Be alert against those spreading communal tension through rumour mongering: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today cautioned people against people who indulge in rumour mongering to incite communal violence.

She was speaking at the inauguration of a two day-long conference of the Panchayat and Rural Development Department today at Netaji Indoor stadium.

Panchayats that had performed well were rewarded by the Chief Minister at the conference. She announced hikes in honoriums for the three tier panchayat workers. She said that they will be included in the Swasthya Sathi scheme.

In her speech, the Chief Minister said that trust, efficiency, innovation and transparency are the keys to effective governance. She asked the audience to keep working for the people and take the State to new heights of progress.

She praised Coochbehar and Hooghly for performing well in 100 Days’ Work, Nadia in cleanliness mission, Murshidabad in Anandadhara scheme. She also praised the Hooghly district for returning land to Singur farmers in record time in cultivable condition.

The Chief Minister highlighted the plight of the handicraft workers due to demonetisation. She also said that had the government not inherited a huge debt legacy much more work could have been done.

 

গুজবে কান দেবেন না, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করুনঃ মমতা বন্দ্যোপাধ্যায়

কিছু মানুষ গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়াতে চাইছেন, গুজবে কান  দেবেন না, দু’দিন ব্যাপী পঞ্চায়েত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এইভাবেই সতর্কবার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
আজকের এই সম্মেলনে যে সকল পঞ্চায়েত ভাল কাজ করেছে, তাদের পুরস্কৃত করা হয়। গ্রাম সভা, পঁচায়েত সমিতি এবং জেলা পরিষদের সদস্যদের  ভাতাবৃদ্ধির কথা ঘোষণা করেন তিনি। পাশাপাশি তাদের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনার কথা বলেন তিনি।
তিনি বলেন, বিশ্বাস, কর্মদক্ষতা, উদ্ভাবনী চিন্তা এবং স্বচ্ছতা এগুলোই সরকারের সুশাসনের চাবিকাঠি। তিনি উপস্থিত সকলকে আবেদন করেন মানুষের জন্য কাজ করতে ও বাংলাকে প্রগতির শিখরে নিয়ে যেতে।
মুখ্যমন্ত্রী ১০০ দিনের কাজ প্রকল্পে কুচবিহার ও হুগলী জেলার প্রশংসা করেন। নদিয়া জেলা প্রশংসিত হয় নির্মল জেলা ঘোষিত হওয়ার জন্য। মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলার প্রশংসা করেন আনন্দধারা প্রকল্পের কাজ ভাল ভাবে করার জন্য।
হুগলী জেলা পরিষদ যেভাবে অল্পসময়ের মধ্যেই সিঙ্গুরের চাষিদের জমি চাষযোগ্য করে ফিরিয়ে দেয় তারও প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।
নোটবাতিলের ফলে হস্তশিল্পীদের কষ্টের কথাও তিনি উল্লেখ করেন বক্তব্যে। তিনি আরও বলেন, বিগত সরকারের ঋণের বোঝা বইতে না হলে তাঁর সরকার বাংলার উন্নয়নের জন্য আরও অনেক কাজ করতে পারত।

Bengal Panchayat Dept steps up to utilise schemes for rural populace

Series of schemes taken up by the West Bengal Panchayat and Rural Development department in the past five years to make rural populace economically self reliant have created wonders and have changed the quality of life of thousands of people throughout the state.

People coming from economically challenged background who never dreamt of becoming economically independent are earning money by doing fish cultivation or by manufacturing bricks from fly ash. Even the residents of leper colony in Bankura who got cured but used to earn livelihood by begging because of social stigma are on the way to achieve self reliance through mango and vegetable cultivation in Bankura.

The good work of the department has been accepted by the ministry of Rural Development and in recognition the Centre has given an award early this year. It may be mentioned Nadia has become country’s first Open Defecation Free (ODF) district.

The district is going ahead of other districts in generating quality horticulture produce like gerbera flowers, capsicum under shed-net house and poly house by using NREGA fund. Two gram panchayats, Dharmada and Bilwagram Gram under Nakashipara block have become specialists in this field.

Large numbers of poly house, shed-net houses have been constructed. Since 2015-16 financial year, construction of poly houses in 7 organic villages has been made possible by rightly using the schemes.

 

গ্রামের মানুষের জন্য পঞ্চায়েত দপ্তরের বেশ কিছু নয়া উদ্যোগ

গত পাঁচ বছরের মধ্যে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর দ্বারা গৃহীত প্রকল্প গুলি গ্রামীণ জনসাধারণকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করেছে এবং এর ফলে রাজ্য জুড়ে হাজার হাজার মানুষ জীবনযাত্রার মান বদলে গেছে।

আর্থিকভাবে পিছিয়ে পরা মানুষ যারা কখনো অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়ার স্বপ্ন দেখত না তারা এখন মাছ চাষ করছেন, ইট উত্পাদন করে টাকা উপার্জন করছেন।

দপ্তরের ভাল কাজ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক দ্বারা গৃহীত হয়েছে এবং স্বীকৃতিস্বরূপ  এই বছরের গোড়ার দিকে এই বিভাগ একটি পুরস্কারও পেয়েছে। এটা উল্লেখযোগ্য,  যে নদীয়া দেশের প্রথম ODF জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে।

এনআরইজিএ তহবিল ব্যবহার করে নদিয়া জেলায় শেড-নেট হাউস এবং পলি হাউসে উন্নত মানের গ্যারবেরা ফুল ও ক্যাপসিকামের উৎপাদনের ওপর জোর দেওয়া হচ্ছে।  নাকাশিপাড়া  ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েত ধর্মদা এবং বিল্বগ্রাম এই কাজের জন্য উল্লেখযোগ্য।

অনেকগুলি পলি হাউস নির্মাণ করা হয়েছে। ২০১৫-১৬ আর্থিক বছরে ৭টি  অরগ্যানিক ভিলেজে অনেকগুলি পলি হাউস নির্মাণ সম্ভব হয়েছে।