51 enclaves in Bengal to get solar-based water pumping units for agriculture

In a bid to ensure that residents of “chitmahals” can channelise water for agriculture using “free of cost” power, The West Bengal Government is setting up solar based water pumping units in all the 51 enclaves that came under India.

The step is aimed to make the people residing in the enclaves self dependent. The project is a brainchild of Chief Minister Mamata Banerjee and the state irrigation department has taken necessary initiatives to let people get benefitted as early as possible.

A total of 212 units will be set up in the enclaves in phase-I, benefitting 6360 families. Each of the units has the capacity of channelising water on 80 to 100 bighas of land.

They can also fill up small plots of low lands in the area using the units to initiate pisciculture.

 

৫১টি ছিটমহল এবার কৃষিকাজের জন্য সৌর ভিত্তিক পাম্পিং ইউনিট পাবে

ছিটমহলবাসীরা যাতে কৃষিকাজের জন্য পর্যাপ্ত জল পেতে পারে সেজন্য ৫১টি ছিটমহল এলাকায় সৌরভিত্তিক পাম্পিং ইউনিট চালু করছে রাজ্য সরকার।

ছিটমহলবাসীদের স্বনির্ভর করাই আসল উদ্দেশ্য। প্রকল্পটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার এই স্বপ্নের প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য রাজ্য সেচ দপ্তর বেশ কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এর ফলে এলাকার মানুষ খুব শীঘ্রই উপকৃত হবে।

প্রথম দফায় ২১২টি ইউনিট স্থাপন করা হবে এর ফলে প্রায় ৬৩৬০ পরিবার উপকৃত হবে। প্রতিটি ইউনিটের ৮০-১০০ বিঘা জমিতে জল দেওয়ার ক্ষমতা থাকবে।

মাছ চাষের জন্য তারা ছোট ছোট জমিগুলো ব্যবহার করতে পারে।