Trinamool Congress swept the Kanthi Dakshin by-polls by a margin of 42,526 votes, with the people reaffirming their faith in Bengal Chief Minister and Trinamool Congress Chairperson Mamata Banerjee. The huge win saw Trinamool Congress bettering the 2016 Assembly election results, where the winning margin was around 34,000 votes.
The party had fielded the Trinamool Mahila Congress President Chandrima Bhattacharyya from this seat. She had covered almost every panchayat and municipality area of the Kanthi Dakshin constituency, meeting the people and intimating them about the success of the Trinamool Congress Government under Mamata Banerjee. The polling, which was conducted on Sunday, April 9, 2017, saw around 83% turnout.
The Trinamool Congress candidate Chandrima Bhattacharyya received 95,369 votes, which is 55.89% share of the total votes.
The seat was vacated as Dibyendu Adhikari had resigned after he was elected to the Lok Sabha.
Chief Minister Mamata Banerjee has congratulated the Maa-Mati-Manush for the verdict of victory in the Dakshin Kanthi Assembly by-polls.
The Chief Minister said, “We are grateful to the people for supporting our developmental work. The support the people have shown for us would help us to work peacefully for them”.
উপনির্বাচনে জয় বিপুল ভোটে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই আস্থা দক্ষিণ কাঁথির
কাঁথি দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ৪২ হাজার ৫২৬ ভোটে জয়ী হল তৃণমূল কংগ্রেস। এই জয় আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সাধারণ মানুষের আস্থা-বিশ্বাস প্রমাণ করল। গত ২০১৬ বিধানসভা নির্বাচনে বিপুল ভোট পেয়ে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস যার ব্যবধান ছিল ৩৪ হাজার ভোট।
এবছর তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যকে এই আসনে প্রার্থী নির্বাচন করে তৃণমূল কংগ্রেস। গত রবিবার, ৯ এপ্রিল, ২০১৭ নির্বাচন হয়েছিল, প্রায় ৮৩% ভোট পড়েছিল।
তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য এবার ৯৫ হাজার ৩৬৯ ভোট (৫৫.৮৯ শতাংশ) পেয়ে জয়ী হয়েছেন।
২০১৬ সালে দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রে জয়ী হন তৃণমূলের দিব্যেন্দু অধিকারী।
এই জয় উপলক্ষে মুখ্যমন্ত্রী সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন,“মা-মাটি-মানুষকে আমার অভিনন্দন। মানুষ আমাদের কাজ সমর্থন করেছে তাই আমরা কৃতজ্ঞ। মানুষের এই সমর্থন আগামী দিনে আমাদের নরম মনোভাব নিয়ে কাজ করতে সাহায্য করবে”।