Trailing the lost glory, some enthusiastic Kolkatans took the project to revive Baluchari – the pure mulberry silk yarn without the use of zari. Baluchari ‘Buti’ saaris are acclaimed for the soft lustrous texture, glowing colours and distinctive motifs.
The Government of West Bengal has joined hand with the endeavour. Tantuja, under West Bengal State Handloom Weavers Cooperative Society has joined hand with a city based textile company to undertake slew of activities to restore the Baluchari’s magnificent history.
The Government of West Bengal got Geographical Indication (GI) of Baluchari sari in 2012. The geographical indication registration number 173 and the registered proprietor is director of handloom, West Bengal. There will be a showcasing of sari and inception of the programme, ‘Baluchari: Bengal and Beyond’ will start on November 18 and continue till December 4. A seminar will also take place on Baluchari in November 19.
বালুচরি শাড়ির পুনরুজ্জীবনে নতুন উদ্যোগ তন্তুজর
বাংলার হৃতপ্রায় ঐতিহ্য বালুচরি শাড়ির পুনরুজ্জীবনের লক্ষে এগিয়ে এসছেন কিছু কলকাতাবাসী। এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।রাজ্য সরকারি সংস্থা তন্তুজ হাত মিলিয়েছে এই শহরের বেসরকারি এক বস্ত্র প্রস্তুতকারী সংস্থার সঙ্গে।
আগামী নভেম্বর মাসের ১৮ তারিখে “বালুচরী – বেঙ্গল এন্ড বিয়ন্ড” শীর্ষক একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীটি চলবে ডিসেম্বর মাসের ৪ তারিখ পর্যন্ত। আশা করা যায় এই উদ্যোগে বালুচরি শাড়ি পুনরুজ্জীবিত হবে।
উল্লেখ্য, ২০১২ সালে রাজ্য সরকারের উদ্যোগে জিআই ট্যাগ পায় এই শাড়ি।