Latest News

April 11, 2016

Uttar Dinajpur has made rapid progress

Uttar Dinajpur has made rapid progress

Uttar Dinajpur, and indeed the whole of North Bengal, has benefitted immensely under the Mamata Banerjee-led Trinamool Congress administration. The district of Uttar Dinajpur is now progressing rapidly.

The setting up of the branch secretariat in Siliguri, named Uttrakanya, has helped a lot in accomplishing this. Now, all services of the region are within easy reach of the people.

 

Health and Family Welfare

  • Raiganj multi super-speciality hospital established
  • Medical college coming up in Raiganj
  • Fair-price medicine shop (FPMS) started in Raiganj District Hospital
  • As a result, 4.20 lakh people have got a total benefit of discount on medicines amounting to Rs 7.75 crore
  • Fair-price diagnostic centre (FPDC) started in Raiganj District Hospital
  • Dialysis unit in Raiganj District Hospital has started operating
  • 2 sick newborn care units (SNCUs) set up in Raiganj District Hospital and Islampur Sub-divisional Hospital
  • 10 sick newborn stabilisation units (SNSUs) have come up all over the district
  • Critical care unit (CCU) set up in Raiganj District Hospital
  • High-dependency unit (NDU) started in Islampur Sub-divisional Hospital

 

Education

  • Kanyashree: 1.39 lakh girl students brought under Kanyashree
  • Courses started in Raiganj University from April 2015
  • Kamala Pal Smriti Mahavidyalaya has come up in Chopra
  • 4 industrial training institutes (ITIs) – Itahar, Goalpokhor-1, Islampur and Chopra blocks
  • Polytechnic college in Islampur
  • 86,000 students given bicycles under Sabuj Sathi Scheme
  • 88 primary schools and 213 Higher Secondary schools set up
  • 11 primary schools upgraded to secondary schools, and 30 secondary to higher secondary
  • Mid-day meals being served in all schools
  • Separate toilets built for boys and girls in all schools
  • Model school coming up in Karandighi

 

Land Reforms, Agriculture

  • Kisan Credit Cards given to 90% farmers
  • Krishak Bazaars set up in Islampur, Itahar, Hemtabad and Kaliaganj
  • 10,000 people given patta under Nijo Griha Nijo Bhumi (NGNB) Scheme
  • Fish cultivation has got a boost with fingerlings and fish food worth Rs 2.5 crore distributed
  • More than 5 lakh ducklings and chickens distributed for raising among self-help groups

 

Panchayat and Rural Development

  • 100 Days’ Work Scheme: 1 crore man-days created through spending Rs 232 crore
  • State Government has facilitated the construction of 505 km of rural roads under Grameen Sadak Yojana
  • State Government has facilitated the building of 28,000 houses under Indira Awaas Yojana
  • Almost 2.65 lakh toilets built under Mission Nirmal Bangla

 

Minorities’ Development

  • Scholarships given to 6.5 lakh children belonging to minority communities
  • To enable them to become self-sufficient, youth from minority communities given loans worth Rs 70 crore
  • State Government has facilitated the spending of Rs 130 crore for various development schemes under multi-sectoral development programme (MSDP)
  • Karma Tirtha set up in Karandighi, Goalpokhor, Itahar and Raiganj

 

Backward Classes and Adivasis Development

  • 65,000 students have benefitted from the Shikshashree Scheme
  • SC/ST/OBC certificates given to 1.2 lakh people

 

Khadya Suraksha and Khadya Sathi

  • 24 lakh people getting foodgrains at Rs 2 per kg
  • More than 3,000 children were given special attention in terms of providing nourishment. As a result, the number has come down to about 100.

