছেন। আরও ১৫০ লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পেতে চলেছেন।
ক্রীড়া ও যুব কল্যান :
হাওড়া জেলায় উলুবেড়িয়া স্টেডিয়ামের প্রথম পর্যায়ের সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে।
ক্রীড়ার মান উন্নয়নে বিগত দু বছরে ক্রীড়া দপ্তর জেলায় মোট ৩৭৮টি ক্লাবকে অর্থ সাহায্য করেছে।
স্বরাষ্ট্র :
জেলায় ৮ টি নতুন থানা স্থাপন করা হয়েছে। এগুলি হল :- উলুবেড়িয়া মহিলা থানা, হাওড়া মহিলা থানা, বেলুড় থানা, নিশ্চিন্দা থানা, দাসনগর থানা, সাঁতরাগাছি থানা, চ্যাটার্জিহাট থানা ও এজেসি বোস বোটানিক গার্ডেন থানা।