infrastructure bengal

Rural electrification project to be complete in Bengal by June 2017

Soon, Bengal will be among the first few states to complete the rural electrification project successfully.  Come June and the project will witness completion with state Power minister Sobhandeb Chattopadhyay laying emphasis that the rural electrification work is all set to be complete as soon as infrastructure in four villages of Sunderban area gets over.

This apart, the electrification work is more or less complete throughout the state. “Infrastructural works have been going on in four islands. The work is expected to be completed by the end of June this year. The Power department has been facing hurdles in some parts as many villagers were reluctant to get an electricity connection due to financial constraints. Despite the challenges, the state government will achieve 100 percent electricity coverage by June,” the Minister added.

Chief Minister Mamata Banerjee, after coming to the power, had asked the power department to provide electricity to the entire Sunderbans area through power grid. Banerjee had taken a pledge to electrify each and every village across the state. The state government is trying hard to resolve the issues with the involvement of local panchayat functionaries and the zilla parishads.

According to West Bengal State Electricity Distribution Company Limited (WBSEDCL), state’s nodal distribution agency, the total number of subscribers has gone up to 1.72 crore from around 88 lakh in 2011. A few years ago, the pace of electrification work in Bengal was quite slow in comparison to the other states in the country but Trinamool government has done a major revamp in infrastructure development.

 

রাজ্যে গ্রামীণ বৈদ্যুতিকরনের প্রকল্পের কাজ শেষ হবে জুন মাসে

খুব শীঘ্রই গ্রামীণ বৈদ্যুতিকরন প্রকল্পের কাজ সম্পন্ন করবে বাংলা। আগামী জুন মাসেই শেষ হবে সেই কাজ। যত তাড়াতাড়ি এই কাজ সম্পন্ন করা যায় তার ওপর জোর দিচ্ছেন বিদ্যু९ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সুন্দরবন অঞ্চলের চার’টি গ্রামে বিদ্যুতের পরিকাঠামো তৈরীর কাজ শেষ হলেই এই প্রকল্পের কাজ শেষ হবে।

এ ছাড়া রাজ্যের অন্যান্য জায়গাতেও এই প্রকল্পের কাজ প্রায় শেষ। মন্ত্রী জানান, “এই চার’টি জায়গায় পরিকাঠামো তৈরীর কাজ চলছে, আশা করা হচ্ছে এই বছরের জুন মাসের শেষের দিকে এই কাজ শেষ হয়ে যাবে। অর্থনৈতিক কারনে অনেক গ্রামবাসীই বিদ্যুতের ব্যাপারে আগ্রহী নন তাই বিদ্যু९ দপ্তরকে বেশ কিছু বাধার সম্মুখীন হতে হচ্ছে। তবু এত বাধা সত্ত্বেও আগামী জুনের মধ্যেই রাজ্যের ১০০ শতাংশ অঞ্চলে পৌঁছে যাবে বিদ্যু९।”

ক্ষমতায় আসার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত তৃণমূল সরকার পাওয়ার গ্রিডের মাধ্যমে পুরো সুন্দরবন অঞ্চলে বিদ্যু९ পৌঁছে দিতে উদ্যোগী হয়। রাজ্য সরকার পঞ্চায়েত ও জেলা পারিষদদের সহযোগিতায় এই কাজ দ্রুতগতিতে শেষ করতে চাইছে।

রাজ্য বিদ্যুত পর্ষদের তথ্য অনুযায়ী বিদ্যু९ গ্রাহকের সংখ্যা বেড়ে এই মুহূর্তে হয়েছে প্রায় ১.৭২ কোটি যা ২০১১পর্যন্ত ছিল মাত্র ৮৮ লক্ষ। কিছু বছর আগে পর্যন্ত রাজ্যে গ্রামীণ বৈদ্যুতিকরনের কাজ ছিল অন্যান্য রাজ্যের তুলনায় খুবই মন্থর  গতির। কিন্তু তৃণমূল কংগ্রেস রাজ্যের দায়িত্ব পাওয়ার পর থেকে এই পরিকাঠামো উন্নয়নের কাজে এসেছে এক নতুন গতি।

 

State will have no load-shedding this Puja season: Bengal Power Minister

The festive season will see no load-shedding in Bengal, said State Power Minister Sobhandeb Chatterjee, on Sunday. The State Power department is all prepared to light the city and villages in the festival season.

“We are a power surplus state now. We are ready with the infrastructure of zero power cuts during Durga Puja. There should not be any problem,” the Minister said.

West Bengal has recorded surplus power. West Bengal State Electricity Distribution Company Limited (WBSEDCL) has surplus power, measuring around 1,000 MW, informed the Minister.

The Minister also added that the State can sell the power to other states and distribute the power to national power grid (Power Grid Corporation of India Limited). The State produces around 30,000 million units. The State either banks the surplus power outside or sells it to power exchanges.

The Government has also been developing a power bank. With the addition of new power units the total power generation in Bengal will get a boost and the state will be able to supply surplus power to other states.