 

Industry

  • 11 MSME (micro, small and medium-scale enterprises) clusters set up
  • Bank loans worth Rs 1,130 crore given for MSMEs
  • Industrial estate set up in Iluabari in Islampur block
  • 11 companies given land to set up industries

 

PWD and Transport

  • 141 projects worth Rs 230 crore implemented, as a result of which more than 12 lakh people have benefitted
  • Hemtabad Bus Terminus built at a cost of Rs 2.49 crore
  • More than 370 km of roads constructed

 

Power

  • All villages have been electrified

 

Irrigation

  • 2,500 acres brought under irrigation
  • 12 km-long irrigation canal constructed
  • Irrigation facilitated through 382 deep tube wells

 

Public health engineering

  • 24 drinking water projects implemented

 

Tourism

  • Renovation of Bhairavi Temple in Bindol, Balia Masjid, Pirpukur Dargah in Ukilpara and Karandight Neelkuthi, and beautification of Kulik Bird Sanctuary

 

Labour

  • 3,000 youths getting stipend under Yuvashree Scheme
  • Social security schemes: 1.26 lakh unorganised brought under SASPFUW, 1 lakh construction workers under BOCWA, and 4,000 transport workers under WBTWSSS

 

Self-Help Groups

  • Under the Anandadhara Scheme, 2,800 self-help groups formed
  • 7 Karma Tirtha set up
  • Under Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa, 5,000 projects sanctioned worth Rs 31 crore

 

Urban Development

  • The four municipalities in the district have spent Rs 200 crore for developmental work
  • 3,100 houses built for the urban poor

 

Information and Broadcasting

  • 1,300 folk artistes getting retainer fee and pension

 

Housing

  • Under Gitanjali and other schemes, 4,000 houses constructed for the financially weak

 

Youth Affairs and Sports

  • Rs 46 lakh given for setting up 23 multi-gyms in the district
  • Raiganj Rabindra Bhawan constructed at a cost of Rs 4.67 crore
  • Raiganj Stadium renovated at Rs 25 lakh

 

Home Affairs

  • Raiganj Women Police Station set up

 

There’s been massive development in this once-backward district. Now, about 94% of the people in the district are covered under relevant government schemes. Uttar Dinajpur is much more well-off in general now than ever before.

 

 

Image: www.panoramio.com

 

উত্তর দিনাজপুর জেলার উন্নয়নের খতিয়ান

সাড়ে চার বছরে সারা রাজ্যের সাড়ে নয় কোটি মানুষের মধ্যে প্রায় সাড়ে আট কোটি মানুষের হাতে আমরা কোন না কোন সরকারী পরিষেবার সুবিধা পৌঁছে দিতে পেরেছি। বাকি মানুষদের কাছে আমরা খুব দ্রুত পৌঁছে যাচ্ছি।

উত্তরকন্যা

সমগ্র উত্তরবঙ্গের মানুষের সুবিধার্থে উত্তরবঙ্গে আমরা আগেই স্থাপন করেছি রাজ্য সরকারের শাখা সচিবালয় – উত্তরকন্যা। সরকারি কাজ ও পরিষেবা মানুষের কাছে আরও দ্রুততার সাথে পৌছে যাচ্ছে।

রাজ্য ও অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে বিগত সাড়ে চার বছর সময়কালে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে এই উত্তর দিনাজপুর জেলায়। এই জেলায় বিগত সাড়ে চার বছরে ৯৪ শতাংশ মানুষের কাছে বিভিন্ন সরকারী প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া গেছে।

জেলা , ব্লক ও গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী পরিবারগুলির উন্নয়নে একগুচ্ছ প্রকল্প :-

স্বাস্থ্য পরিবার কল্যান:

