WB CM directs Education Dept to prepare vision document for the next five to ten years

West Bengal Chief Minister Mamata Banerjee last Monday reviewed the performance of the State Higher and Primary Education Departments and asked Education Minister Partha Chatterjee to prepare a vision document for the next five to ten years. Joint secretaries of the Education Department were also present in the meeting.

During the review meeting, the Chief Minister asked the Department to lay stress on quality of education, use technology and improve teaching methodologies.

Later, the Education Minister said the rate of admission to graduate-level courses has increased to 17.5%. “The rate of admission was 11% earlier and now it has increased to 17.5%. The national average is 21% and we want to achieve that,” he said.

Overall there has been an increase of four lakh graduates and 36,000 engineering students in the state, the Minister said adding that both students and seats have increased both in higher education and at the Madhyamik level.

 

শিক্ষা দপ্তরকে আগামী দশ বছরের ভিশন ডকুমেন্ট তৈরির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

রাজ্যে শিক্ষার মনোনয়ন ও পরিকাঠামো উন্নয়ন নিয়ে শিক্ষা দপ্তরের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও শিক্ষা দপ্তরের সচিবদের নির্দেশ দিয়েছেন আগামী ১০ বছরের জন্য একটি ভিশন তৈরি করার।

এই ভিশনের মধ্য দিয়ে শিক্ষা কমিশনের সুপারিশ মেনে ছাত্রছাত্রীদের পঠনপাঠনের নিয়মানুবর্তিতার ওপর আরও জোর দিতে হবে। পর্যালোচনা বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তরকে তথ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করারও নির্দেশ দেন।

পরে শিক্ষামন্ত্রী জানান, উচ্চশিক্ষায় ছাত্র ভর্তির হার চার বছর আগে যেখানে ছিল ১১ শতাংশ এখন তা বেড়ে হয়েছে ১৭.৫ শতাংশ। এখানে জাতীয় ক্ষেত্রের লক্ষ্যমাত্রাতেই পৌঁছতে চায় রাজ্যের শিক্ষা দপ্তর। সেই লক্ষ্যমাত্রাটি হল ২১ শতাংশ।

তিনি আরও বলেন, “এ রাজ্যে বিগত চার বছরে উচ্চমাধ্যমিক ও প্রাথমিকে ছাত্র সংখ্যা বৃদ্ধি ও পরিকাঠামোও বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আসন সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। স্নাতকস্তরে বিগত চার বছরে আসন সংখ্যা হয়েছে ৪ লক্ষ ও ইঞ্জিনিয়ারিঙে সেই সংখ্যা বেড়ে হয়েছে ৩৬ হাজার।