Bengal Chief Minister Mamata Banerjee on Tuesday lashed out at the Opposition for fanning tensions in the Hills just for their vested interests. She gave a statement in the State Assembly on Tuesday in connection with the situations in the Hills.
She once again requested parties in Darjeeling Hills to shun violence so that common people could get some respite from the indefinite shutdown.
Urging the parties to hold discussions with the state government over its demand for a separate state of Gorkhaland, the CM told the Assembly that schools, offices and tourism have come to a halt due to the bandh in the Hills and the region has suffered a loss of Rs 550 crore.
Mamata, according to PTI, said that Darjeeling had been a part of West Bengal and she will not allow its division, adding that time has come for election to the Gorkhaland Territorial Administration as its five-year-term comes to an end.
বন্ধ প্রত্যাহার করলেই আলোচনা, দার্জিলিং প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
দার্জিলিং পাহাড়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় প্রস্তুত রাজ্য সরকার। তবে আন্দোলনকারীদের আগে হিংসা ও বন্ধ প্রত্যাহার করতে হবে। গণতান্ত্রিক পদ্ধতি মেনে আলোচনার মাধ্যমেই এই পরিস্থিতির যে সুষ্ঠু মীমাংসা সম্ভব, সেটা আবার মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
মঙ্গলবার বিধানসভায় জিটিএ এবং দার্জিলিঙের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একটি লিখিত রিপোর্ট পেশ করতে গিয়ে বিধানসভায় এমন মনোভাব প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত পাহাড়ে ৫৫০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, “দার্জিলিং ইস্যুতে বামপন্থীরা চিরকালই মানুষকে বিভ্রান্ত করছে। ভাষা নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি। ওটা বামপন্থীদের রটনা। দার্জিলিং পাহাড়ে গোর্খাল্যান্ডের দাবি বা অন্যান্য আন্দোলন বহুকাল আগে থেকেই চলছে। আমরা পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক করেছি। প্রতি ১০ বছর অন্তরই ওদের একটা আন্দোলন চাগিয়ে ওঠে। সাম্প্রতিক অতীতে গোর্খা জনমুক্তি মোর্চা পাহাড়ে সমর্থন হারাচ্ছিল। পুর নির্বাচনে তার ছায়া পড়েছিল। চুক্তি অনুসারে জিটিএ–র পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার মুখে। এবার সেখানে নির্বাচন হওয়ার কথা। এই পরিস্থিতিতে গোর্খা জনমুক্তি মোর্চা হারানো জমি পুনরুদ্ধারের জন্য গোর্খাল্যান্ডের দাবিতে নতুন করে আন্দোলন করছে। রাজ্য প্রশাসন যথেষ্ট সংযম ও ধৈর্যের পরিচয় দিচ্ছে। বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। সবচেয়ে বড় ক্ষতি মানুষের প্রাণহানি। তা–ও আমরা ওদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য দরজা খোলা রেখেছি।”