  • রায়গঞ্জ মাল্টিসুপার স্পেশালিটি হাসপাতাল চালু হয়ে গেছে। ইসলামপুর মাল্টিসুপার স্পেশালিটি হাসপাতাল মার্চ মাসের মধ্যে চালু হয়ে যাবে।
  • রায়গঞ্জে ১ টি নতুন মেডিক্যাল কলেজ গড়ে তোলা হচ্ছে ।
  • ন্যায্য মূল্যের ওষুধের দোকান রায়গঞ্জ জেলা হাসপাতালে চালু হয়ে গেছে। কালিয়াগঞ্জ ও ইসলামপুর মহকুমা হাসপাতালে চালু হতে চলেছে।
  • জেলার ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে ওষুধ কেনার ফলে ৪ লক্ষ ২০ হাজার মানুষ ৭ কোটি ৭৫ লক্ষ টাকার ছাড় পেয়েছেন।
  • ১টি ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক কেন্দ্র রায়গঞ্জ জেলা হাসপাতালে চালু হয়ে গেছে। রায়গঞ্জ জেলা হাসপাতালে ডায়ালিসিস ইউনিট চালু হয়ে গেছে।
  • রায়গঞ্জ জেলা হাসপাতালে ও ইসলামপুর মহকুমা হাসপাতালে ২টি  SNCU চালু হয়ে গেছে।
  • জেলায় মোট ১০টি SNSU চালু হয়ে গেছে।
  • CCU রায়গনজ জেলা হাসপাতালে চালু হয়ে গেছে।
  • ইসলামপুর মহকুমা হাসপাতালে HDU চালু হয়ে গেছে।
  • কর্ণজোড়ায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকের করণ নবরূপে নির্মিত হয়েছে।

 

শিক্ষা :

  • রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন শুরু হয়েছে ১৫ই এপ্রিল, ২০১৫ থেকে। এই বিশ্ববিদ্যালয়ে ২১টি স্নাতকোত্তর ও স্নাতক স্তরে পাঠ্যক্রম শুরু হয়েছে।
  • চোপড়া কলেজের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
  • ইটাহার, গোয়ালপোখর-১, ইসলামপুর ও চোপড়ায় আইটি আই নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।
  • ইসলামপুরে পলিটেকনিক কলেজ তৈরি হয়ে গেছে। নতুন পলিটেকনিক স্থাপনের জন্য ইটাহারে কাজ শুরু হয়েছে।
  • এই জেলায় প্রায় ৮৬ হাজার ছাত্র-ছাত্রীকে সবুজসাথী প্রকল্পে সাইকেল প্রদান করা হয়েছে।
  • বিগত সাড়ে ৪ বছরে জেলায় নতুন ৪৪টি প্রাথমিক বিদ্যালয় এবং ২১৩টি উচ্চ প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলা হয়েছে।
  • পাশাপাশি ১১টি উচ্চ প্রাথমিক বিদ্যালয়কে মাধ্যমিক স্তরে, এবং ৩০টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত করা হয়েছে।
  • সব স্কুলে মিড-ডে-মিল চলছে যার ফলে পুষ্টি এবং উপস্থিতির হার বেড়েছে এবং স্কুল ছুট ছাত্রের সংখ্যা কমেছে।
  • প্রতিটি বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্যে পৃথক শৌচাগার নির্মিত হয়েছে।
  • করণদিঘি ব্লকে মডেল স্কুল নির্মাণের প্রথম দফার কাজ সমাপ্ত হয়েছে।

 

ভূমি সংস্কার কৃষি, মৎস্য পশুপালন

  • মোট কৃষক পরিবারের প্রায় ৯০ শতাংশ কিষান ক্রেডিট কার্ড পেয়েছে। ২ লক্ষের উপর কৃষক পরিবারকে কিষাণ ক্রেডিট কার্ডের আওতায় আনা হয়েছে।
  • ইসলামপুর ও ইটাহার কৃষক বাজার তৈরীর কাজ সম্পন্ন হয়েছে ও বাজার দুটি চালু করা হয়েছে। হেমতাবাদ এবং কালিয়াগঞ্জ কৃষক বাজার তৈরীর কাজ সম্পন্ন হয়েছে এবং রায়গঞ্জ ও করণদিঘী কৃষক বাজার তৈরীর কাজ চলছে।
  • ১০ হাজারের ও বেশি ভূমিহীন মানুষকে এন.জি.এন.বি. পাট্টা দেওয়া হয়েছে।

 

 

