Students take part in Bengal CM’s administrative review meeting in Birbhum

Bengal Chief Minister Mamata Banerjee chaired the administrative review meeting for the Birbhum district at Bolpur on Monday.

In the meeting, she highly appreciated the Birbhum district administration for executing various development and welfare programmes. Apart from government officials, a group of students from Visva-Bharati University were present in the administrative meeting.

The Chief Minister said the state government would provide Rs 2.5 crore to each district to improve traffic infrastructure. She once again urged senior police officers to bring down road accidents by enforcing the guidelines given under “Safe drive save life” scheme.

The Chief Minister laid the foundation of the Rampurhat Medical College and Hospital. “The construction of the proposed hospital will begin shortly and once completed, locals will get every kind of treatment free of cost,” she said. She said in the past six years, despite financial constraints, the state government has made healthcare facilities free in the state. “Costly treatment is being offered in state-run hospitals free of cost. The institutional delivery has gone up and child mortality has come down in the state over the past six years.”

The instructed the hospital authorities to maintain proper contact details of the patients admitted to the hospital from other states. “Record of patient/families’ address should be maintained so that information can be provided. Their permanent address, current residential address should be recorded,” she said.

Later in the evening, in a Facebook post she said:

“Now we have started inviting university students to administrative review meetings in the districts to let them have a first-hand feel of how this unique exercise of review of government schemes is made with field-level functionaries in presence of senior officers.

First, it was Rabindra Bharati University at Howrah.

Today, it was Viswa-Bharati in Bolpur.

Everywhere, we are getting very positive response from the students.”

 

বীরভূমের প্রশাসনিক বৈঠকে অংশ নিলেন ছাত্রছাত্রীরা

সোমবার বীরভূম জেলায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৈঠকে জেলা প্রশাসনের উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক কর্মকর্তারা ছাড়াও বিশ্ব ভারতীর বেশ কয়েকজন ছাত্রছাত্রীও উপস্থিত ছিল এই অনুষ্ঠানে।

মুখ্যমন্ত্রী জানান প্রতিটি জেলার পরিকাঠামো উন্নয়নের জন্য ২.৫ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী সেফ ড্রাইভ সেভ লাইভ নিয়ে পুলিসকে আরও কড়া হতে বলেন। জেলার প্রতিটি ট্রাফিক মোড়ে একটি করে ওয়াচ টাওয়ার করার নির্দেশ দিয়েছেন। সেই মোতাবেক প্রয়োজনীয় অর্থও বরাদ্দ করেছেন এদিন। প্রশাসনিক বৈঠকের শেষে ৫৭টি প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

এদিন রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের শিলান্যাসও করেন মুখ্যমন্ত্রী।  তিনি জানান খুব শীঘ্রই এর কাজ সম্পন্ন হয়ে যাবে। স্থানীয় মানুষ এখানে বিনামূল্যে সবরকম চিকিৎসা পাবে। গত ৬ বছরে আর্থিক সমস্যা থাকা সত্ত্বেও রাজ্য সরকার সমগ্র রাজ্যে সরকারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা চালু করেছে।

এই বিষয় নিয়ে একটি ফেসবুক পোস্টও করেন মুখ্যমন্ত্রী