April 5, 2016
We will defeat CPI(M)-Congress-BJP democratically in Bengal: Mamata Banerjee at Malda

Trinamool Congress Chairperson Mamata Banerjee on Monday addressed three rallies in Malda district – in Kaliachowk, Bhutni (Manichak block) and Kalambagan (Chanchal).
She addressed the meetings in support of her party’s candidates for the Assembly election. In the rallies, she criticised the CPI(M)-Congress coalition, describing it as just an alliance of opportunism.
She highlighted the progress the region had made in all aspects. She reiterated the fact that Trinamool Congress is the only party that works for the people. The party believes in communal harmony and secularism. She urged the people of Malda to remember the words of Late Ghani Khan Chowdhury, who had said to dump the CPI(M) in the Bay of Bengal.
“In Malda, Murshidabad and North Dinajpur the Muslims are majority. But the previous government did nothing for their development. We had brought 97% of Muslims under reservations. More than 59000 Muslim youth got the opportunity of higher education, even medical and technical studies. In government service too number of Muslim people is increasing,” Mamata Banerjee said.
“Those claiming to inherit his legacy are entering into alliance with the same CPI(M). Do they have any self respect! This shows their political bankruptcy. They will be dumped by the people of the state,” Mamata Banerjee said. “I now consider my decision of quitting the Congress right because Trinamool Congress played an instrumental role in driving away the Left Front from the state. It would not have been possible if I were in the Congress,” she added.
মানুষ এবার গণতান্ত্রিক উপায়ে বিরোধীদের পরাজিত করবে: মমতা বন্দ্যোপাধ্যায়
আসন্ন বিধানসভা নির্বাচনের জন্যও জেলায় জেলায় প্রচার করছেন তৃণমূল নেত্রী। সোমবার মালদায় প্রার্থীদের সমর্থনে – কালিয়াচক, ভুতনি এবং চাঁচলে তিনটি প্রচার সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সিপিএম-কংগ্রেসের জোটকে ‘ঘোঁট’ বলে কটাক্ষ করেন তৃণমূল নেত্রী। তাদের এই জোট সুবিধাবাদী জোট।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িক সংহতিতে বিশ্বাস করে। তৃণমূলই একমাত্র দল যারা মানুষের জন্য কাজ করে। মালদা, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরে মুসলিমদের সংখ্যা বেশি। কিন্তু আগের সরকার তাদের জন্য কোনরকম উন্নয়ন করেনি। ৫৯০০০ এর বেশি মুসলিম ছাত্রছাত্রী উচ্চ শিক্ষার সুযোগ পেয়েছে। অনেক মুসলিম ছেলেমেয়ে সরকারি চাকরিও পেয়েছে”।
এদিন তৃণমূল নেত্রী বলেন, “সিপিএম-কংগ্রেস আজ নিজেদের পতাকাকে বিক্রি করে দিয়েছে। ওদের কোন আত্মসম্মান নেই। ওরা পুরোপুরি দেউলিয়া হয়ে গেছে। মানুষ গণতান্ত্রিক উপায়ে ওদের জবাব দেবে”।
তিনি বলেন, “কংগ্রেস-সিপিএম আঁতাতের জন্যই কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম। কংগ্রেসে থাকলে বাংলাকে সিপিএমমুক্ত করা অসম্ভব ছিল”।