পঞ্চায়েত গ্রামোন্নয়ন :-

  • গত সাড়ে ৪ বছরে ১০০ দিনের কাজে ২৩২ কোটি টাকা ব্যয় করে ১ কোটি শ্রম দিবস সৃষ্টি হয়েছে। ২০১৬ সালের মে মাসের মধ্যে বিভিন্ন চালু প্রকল্প রূপায়ণের মাধ্যমে আরো অতিরিক্ত ২০ কোটি টাকা খরচ হবে।
  • গ্রামীণ সড়ক যোজনায় ৫০৫ কি. মি. রাস্তা নির্মিত হয়ে গেছে। আরো ৬০ কি.মি. রাস্তা আগামী মে মাসের মধ্যে শেষ হয়ে যাবে।
  • গত সাড়ে ৪ বছরে জেলায় ২৮হাজার ইন্দিরা আবাসন ঘর করা হয়েছে। আগামী মে মাসের মধ্যে আরো ১৪হাজার ঘর নির্মিত হয়ে যাবে।
  • জেলায় মিশন নির্মল বাংলা প্রকল্পে প্রায় ২ লক্ষ ৬৫ হাজার শৌচাগার নির্মাণ সম্পূর্ণ হয়েছে।

 

সংখ্যালঘু উন্নয়ন:

  • বিগত সাড়ে ৪ বছরে, সাড়ে ৬ লক্ষের ও বেশি সংখ্যালঘু ছাত্র-ছাত্রীকে প্রায় ১০৩ কোটি টাকার স্কলারশিপ প্রদান করা হয়েছে। আরো ২ লক্ষ ৬৮ হাজার ছাত্রছাত্রী আগামী মে মাসের মধ্যে স্কলারশিপ পেতে চলেছে।
  • এছাড়া স্বনির্ভরতার জন্য সংখ্যালঘু যুবক-যুবতীদের প্রায় ৭০ কোটি টাকার ঋণ প্রদান করা হয়েছে। আরো ১৩ কোটি টাকা ঋণ প্রদান করা হবে আগামী মে মাসের মধ্যে।
  • MSDP- তে ১৩০ কোটি টাকা ব্যয় করে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে  বিবিধ প্রকল্প রূপায়িত করা হয়েছে।
  • করণদিঘি,গোয়ালপোখর, ইটাহার, রায়গনজ ও ইসলামপুরে কর্মতীর্থ নির্মাণের কাজ শুরু হয়েছিল, এর মধ্যে করণদিঘি,গোয়ালপোখর, ইটাহার, রায়গনেজ কাজ সমাপ্ত হয়েছে।

 

অনগ্রসর কল্যাণ আদিবাসী উন্নয় :

  • শিক্ষাশ্রী প্রকল্পে প্রায় ৬৫ হাজার ছাত্রছাত্রী উপকৃত হচ্ছে। আরো ৩৮ হাজার ছাত্র-ছাত্রী আগামী মে মাসের মধ্যে প্রকল্পের আওতাভূক্ত হতে চলেছে।
  • বিগত সাড়ে ৪ বছরে, ১ লক্ষ ২০ হাজারের ও বেশি জাতি শংসাপত্র প্রদান করা হয়েছে।

 

নারী শিশু উন্নয়ন :

উত্তর দিনাজপুর জেলায় এ বছরের শুরু অবধি প্রায় ১ লক্ষ ৩৯ হাজার ছাত্রী কন্যাশ্রীর আওতাভুক্ত হয়েছে।

খাদ্য সুরক্ষা কর্মসূচীখাদ্যসাথী প্রকল্প :

উত্তরদিনাজপুর জেলায় প্রায় ২৪ লক্ষ মানুষ ২/- টাকা কেজি দরে খাদ্যশস্য পাচ্ছেন।

 

শিল্প:

  • ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে ১১টি ক্লাস্টার গড়ে উঠেছে। এতে প্রায় চার হাজার মানুষের কাজের যোগান হয়েছে। ভবিষ্যতে আরো তিনহাজার মানুষের কর্মসংস্থান হতে চলেছে।
  • ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে বিগত সাড়ে চার বছরে এই জেলায় ১১৩০ কোটি ব্যাঙ্ক ঋণ প্রদান করা হয়েছে, আগামী বছর মে মাসের মধ্যে আরো অতিরিক্ত ৫০ কোটি ব্যাঙ্ক ঋণ দেওয়া হবে।
  • ইসলামপুরে ইলুয়াবাড়িতে একটি Industrial Estate গড়ে উঠছে। মোট ১১টি শিল্প সংস্থাকে শিল্প স্থাপনের জন্যে জমি প্রদান করা হয়েছে।

