Huge boost to water transport, thanks to Bengal CM

On a visit to Baharampur, Murshidabad, Bengal Chief Minister Mamata Banerjee will inaugurate today a number of projects related to water transport.

The Chief Minister will flag off four 100-seater vessels (MV Sundarini, MV Madhurini, MV Ushante and MV Sabuj Sathi) and a LTC vessel (MV Sokal) which has the same capacity as four fully-loaded six-wheeler trucks. She will also launch five 250-seater steel vessels (MV Meghma, MV Meghbrishti, MV Adina, MV Motijheel, MV Shalpeeyal) and a 400-seater two-tired vessel (MV Roudro-Chhaya).

Today, 26 new jetties in different parts of the south Bengal will be inaugurated by the Chief Minister. She will also lay foundation stones for nine jetties and three updated jetties in Kolkata.

 

নদীপথে অগ্রগতির নতুন দিশা

দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম বার মুর্শিদাবাদে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এই সভামঞ্চ থেকে ১২টি নতুন জলযান উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

১০০ টি আসনের ৪ টি কাঠের জলযান, এগুলি হল – এম ভি সুন্দরিণী, এম ভি মধুরিণী, এম ভি ঊষান্তে, এম ভি সবুজসাথী। এছাড়া ৪ টি সম্পূর্ণ ভর্তি ৬ চাকার ট্রাক/বাসের ভার বহনে সক্ষম একটি এল সি টি ভেসেলেরও উদ্বোধন করবেন যার নাম এম ভি সকাল। ২৫০ টি আসনের ৫টি ইস্পাতের জলযান এবং ১০০টি আসনের ১টি ইস্পাতের দ্বিতল জলযানেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

এছাড়া নদীপথে ২৬টি জেটিরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ৯টি জেটি ও কলকাতার ৩ টি জেটি নির্মাণ কাজের শুভ সূচনাও করেন তিনি।

 

 

West Bengal Govt takes steps for passenger safety in water transport

West Bengal Government is taking massive steps to provide passenger safety in waterways transport. After successfully taking up the Safe Drive Save Life campaign for road safety, the State Government is taking up measures to improve infrastructure of the 50 important ferryghats which are used by thousands of passengers to avail water transport.

After a recent meeting at the State Secretariat, Nabanna, it was decided that there should be proper manning by the authorities and maintenance of the ferryghats at regular interval has been made mandatory. It will be also seen that the boats are not overloaded and time is maintained for the service. Also, lighting up the ferryghats has also been taken in account.

State Transport Minister Suvendu Adhikari has given strict instructions to follow the decisions made. The Transport department will now keep a strict vigil on all the ferryghats which are generally run by municipalities, Zilla Parishads or panchayats.

 

জলপথ পরিবহণে যাত্রী নিরাপত্তায় গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার

সড়ক পরিবহণের পর জলপথ পরিবহণেও যাত্রী নিরাপত্তায় গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। সড়ক নিরাপত্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ প্রচারের সফল কর্মসূচির পর রাজ্যের ৫০ টি ফেরিঘাটের পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এই ফেরিঘাটগুলি রোজ হাজার হাজার যাত্রী পারাপার করে।

নবান্নে একটি বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় যে, ফেরিঘাটের রক্ষণাবেক্ষণের জন্য অতিরিক্ত লোক রাখা হবে, যাত্রী ওঠানামার সময় নজরদারি চালাতে হবে, নৌকায় অতিরিক্ত যাত্রী তোলা যাবে না, নির্দিষ্ট সময় মেনে পরিষেবা চালু ও বন্ধ করতে হবে, অতিবৃষ্টির সময় পরিষেবা বন্ধ রাখতে হবে। প্রতিটি ঘাটে বিশেষ আলোর ব্যবস্থা করতে হবে।

যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা মেনে চলার নির্দেশ দেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।  এখন থেকে পৌরসভা, জেলা পরিষদ বা পঞ্চায়েত দ্বারা পরিচালিত সব খেয়া ঘাট গুলির ওপর নজর রাখবে পরিবহন বিভাগ।