Kanyashree Prakalpa, which is a dream project of Mamata Banerjee, has once again received international recognition for its best practices in e-governance, this time from the World Summit on the Information Society (WSIS), a UN led multi-stakeholder platform for ICT supported development initiatives.
Kanyashree Online 3.0, the scheme’s e-governance mechanism is amongst one of the first five most voted projects nominated for WSIS Prizes, 2016 under the category of ICT Applications-e-governance’, and has been recognized as a ‘WSIS Prize Champion’.
It is one of 88 success stories selected among 404 projects submitted for the competition from across the world.
The Award will be presented at WSIS 2016 Forum in Geneva on 3rd May, 2016.
মমতা বন্দোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী পেল আরো একটি আন্তর্জাতিক স্বীকৃতি
মমতা বন্দোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী, ই-গভর্নেন্স-এর জন্য আরো একবার আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করল। আরও একবার বিশ্বের দরবারে পুরস্কৃত হতে চলেছে এই প্রকল্প।
এই স্বীকৃতি মিলেছে World Summit on the Information Society (WSIS)-র তরফ থেকে যার পিছনে নেতৃত্ব রয়েছে স্বয়ং রাষ্ট্রসঙ্ঘের।
ICT Applications ই-গভর্নেন্স-এর অধীনে ‘কন্যাশ্রী অনলাইন ৩.০’ প্রক্রিয়া WSIS Prizes, 2016-র অন্তর্গত প্রথম পাঁচটি সর্বাধিক ভোটপ্রাপ্ত প্রকল্পগুলির একটা। কন্যাশ্রী স্বীকৃত হয়েছে WSIS পুরস্কার বিজয়ী হিসেবে।
সারা বিশ্ব থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পেশ করা ৪০৪টি প্রকল্পের মধ্যে কন্যাশ্রী নির্বাচিত হয়েছে ৮৮টি সফল নিদর্শনের মধ্যে।
‘কন্যাশ্রী’ প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের এক যুগান্তকারী পদক্ষেপ। এটি এ রাজ্যে যথেষ্ট সফল এবং এই সফলতার জন্যও এর আগে এই প্রকল্প ইউনিসেফের পুরস্কার পায়। সমগ্র বিশ্বে এটি একটি মডেল।
আগামী মে মাসের ৩ তারিখে, WSIS ২০১৬ ফোরামে রাজ্য সরকারের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।