 

পূর্ত পরিবহন :

  • বিগত সাড়ে চার বছরে এই জেলায় পূর্ত দপ্তর ১৮৮টি প্রকল্প রূপায়ণের কাজ হাতে নিয়েছে, যার মধ্যে ১৪১টি প্রকল্পের কাজ প্রায় ২৩০ কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। এর ফলে জেলার প্রায় ১২ লক্ষাধিক মানুষ উপকৃত হচ্ছেন।
  • প্রায় ৩৭০ কিমি রাস্তা নির্মাণ / উন্নীতকরণের কাজ সম্পন্ন হয়েছে।গুরুত্বপূর্ণ কাজগুলি হল :- ১০ কোটি টাকা ব্যয়ে মকদামপুর-ভাতোল রাস্তা, প্রায় সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে সামসপুর-বাঘোন রাস্তা, ১৬ কোটি টাকা ব্যয়ে হেমতাবাদ -বিষ্ণুপুর রাস্তা, ৭ কোটি টাকা ব্যয়ে ধামুরাগাছি -খড়িবাড়ি রাস্তা, ৮ কোটি টাকা ব্যয়ে বিন্দোল -বিষ্ণুপুর রাস্তা প্রভৃতি।

 

বিদ্যুৎ অচিরাচরিত শক্তি

উত্তরদিনাজপুর জেলায় ১০০ শতাংশ গ্রমীণ বিদ্যুতায়ন প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে।

সেচ :-

  • আড়াই হাজার একর নতুন জমিকে সেচ সেবিত করা হয়েছে।
  • ১২ কিলোমিটার দৈর্ঘ্যের সেচ নালা নির্মাণ করা হয়েছে।
  • ৩৮২টি গভীর নলকূপ প্রকল্প দ্বারা সেচের ব্যবস্থা করা হয়েছে।

 

জনস্বাস্থ্য কারিগরী :-

  • বিগত সাড়ে চার বছরে ৬৬ কোটি টাকা ব্যয়ে ৫৪টি জলপ্রকল্পের কাজ শুরু হয়েছে, এর মধ্যে ২৪টির কাজ সমাপ্ত হয়েছে। এর ফলে জেলার প্রায় ৩ লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন। আরো ৫টি জলপ্রকল্পের কাজ আগামী মে মাসের মধ্যে সমাপ্ত হবে।
  • সম্প্রতি উত্তর দিনাজপুর জেলায় জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের ৬২ কোটি টাকা মূল্যের ১৪টি জলপ্রকল্পের কাজ শুরু হয়েছে।

 

পর্যটন :

উত্তরদিনাজপুর জেলায় রূপায়িত পর্যটন প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল :- বিন্দোলে ভৈরবী মন্দির ও বালিয়া মসজিদ সুসজ্জিত করা, কুলিক পক্ষীনিবাস সৌন্দর্যায়ন প্রকল্প,করণদীঘি নীলকুঠির সংস্কার, উকিলপাড়া পীরপুকুরের দরগা সংস্কার প্রভৃতি।

শ্রম:-

  • SASPFUW প্রকল্পে অদ্যাবধি প্রায় ১  লক্ষ ২৬ হাজার অসংগঠিত কর্মী নথিভুক্ত হয়েছেন।
  • BOCWA এখনও পর্যন্ত ১ লক্ষেরও বেশি নির্মান কর্মী নথিভুক্ত হয়েছেন।
  • অনুরূপভাবে, WBTWSSS প্রকল্পে ৪ হাজারের ও বেশি পরিবহন কর্মী নথিভুক্ত হয়েছেন।
  • ৩ হাজারের ও বেশি যুবক-যুবতী জ্ঞযুবশ্রীঞ্চ প্রকল্পে উৎসাহ ভাতা পাচ্ছেন।