 

 

পুজোয় রাজ্যে লোডশেডিং হবে না: বিদ্যু९ মন্ত্রী

এ বছর পুজোর সময় কোনো বিদ্যু९-ঘাটতি হবে না। মাননীয় বিদ্যু९ মন্ত্রী শোভনদেব চ্যাটার্জী এ কথা জানান। উত্সবের দিনগুলিতে শহর ও গ্রামাঞ্চলকে আলোকিত রাখতে প্রস্তুত রাজ্য বিদ্যু९ পর্ষদ।

“আমাদের রাজ্যে এই মুহুর্তে অতিরিক্ত বিদ্যু९ মজুদ আছে, আমাদের এখন যা পরিকাঠামো আছে, তাতে কোনো বিদ্যু९ ঘাটতি হবে না ও কোনো ধরণের সমস্যার সম্মুখীন হতে হবে না” জানালেন মন্ত্রী।

তিনি আরো জানান, রাজ্যের কাছে অতিরিক্ত বিদ্যু९ মজুত আছে, রাজ্য বিদ্যু९ পর্ষদ প্রায় ১০০০ মেগাওয়াট বিদ্যু९ তার ভাঁড়ারে বাঁচিয়ে রেখেছে।

তিনি বলেন, রাজ্য এখন অন্যান্য রাজ্যকে বিদ্যু९ বিক্রি করতে পারে বা national power grid (Power Grid Corporation of India Limited) কে বিদ্যু९ বিলি করতে পারে। রাজ্য মোটামুটি ৩০ হাজার মিলিয়ন ইউনিট বিদ্যু९ তৈরী করে, বেশি হলে  তারা বাইরের বিদ্যু९ ব্যাঙ্কে তা জমা করে বা বিক্রি করে।

রাজ্য বিদ্যু९ ব্যাঙ্ক তৈরীর কাজ শুরু করে দিয়েছে। নতুন কেন্দ্রগুলি তৈরী হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যের বিদ্যু९ উ९পাদন বাড়বে ও অতিরিক্ত বিদ্যু९ অন্যান্য রাজ্যকে বিক্রি করতে সক্ষম হবে।

WB CM inaugurates India’s first 10 MW Canal Bank Solar PV Plant

West Bengal Chief Minister Mamata Banerjee inaugurated India’s first 10 MW Canal Bank Solar PV Plant today during an administrative review meeting at Chopra, North Dinajpur. The project, which has been successfully implemented by WBSEDCL, incurred a cost of Rs 65.88 lakh.

Chief minister Mamata Banerjee arrived at Bagdogra airport Monday afternoon for a three-day tour of north Bengal. She proceeded straight towards Sukuna Guest House.

Today’s meeting was a crucial one as she will take stock of three districts at a time.

Like all other administrative review meetings, the Chief Minister will be discussing on the present status of progress of different projects and at the same time the projects those will be taken up for an overall development of the districts will also be discussed.

 

দেশের প্রথম ক্যানাল ব্যাংক সোলার পিভি পাওয়ার প্লান্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী

উত্তর দিনাজপুরের চোপরায় ভারতের প্রথম ১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ক্যানাল ব্যাঙ্ক সোলার পিভি পাওয়ার প্ল্যান্ট-এর আজ শুভ উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। WBSEDCL এর এই প্রকল্পের রূপায়ক। প্রকল্পটির জন্য বরাদ্দ খরচের পরিমাণ ৬৫ কোটি ৮৮ লক্ষ টাকা।

আজ চোপড়ার সোনাপুর মহাত্মা গান্ধী হাইস্কুল প্রাঙ্গণে তিন জেলার প্রশাসনিক পর্যালোচনা সভা করেন মুখ্যমন্ত্রী।

সোমবার দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নেমে সেখান থেকে শুকনা গেস্ট হাউসে যান মুখ্যমন্ত্রী। আজ প্রশাসনিক বৈঠক শেষে তিনি ইসলামপুর থেকে শিলিগুড়ি ফিরবেন। আগামীকাল মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরছেন।

যেহেতু তিনটি জেলার অধিকর্তাদের নিয়ে একসঙ্গে এই বৈঠক তাই আজকের এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ।

অন্যান্য প্রশাসনিক পর্যালোচনা সভার মতো মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, বর্তমান অবস্থা এবং ঐ জেলাগুলির  সামগ্রিক উন্নয়ন নিয়ে আলোচনা করবেন। বৈঠকে বিভিন্ন কাজের খতিয়ান পর্যালোচনার পাশাপাশি উত্তরের উন্নয়নে বেশ কিছু নয়া প্রকল্পেরও উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর।

 

State-run discom in Bengal launches mobile app for customers

The State-run West Bengal State Electricity Distribution Company Limited has launched a new mobile app for payment of bills.

Christened Sahayogi, the app is free of cost for users and available on android app store. Consumers have an option of paying through the app.

Customers can also lodge complain through this app, which is in three languages, Bengali, English and Hindi.

The West Bengal State Electricity Board that has more than 1.65 crore consumers is looking at reducing the load at bill counters across the state once the app is launched.

Five zones, 18 regional offices, 70 distribution divisions and 501 customer care centers make up the backbone to the power distribution system of the state.

 

গ্রাহকদের জন্য WBSEDCLআনলো নতুন মোবাইল অ্যাপ সহযোগী 

ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (WBSEDCL) গ্রাহকদের স্বার্থে বিল পেমেন্টের জন্য একটি নতুন মোবাইল অ্যাপ চালু করেছে যার নাম ‘সহযোগী’।

সহযোগী – এই অ্যাপটি যে কোন অ্যানড্রয়েড ফোনে গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।

এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা তাদের অভিযোগ জানাতে পারবেন। বাংলা, ইংরেজি, হিন্দি তিনটি ভাষাতেই এই অ্যাপটি পাওয়া যাবে।

পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদের প্রায় ১ কোটি ৬৫ লক্ষ উপভোক্তা আছেন। এই অ্যাপ চালু হওয়ার ফলে বিদ্যুতের বিলের কাউণ্টারের চাপ অনেকটা কম হবে।

রাজ্যের বিদ্যুৎ সরবরাহ ক্ষেত্রে ৫টি জোন, ১৮টি রিজিওনাল অফিস, ৭০টি বিতরণ বিভাগ, ৫০১টি কাস্টোমার সার্ভিস সেন্টার রয়েছে।