April 6, 2016
Didi blasts ABP, Aveek Sarkar for being most destructive elements in Bengal

The CPI(M) has completely ruined Bengal. They have ruined three generations because of their whims. They sent their own children to America and England, but did not let our children study ‘twinkle twinkle little star.’
If they come and stand in front of me, I will take the full account of all their misdeeds. The CPI(M) has cut off people’s hands for voting, plucked out people’s eyes, captured village after village with guns and killed 55,000 people. In one year, 400 people were killed in Jangalmahal, and during our term not one person was killed.
I speak the truth and the truth hurts, said Mamata Banerjee, while addressing a huge election rally in Durgapur, Bardhaman today.
The BJP has spent crores on their election campaign. There is a jugglery of words going on. They are showing people taking Rs 50 and Rs 100 and that is bad, then what about those who are selling out the country for thousands of crores.
Trinamool Congress is the poorest party in India; you must understand why they are after us. We are the only party that has capability, transparency, accountability and Mamata Banerjee, who works tirelessly day and night for the people. I am saying this with a heavy heart.
Go tell ABP that they are the most destructive element in Bengal. They are conspiring against us because they asked me to forcefully acquire land from farmers. They wanted me to remove urban land ceiling. I cannot do that.
Aveek Sarkar tells me that “whatever I serve the people, they will be forced to eat that.” This is on record. They wanted to control the government. Jyoti Babu never cared about them, so he never failed; but Buddhadeb Babu, under their influence, gave them Singur which led to his fall.
After the BJP’s victory in the general election, they had bhajans playing for BJP. Today they have become the chairman of the alliance between CPI(M) and Congress.
I challenge him (Aveek Sarkar) to contest in the election. He goes to Delhi and meets Rajnath Singh and asks him to arrest Abhishek. What interest could the owner of a newspaper have in such a situation? He meets Rahul Gandhi often in Delhi.
I do not speak anything without proof. I challenge him to prove to me otherwise. He even planned who will be the Congress candidate from which seat.
He dictates to news channels and some companies to create the stories he wants.
He has been spreading slander about Bengal to the diplomats of various countries for a long time. He calls them to his house, feeds them not just food, but with all the slander about Bengal.
He made it such that industrialists had to visit him before investing in Bengal. Today we have changed that completely with our transparent policy. So now he does not get anything.
এবিপি আনন্দ গ্রুপ বাংলার সবচেয়ে সর্বনাশা: দুর্গাপুরে নির্বাচনী সভায় মমতা বন্দ্যোপাধ্যায়
সিপিএম বাংলাকে ধ্বংস করেছে। সিপিএম বাংলার পাপ। এরা কংগ্রেসের মদতে বাংলার তিনটে জেনারেশনকে নষ্ট করে দিয়েছে। নিজেদের ছেলেমেয়েদের আমেরিকা, ইংল্যান্ডে বিলেতে পাঠিয়ে ‘twinkle twinkle little star’ পড়িয়েছে, আমাদের ছেলেমেয়েদের কোন সুযোগ দেয়নি।
আজ কারা বড় বড় গণতন্ত্রের কথা বলছে! ৫৫০০০ লোক খুন করেছে, হাত দিয়ে ভোট দেওয়ার পর হাত দুটো কেটে দিয়েছে, চোখ উপড়ে নিয়েছে, বন্দুক নিয়ে গ্রামের পর গ্রাম দখল করেছে। সমস্ত এলাকায় সন্ত্রাস চালিয়েছে। এক বছরে জঙ্গলমহলের ৪০০ জনকে খুন হয়েছিল, আর আমাদের আমলে একটা খুনও হয়নি।
আমি অপ্রিয় সত্য কথা বলি যা অনেকে বলতে পারে না, দুর্গাপুরে একটি নির্বাচনী জনসভায় আজ বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
লোকসভা নির্বাচনে বিজেপি প্রচারে কোটি কোটি টাকা খরচ করেছে। কথার jugglery হচ্ছে চারিদিকে। ওরা ছবিতে দেখাচ্ছে যে মানুষ ৫০-১০০ টাকা নিচ্ছে সেটা খুব খারাপ আর যারা চুরি করে হাজার হাজার কোটি টাকায় দেশকে বিক্রি করে দিয়ে কোটি কোটি টাকা তুলছে তাতে কি?
তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল যারা দেশের সব রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে গরীব, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এত কথা উঠছে কারণ তাদের কিছু নেই। আমরা একমাত্র দল যাদের capability আছে, transparency আছে, accountability আছে, আর তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় আছে যে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে সাধারণ মানুষের জন্য। আজ অনেক দুঃখে এই কথা বলছি।
এবিপি আনন্দ গ্রুপ বাংলার সবচেয়ে সর্বনাশা। তারা আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে কারণ ওরা আমায় বলেছিল কৃষকদের জমি জোর করে দখল করতে দিতে হবে। আমায় বলেছিল গ্রামাঞ্চলে land ceiling তুলে দিতে হবে, আমি তা করিনি, কারণ আমি মাথা নত করে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না।
অভীক সরকার আমায় বলেছিল, আমরা মানুষকে যেটা খাওয়াব, মানুষ সেটা খেতে বাধ্য, এগুলো রেকর্ড আছে। ওরা চায় সরকারকে পরিচালনা করতে। জ্যোতি বাবু ওদের পাত্তা দিতেন না, তাই তিনি কখনো হেরে যাননি। আর বুদ্ধদেববাবু তো ওনার দ্বারা প্রভাবিত হয়ে পুরো সিঙ্গুর দান করে দিয়েছিলেন, তাই পরাজিত হয়েছিলেন।
এরা যা বলে তার উল্টোটা হয়। সাধারণ নির্বাচনে বিজেপি জয়ী হওয়ার পর যে বিজেপির জন্য ভজন গান বাজিয়েছিল, আজ তিনি সিপিএম-কংগ্রেস জোটের চেয়ারম্যান হয়ে গেছেন।
আমি সত্য কথা বিকৃত করব না, ওনাকে বলুন চ্যালেঞ্জ করতে, আমাকে মিথ্যে প্রমান করুন উনি। ওনার হাতে কাগজ আছে কিন্তু আমার আমার হাতে কাগজ নেই, মাইক আছে।
আমি ওনাকে (অভীক সরকার) চ্যালেঞ্জ করছি নির্বাচনে লড়াই করার জন্য। উনি দিল্লি গিয়ে রাজনাথ সিংএর সঙ্গে দেখা করে বলেন অভিষেক আর মুকুলকে গ্রেফতার করতে। একজন কাগজের মালিক হয়ে কি ইন্টারেস্ট থাকতে পারে ওনার? উনি প্রায়ই দিল্লিতে গিয়ে রাহুল গান্ধির সঙ্গে দেখা করেন।
আমি প্রমাণ ছাড়া কোন কথা বলি না। আমি ওনাকে চ্যালেঞ্জ করছি। কংগ্রেসের কে কোথায় প্রার্থী হবে সেটাও উনি ঠিক করেন।
আজ চার বছর ধরে এই সব চক্রান্ত চলছে। তিনি সংবাদ মাধ্যম এবং কিছু কোম্পানিকে নতুন গল্প তৈরি করতে বলেন তার পছন্দমত।
চারদিকে বাংলা সম্পর্কে কু९সা ও অপপ্রচার করে বেড়াচ্ছেন। সকলকে নিজেদের বাড়িতে ডাকেন, তাদেরকে শুধু খাবার খাওয়ান না, সঙ্গে বাংলার কু९সা ও অপপ্রচারও শোনান।
আগে বাংলার বুকে শিল্প গড়তে গেলে ওনার বাড়ি ছুঁয়ে যেতে হত। আজ তা আমরা সম্পূর্ণভাবে বদলে দিয়েছি, স্বচ্ছতা এনেছি, তাই তিনি কিছু পান না।