 

স্বনির্ভর দল স্বনিযুক্তি কর্মসূচী :-

  • আনন্দধারা প্রকল্পে ২৮০০টি স্বনির্ভর দল গঠিত হয়েছে, আগামী মে মাসের মধ্যে আরো ২৩০০টি স্বনির্ভর দল গঠিত হতে চলেছে।
  • ১১টি কর্মতীর্থ তৈরী হচ্ছে, এর মধ্যে ৭টির কাজ শেষ হয়েছে।
  • বিগত সাড়ে চার বছরে স্বামী বিবেকান্দ স্বনির্ভর কর্মসূচী প্রকল্পে প্রায় ৫ হাজার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রায় ৩১ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।

 

পুর নগরোন্নয়ণ :

উত্তরদিনাজপুর জেলায় ৪টি মিউনিসিপ্যালিটি বিগত সাড়ে চার বছরে প্রায় ২০০ কোটি টাকা পরিকল্পনা খাতে ব্যয় করেছে। শহরাঞ্চলে গরীবদের জন্যে প্রায় ৩১০০টি বাসস্থান নির্মিত হয়েছে।

 তথ্য সংস্কৃতি:

বর্তমানে উত্তরদিনাজপুর জেলায় ১৩০০ লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পাচ্ছেন। আরো ৫০০ লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পেতে চলেছেন।

আবাসন :

উত্তরদিনাজপুর জেলায় আর্থিক ভাবে দুর্বল মানুষদের জন্যে গীতাঞ্জলি ও অন্যান্য প্রকল্পে প্রায় ৫৩০০টি বাসস্থান নির্মিত হচ্ছে, এর মধ্যে প্রায় ৪ টি বাসস্থান নির্মাণের কাজ ইতিমধ্যেই সমাপ্ত হয়ে গেছে। বাকী বাসস্থান আগামী মে মাসের মধ্যে সম্পন্ন হবে।

ক্রীড়া যুব কল্যাণ :-

  • ক্রীড়ার মান উন্নয়নে জেলায় ৭২টি ক্লাবকে অর্থ সাহায্য করা হয়েছে।
  • জেলায় ২৩টি মাল্টি জিম সেন্টার গড়ে তুলতে ৪৬ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।
  • ২৫ লক্ষ টাকা ব্যয়ে রায়গঞ্জ স্টেডিয়ামকে নবরূপে সুসজ্জিত করা হয়েছে।

 

স্বরাষ্ট্র :-

উত্তরদিনাজপুর জেলায় নতুন থানা হিসাবে রায়গঞ্জ মহিলা থানা স্থাপন করা হয়েছে।

উত্তরবঙ্গ উন্নয়ন :-

  • উত্তর দিনাজপুর জেলায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রূপায়িত গুরুত্বপুর্ণ প্রকল্প হল :-
  • ৪কোটি ৬৭ লক্ষ টাকা ব্যয় করে রায়গঞ্জ রবীন্দ্র ভবন নির্মাণ।
  • ২ কোটি ৪৯ লক্ষ টাকা ব্যয় করে হেমতাবাদ বাস টার্মিনাস নির্মাণ।
  • ৬ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয় করে চোপড়ায় কমলা পাল সমৃতি মহাবিদ্যালয় নির্মাণ।
  • ৫ কোটি ১২ লক্ষ টাকা ব্যয় করে চোপড়া আই.টি.আই নির্মাণ।
  • ৫ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যয় করে হেমতাবাদে কাহালই সেতু ও দুইদিকে সংযোগকারী রাস্তা নির্মাণ।
  • ৪ কোটি ৬৩ লক্ষ টাকা ব্যয় করে গোয়ালপুখুর-১ ব্লকের বালদিয়াপুকুর থেকে সিমুলতলা মোড় (চুনিয়া গ্রাম) ভায়া বুলকা মোড় পর্যন্ত ৫.৭৭ কি.মি রাস্তা নির্মাণ।